আদম পুত্র হাবিল কাবিলের কুরবানি, হত্যা ও কবরের ঘটনা। কবরের প্রথম রাতের কেমন হবে। Alor ThikanaTv
#Habil_Kabil #Adam_Hawa #Alor_Thikana_Tv #হাবিল_কাবিলের_কবর
কেমন হবে আপনার কবরের প্রথম রাত? হাবিল ও কাবিলের কবরের প্রথম রাতের কার্যক্রম জানতে দেখুন Alor Thikana
হাবিল ও কাবিল ছিল আদিপিতা হযরত আদম আঃ এর সন্তান। কাবিল ছিল বয়সে বড়। আদম আঃ ও হাওয়া আঃ এর প্রতি দফায় একসাথে একটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্মলাভ করত। প্রথম গর্ভের পুত্রের সাথে পরবর্তী গর্ভের কন্যার ও কন্যার সাথে পুত্রের বিবাহ দেওয়ার বিধান ছিল। কাবিলের জমজ বোন সুন্দরী ছিল। বিধান মোতাবেক তার সাথে বিয়ে হও্য়ার কথা ছিল হাবিলের। কিন্তু কাবিল এটা মেনে নেয়নি। আদম আঃ মিমাংসার জন্য হাবিল ও কাবিলের কুরবানি করার কথা বলেন। হাবিল ও কাবিলের কোরবানি এর নির্দেশ দিয়ে আদম আঃ হজ্জ পালনের জন্য মক্কায় চলে যান। হাবিল মোটাতাজা বকরি কুরবানি দেয়, আর কাবিল কুরবানি দেয় নিম্নমানের একবোঝা শস্য। হাবিল কাবিলের কুরবানী সংঘটিত হওয়ার পর আসমান থেকে আগুন এসে হাবিলের কোরাবানি গ্রাস করে, অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হয়। এতে কাবিল রেগে যায় এবং হাবিলকে বলে আমি তোমাকে হত্যা করেই ছাড়ব যাতে তুমি আমার বোনকে বিয়ে করতে না পারো। কাবিলের কথায় হাবিল বলে তুমি আমাকে হত্যার জন্য আমার দিকে হাত বাড়ালেও আমি তোমাকে হত্যার জন্য তোমার দিকে হাত বাড়াবোনা, কারন আমি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহকে ভয় করি।
কিছুদিন পর একদিন রাতে হাবিল পশুপাল নিয়ে ফিরতে দেরি করলে আদম আঃ কাবিলকে দেখতে বললেন। কাবিল গিয়ে হাবিলকে চারণভূমিতে দেখে বলল তোমার কোরবানি কবুল হলো আর আমারটা হলোনা। তখন হাবিল বলল আল্লাহ কেবল মুত্তাকীদের থেকে কুরবানি কবুল করেন। এটা শুনে চটে গিয়ে কাবিল তার সাথে থাকা লোহার টুকরা দিয়ে আঘাত করে হাবিলকে হত্যা করে ফেলে। কোন কোন বর্ণনাকারী বলেন, হাবিল ঘুমিয়ে থাকা অবস্থায় কাবিল পাথর খন্ড দিয়ে তার মাথার আঘাত করে মাথা চূর্ণ করে দেয়। আবার কোন কোন বর্ণনাকারী বলেন, কাবিল সজোরে হাবিলের গলা টিপে ধরে ও পশুর মতো কামড়ে নেয়। এতে হাবিল মারা যায়। আল্লাহ সর্বজ্ঞ।
00:09 আদম আঃ এর সন্তানেরা
00:34 হাবিল কাবিলের কাহিনী
01:21 হাবিল কাবিলের কুরবানি
02:51 হাবিলকে হত্যার হুমকি
03:41 হাবিলকে হত্যার ঘটনা
05:21 কাবিলের শাস্তি
06:36 হাবিলের কবর দেয়ার ঘটনা
মুলত কাবিল ছিল সিমালংঘনকারীদের অন্তর্ভুক্ত। রসূলুল্লাহ (সঃ)বলেন, কিয়ামতে পর্যন্ত যত হত্যা সংঘটিত হবে তার পাপের এক অংশ কাবিলের উপর বর্তাবে কারণ সেই সর্বপ্রথম হত্যাকাণ্ডের সূচনা করে।
আদম পুত্র হাবিল কাবিলের কুরবানি, হত্যা ও কবরের ঘটনা || হাবিল কাবিলের কাহিনী
কেমন হবে আপনার কবরের প্রথম রাত! কেমন হবে কিয়ামাত দিবসে আপনার অবস্থা! কোন হাতে দেওয়া হবে আপনার আমলনামা, ডান হাত না বাম হাতে! এই ভাবনাগুলো আপনার মধ্যে যদি কাজ না করে তাহলে বুঝতে হবে দুনিয়ার পার্থিব সম্পদ, পার্থিব চিন্তা আপনার আখিরাতের স্মরন ভুলিয়ে রেখেছে।
আল্লাহ, তাঁর ফেরেশতাকুল, সব কিতাব, সব রাসুল, শেষ দিসব এবং ভালো-মন্দের তকদিরে বিশ্বাসী প্রতিটি মানুষ জানেন, তার একটি নির্ধারিত সময় অত্যাসন্ন। আল্লাহ তায়ালা যা লিখে রেখেছেন প্রত্যেক সৃষ্টির জন্য। সেটি তার ধ্বংস ও মৃত্যু। আল্লাহ তাবারাকা ওয়া তায়ালা বলেন ‘ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল। একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া।’ (সুরা রহমান : ২৬-২৭)। অন্য স্থানে তিনি বলেন ‘প্রতিটি সুনির্দিষ্ট সময়ের জন্য রয়েছে লিপিবদ্ধ বিধান।’ (সুরা রাদ : ৩৮)।
আমরা রোজ প্রত্যক্ষ করছি কিছু লোক পরকালে যাত্রা করছেন। চলে যাচ্ছেন পিতামাতা, ভাই-ব্রাদার, সন্তান-সন্তুতি, পাড়া-প্রতিবেশী ও বন্ধুবান্ধব। ভেবে দেখুন তো এ দুনিয়ার পরে আখেরাতের মনজিলে বা কবরে কেমন হবে আপনার প্রথম রাত? যখন আপনার কাছে আসবেন দু’জন ফেরেশতা। জিজ্ঞেস করবেন তোমার রব, তোমার দ্বীন ও তোমার নবী সম্পর্কে। তখনই ‘যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাদের ইহজীবনে ও পরজীবনে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন এবং যারা জালেম, আল্লাহ তাদের বিভ্রান্তিতে রাখবেন; আল্লাহ যা ইচ্ছা তা করেন।’ (সুরা ইবরাহিম : ২৭)।
হে মানব, চিন্তা করুন কে হবে আপনার কবরের সঙ্গী? আপনি কি ভালো কাজ করেছেন? যা আপনার কাছে আসবে সুদর্শন চেহারা, সুন্দর পোশাক ও সুঘ্রাণসহ এক ব্যক্তির রূপ ধরে, অতঃপর আপনার উদ্দেশে বলবে ‘সুসংবাদ গ্রহণ কর যা তোমাকে সন্তুষ্ট করবে, এটা তোমার সেদিন যার ওয়াদা করা হতো। আমি তোমার সৎকর্ম।’
২ জমাদিউস সানি ১৪৪২ হিজরি মক্কার মসজিদে হারামে প্রদত্ত জুমার খুতবার সংক্ষিপ্ত ভাষান্তর আলী হাসান তৈয়ব
#Alor_Thikana_Tv,
#kabir_bin_samad,thikana tv.press,Arif bin anwar,কবির বিন সামাদ,arif bin anwar,
#মান_রাব্বুকা
#মান_দিনুকা
#মানবিকা,
#কবর
#কবর_আযাব_কত_কঠিন,
#কবরের_প্রথম_রাত_কেমন_হবে,
#কবরের_আজাব_ওয়াজ,
#কবরে_প্রশ্ন_ও_উত্তর,
#কবরের প্রশ্ন কয়টি,কবরের প্রশ্নের উত্তর,মৃত ব্যক্তি,
#হাবিল_কাবিলের_কাহিনী,
#হাবিল_কাবিল_ঘটনা,
#হাবিল_কাবিলের_ইতিহাস,
#হাবিল_কাবিল_বাংলা,
#হাবিল_কাবিলের_করুন_কাহিনী,
হাবিল কাবিলের কুরবানী,হাবিল ও কাবিলের জীবনী,হাবিল ও কাবিলের গল্প,হাবিল ও কাবিলের কোরবানি,হাবিল কাবিলের,হাবিল কাবিলের বোনের নাম,কাবিলের শেষ পরিণতি,কাবিলের ঘটনা,কাবিলের মৃত্যু,হাবিলের কবর,হাবিলের মৃত্যু,habil kabil kahini,habil kabil er kahini,habil qabil itihas
#Habil_Kabil #Adam_Hawa #Alor Thikana_Tv #হাবিল_কাবিলের_কবর,আদম পুত্র হাবিল কাবিলের কুরবানি,হত্যা ও কবরের ঘটনা। কবরের প্রথম রাতের কেমন হবে। Alor ThikanaTv,হত্যা ও কবরের ঘটনা || হাবিল কাবিলের কাহিনী
Alor Thikana Tv,kabir bin samad,thikana tv.press,Arif bin anwar,কবির বিন সামাদ,arif bin anwar,মান রাব্বুকা মান দিনুকা মানবিকা,কবরের,কবরের আযাব কত কঠিন,কবরের প্রথম রাত কেমন হবে,কবরের আজাব ওয়াজ,কবরের প্রশ্ন ও উত্তর,কবরের প্রশ্ন কয়টি,কবরের প্রশ্নের উত্তর,মৃত ব্যক্তি
Информация по комментариям в разработке