খাকি কবুতর ।। Khaki Pigeon ।। ৮৫ কিমি ব্যাক জেনারেশন ।। ইশতিয়াক ভাইয়ের খাকি কবুতর ।।

Описание к видео খাকি কবুতর ।। Khaki Pigeon ।। ৮৫ কিমি ব্যাক জেনারেশন ।। ইশতিয়াক ভাইয়ের খাকি কবুতর ।।

খাকি কবুতর এর নাম হয়ত তার শরীরের রঙ এর জন্যই। সুন্দর সুরমা/ পেন্সিল স্কেচ এর মত কালার এর জন্যই এদের খাকি নামে ডাকা হয়। খাকি কবুতরের ভেতর বেশ কয়েকটা কালার হয় যেমনঃ লেপা খাকি, লাল খাকি, বাঘা খাকি, খাকি মুসালদম, খাকি ঘররা, খাকিদম ইত্যাদি। এগুলো নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি আর কিছু বাকি থাকলে ভবিষ্যতে করার ইচ্ছা আছে।
ভিডিওতে যে কালার এর খাকি কবুতর নিয়ে কথা বলা হয়েছে এই ধরনের কবুতর গুলো শুধু 'খাকি' নামে পরিচিত। উড়ানোর ও পাল্লার জন্য এদের বেশ সুনাম। পাল্লার কবুতর হিসেবে এদেরকে অনেকে স্বল্প রেঞ্জ এর মনে করেন কিন্তু অনেকে আবার লং রেঞ্জে পাল্লা দিয়ে/ টুর্নামেন্ট এ দিয়ে ভাল ফল পেয়েছেন। ভিডিও তে যে কবুতর গুলো দেখানো হয়েছে তা পাল্লা ও টুর্নামেন্টে বেশ ভাল ফল করা। আর এ জন্যই চিন্তা করলাম খাকি কবুতর নিয়ে ভিডিও করতে গেলে জানাশোনা একটি ভাল জাত নিয়ে করি। কবুতরগুলো হাজীপাড়া, ঢাকার ইশতিয়াক প্রিন্স ভাই এর।
এক সাইড ৮৫ কিলো র একটি ৪ সাইড ৪১ কিলো খেলা এই জেনারেশন এর অন্য কবুতরগুলোর ও আছে ছোট বড় বেশ কিছু রেকর্ড। ইশতিয়াক ভাইয়ের অনেক বছরের কষ্টের ফসল এই খাকি জেনারেশন, আর এ জন্যই এই জাত টাকে আদর করে উনি ইংলিশ খাকি নামে ডাকেন।

Pigeon Owner: Ishtiaq Prince ভাই
Youtube: Ishtiaq Mahamude Prince (   • lalpatti male  )

Комментарии

Информация по комментариям в разработке