দেশ প্রেমের এক উজ্জল দৃষ্টান্ত-প্রাক্তন জেলা প্রশাসক মো. হাসান ও তাঁর কর্মযজ্ঞ

Описание к видео দেশ প্রেমের এক উজ্জল দৃষ্টান্ত-প্রাক্তন জেলা প্রশাসক মো. হাসান ও তাঁর কর্মযজ্ঞ

“নিজের কাজ সততা, নিষ্ঠা ও যোগ্যতার সঙ্গে করলে তা আর শুধু নিজের কাজ থাকে না। দেশের কাজ হয়ে যায়।” এ কথার এক মহৎ উদাহরন এ মানুষটির জীবনের গল্প। কর্ম জীবনে যখন যেখানে দায়ীত্ব পালন করেছেন, সেখানে রেখে এসেছেন তাঁর আদর্শ ও যোগ্যতার ছাপ। জেলা প্রশাসক হিসেবে দায়ীত্ব পালন করেছেন, বৃহত্তর রাঙামাটি ও চট্টগ্রাম জেলায়। এ সময় রাঙামাটি মহিলা কলেজ, বাঙাল হালিয়া কলেজ, বহু মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা নির্মাণ ও নির্মাণে সহায়তা করেছেন। চট্টগ্রামে দায়ত্বপালনের সময় “বাওয়া কলেজ”, ”পাহাড়তলী মহিলা কলেজ” ও অনেক মসজিদ মাদ্রাসা নির্মাণে সহায়তা করেছেন। চট্টগ্রামের প্রথম
শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ তাঁর উদ্যোগে ও বেশিরভাগ অর্থায়নে নির্মিত হয়।
চাকরী থেকে অবসরে যাওয়ার পর তাঁর নিজের এলাকা নোয়াখালীর চাটখিল উপজেলায় বহু স্কুল, কলেজ মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও হাসপাতাল নির্মাণ সহ প্রায় সব ধরনের জনহিতকর কাজ শুরু করে আজো পূর্ণ উদ্যমে অব্যহত রেখেছেন। ৭১’এর মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া এ মানুষটি তাঁর সব ভাই বোনদের উদ্বুদ্ধ করে তাঁদের পৈত্রিক সম্পতি মানবতার কল্যাণে দ্বান করে দিয়েছেন। দেশকে কিভাবে ভালো বাসতে হয় ও দেশের কল্যাণে নিজের ব্যাক্তিগত সম্পদ কতটা উদার ভাবে দিয়ে দিতে হয় তা শিখতে এ মানুষটির মহৎ জীবনের গল্প সব প্রজন্মের কাছে উজ্জল বাতিঘর হয়ে থাকবে বলে আমাদের বিশ্বাস।

Potroput is a team of creative individuals. Our videos and films help to open awareness, make people dreaming, to fulfill & reach their goals. We try to enrich people
and also raise humanity. We listen. We ask questions. We make films especially documentaries. We help people to find solutions and address their root needs or desires. We tell stories, whether big or small or any place in between. We work to help our Clients’ appearance and goals through information, motivation, and supplementation.

We are a professional video maker team. We served 1 stop solution from concept to completion.

Комментарии

Информация по комментариям в разработке