শিল্পী জেসমিন রাজশাহী যদি তরিতে বাসনা থাকে ধরোরে মন সাধুর সঙ্গ
ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরোরে মন সাধুর সঙ্গ
ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরোরে মন সাধুর সঙ্গ
যদি তরিতে বাসনা থাকে ধরোরে মন সাধুর সঙ্গ
ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরোরে মন সাধুর সঙ্গ।।
সাধুর গুণ যায়না বলা
শুদ্ধ চিত্ত অন্তর খোলা
সাধুর দরশনে যায় মনের ময়লা
পরশে হয় প্রেম তরঙ্গ।।
সাধু জনার প্রেম হিল্লোলে
কত মানিক মুক্তা ফলে
সাধু যারে দয়া করে
প্রেমময় দেয় প্রেম অঙ্গ।।
এক রসে হয় প্রতিপাদি
একই রসে পুরছে নদী
একই রসে নৃত্য করে
নিত্য রসে গৌরাঙ্গ।।
সাধুর সঙ্গ গুণে রং ধরিবে
পূর্ব স্বভাব দূরে যাবে
ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ (ওরে মন)
করোরে মন সৎসঙ্গ
সোহানা সরকার বাউল মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আপনারা প্রতিদিন নিত্য নতুন বাউল গান বিচ্ছেদ গান পালা গান কাওয়ালি গান জারি গান কিচ্ছা গান কনসার্ট গান,,,মনসা বিষহরি গান এবং বিভিন্ন রকমের গান পেয়ে থাকবেন। এই চ্যানেলটি মূলত একটি বিনোদনমূলক চ্যানেল। আমাদের চ্যানেলের সাথে থেকে আমাদের ভিডিও গুলো দেখার জন্য ধন্যবাদ
০১৮২১৯১০৯৪২
#রাজশাহীবেতারশিল্পীজেসমিনসরকার, #শিল্পীজেসমিনসরকার, #বাউলশিল্পীজেসমিনসরকার, #শিল্পীজেসমিনজুমা, #শিল্পীঃজেসমিনসরকার, #কন্ঠশিল্পীজেসমিনেরগান, #রাজশাহীরশিল্পীদেরগান, #শিল্পীঃ-জেসমিন, #রাজশাহী, #বাউলমিল্পিজেসমিনসরকার, #জেসমিন, #রাজশাহীসিল্ক
#রাজশাহী, #জেসমিনসরকারগান, #জেসমিন, #জেসমিনসরকারময়মনসিংহ, #জেসমিনসরকার, #জেসমিনসরকারএরগান, #জেসমিনসরকারেরগান, #শিল্পীজেসমিনসরকার, #জেসমিনসরকারবাউলগান, #নতুনগানজেসমিনসরকার, #জেসমিনসরকারপালাগান, #বাউলগানজেসমিনসরকার, #জেসমিননতুনগান, ##জেসমিন, #বিরহেরগানজেসমিনসরকার, #জেসমিনসরকারএরবাউলগান, #বাউলজেসমিনসরকার, #জেসমিনসরকারবাউল, #জেসমিনঝুমা, #জেসমিনসরকারবন্দর, #জেসমিনসরকারবাউলগান2024, #শিল্পীঃজেসমিনসরকার, #জেসমিনসরকারেরবন্দনা, #সুপারহিটবাউলগানজেসমিনসরকার, #জেসমিনসরকারেরনতুনচমক, #বাউলশিল্পীজেসমিনসরকার
Информация по комментариям в разработке