ফ্যানের স্প্রীড কমে গেলে কি করবেন, কিভাবে ফ্যানের ক্যাপাসিটর চেক করবেন।

Описание к видео ফ্যানের স্প্রীড কমে গেলে কি করবেন, কিভাবে ফ্যানের ক্যাপাসিটর চেক করবেন।

কিভাবে ফ্যানের ক্যাপাসিটর চেক করবেন। ফ্যানের স্পিড কমে গেলে প্রথমে ফ্যানের ক্যাপাসিটর টি চেক করে দেখতে হবে যে আসলে ক্যাপাসিটরটি নষ্ট হয়েছে নাকি অন্য কোন সমস্যা হয়েছে, যদি ক্যাপাসিটর নষ্ট হয় তাহলে ক্যাপাসিটরটি চেঞ্জ করে দিলে ফ্যানটি ওকে হয়ে যাবে।

আপনার ঘরে যদি একটা সিলিং ফ্যানের সমস্যা থাকে, তাহলে সে ফ্যানটি হতে পারে আপনার এবং আপনার পরিবারের গরমের সহযোগী সঙ্গী। আর হঠাৎ যদি চলতে চলতে সে সঙ্গী সিলিং ফ্যানটি বন্ধ হয়ে যায়। তখন আপনার অবস্থা হবে খারাপ, মেজাজ হবে গরম। আর সে সময় যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে নিজের ফ্যানটি ঠিক করে ফেলতে পারেন তাহলে তো আপনি হবেন ‍হিরো । তাই আজকের বিষয় হঠাৎ সিলিং ফ্যান বন্ধ হলে কি করবেন।

সিলিং ফ্যান প্রধানত যে সমস্যার কারণে বন্ধ হয়ে যায় :

প্রচন্ড গরমে সিলিং ফ্যান বেশি চালানো হয় এজন্য সিলিং ফ্যানের উপর ওভার লোড পড়ে, ফলে গরমের সময় সিলিং ফ্যানের সমস্যা বিভিন্ন ভাবে দেখা দেয়। যেগুলো অনেক সময় ছোট-খাটো সমস্যা বলে বিবেচিত হয়। তবে সব সমস্যার মধ্যে প্রথম চারটা সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারেন। কারেন্ট সম্পর্কে আপনার যদি বেসিক নলেজ বা জ্ঞান থাকে তাহলে একটু সর্তকতার সাথে কাজ করে আপনার সিলিং ফ্যানটি ঠিক করে ফেলতে পারেন।সিলিং ফ্যান সাধারণত যে যে সমস্যার কারণে বন্ধ হয়ে যায় সেগুলো হলো:-

সু্ইচ পুড়ে যায়।

রেগুলেটর পুড়ে যায়।

ক্যাপাসিটর নষ্ট হয়ে।

ফ্যানের স্পিড কমে যায়।

বিয়ারিং জ্যাম হয়ে ফ্যান আটকে যায়।

ফ্যানের কয়েল জ্বলে যায়।

আপনার সিলিং ফ্যানটি হঠাৎ নষ্ট হলে আপনি প্রথমত পরীক্ষা কি কি করে দেখবেন তার একটি ধারবাহিক আউটলাইন জেনেনি, যেগুলো ধারাবাহিক ভাবে পরীক্ষা করলে আপনার সিলিং ফ্যানের সমস্যা টি আপনি নিজেই ঠিক করে ফেলতে পারবেন।

[বিঃ দ্রঃ- সিলিং ফ্যান পরিক্ষা বা সিলিং ফ্যানের কাজ করার আগে অবশ্যই আপনার বাড়ির মেইন সুইচ অফ করে নিবেন। আর করেন্ট সম্পর্কে আপনার যদি বেসিক ধারণা না থাকে তাহলে আপনার দ্বারা উক্ত কাজ সম্ভব নয়, নিকটস্ত ইলেক্ট্রিশিয়ান দ্বারা আপনার সিলিং ফ্যানটি ঠিক করিয়ে নিবেন।]

প্রয়োজনীয় টুলস সমূহ:

কাজ শুরু করার আগে আপনাকে কিছু টুলস্ এর ব্যবস্থা করতে হবে যেগুলো দিয়ে আপনি সহজে কাজটি করে নিতে পারেন। আর যদি তা আপনার কাছে আগে থেকে থাকে তাহলে তো আর কোন সমস্যাই নেই যেগুলো হলো:

একটা ভালো টেস্টার, (মিডিয়াম)

একটা মাইনাস স্কু ড্রাইভার (মিডিয়াম)

একটা ভালো মানের কাভার যুক্ত প্লাস (মিডিয়াম)

আর সম্ভব হলে একটা মিডিয়াম সেলাই রেঞ্জ (মিডিয়াম)

এ টুলস্ গুলো যদি আপনার বাড়িতে কিনে রাখতে পারেন, দেখবেন মাঝে মাঝে এগুলো আপনার বিভিন্ন কাজে লাগছে, তাই এসব টুলস্ বাড়িতে রাখা অত্যন্ত দরকার। যেকোন সময় দরকার হতে পারে।

ধাপ-১ ইলেক্ট্রিক্যাল সুইচ পরিক্ষা ও পরিবর্তন:

প্রথম সমস্যার মধ্যে আপনার ফ্যানের সুইচ পুড়ে যাওয়া বা লুজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আপনি প্রথমে সুইচটা ভালো ভাবে পরিক্ষা করে দেখবেন ঠিক আছে কি-না। তারপর দেখবেন যে সুইচ দিয়ে কারেন্ট ফ্যানে যাচ্ছে কি-না। এজন্য একটা টেস্টার নিবেন এবং ফ্যানের কানেকশন খুলে সুইচ দিয়ে দেখবেন যে সেখানে কারেন্ট যাচ্ছে কি-না। যদি কারেন্ট যায় তাহলে বুঝবেন ফ্যানের সমস্যা আছে। আর যদি কারেন্ট না যায় তাহলে ধারাবাহিক ভাবে আগে সুইচ, তার পর রেগুলেটর, তার পর সংযোগের তার, পরিক্ষা করতে হবে। যেটা নষ্ট থাকবে সেটা লাগিয়ে নিবেন। আর যদি দেখেন ফ্যানে কারেন্ট আসছে কিন্তু ফ্যান চলছে-না। তখন ফ্যানটি খুলে নিচে নামিয়ে নিবেন।

ফ্যানের কয়েল পরীক্ষা ও পরিবর্তন:

শেষ ধাপে সব কিছু- সুইচ, রেগুলেটর, সংযোগের তার এবং ক্যাপাসিটর ঠিক থাকার পরেও যদি ফ্যান না চলে তাহলে বুঝবেন ফ্যানের কয়েলের সমস্যা হয়েছে। তখন আপনি ফ্যানটি খুলে নিকটস্ত ফ্যানের মেকারের কাছে নিয়ে যাবেন, কারণ কয়েল বা ফ্যানের ভিতরে কিছু নষ্ট হলে সবার দ্বারা ঠিক করা সম্ভব নয়। এটা একমাত্র দক্ষ অভিজ্ঞ ফ্যানের মেকার ঠিক করতে পারবে। ফ্যানের সমস্যা হলে বেশির ভাগ সময় শেষ ধাপে যাওয়া লাগেনা। উপরের কয়েকটা ধাপের মধ্যে আপনার ফ্যান সমস্যার সমাধান পেয়ে যাবেন।

keyword:

how to make fan
how to make fan coil
#how to make ceiling fan coil
make a fan coil
make fan coil
make ceiling fan coil
#ফ্যানের ক্যাপাসিটর টেস্ট
কিভাবে ফ্যানের কয়েল বাধব
ফ্যানের কয়েল বাধবো কিভাবে
সহজে ফ্যানের কয়েল বাধুন
ফ্যানের কয়েল বাধা
সিলিং ফ্যানের কয়েল বাধার নিয়ম
কিভাবে সিলিং ফ্যানের কয়েল বাধব
সিলিং ফ্যানের কয়েল বাধা শিখুন
কিভাবে ফ্যানের ক্যাপাসিটর চেক করবো
#shahadat hossain

Комментарии

Информация по комментариям в разработке