হজরত রসুলে শ্রীশ্রীঠাকুরের লীলা–

Описание к видео হজরত রসুলে শ্রীশ্রীঠাকুরের লীলা–

হজরত রসুলে শ্রীশ্রীঠাকুরের লীলা–
মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গলের মূর্ত্ত বিগ্রহ রূপে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব। তাই তিনি মানুষের ইষ্ট। ইষ্ট মানে মঙ্গল। তাঁর দীর্ঘ জীবনকালের প্রতিটি মুহূর্ত কেটেছে মানুষের সেই আকাঙ্ক্ষিত মঙ্গলের পথ-নির্দেশে। মানুষ চায় সত্তাসম্বর্দ্ধনা। তার সত্তার, অস্তিত্বের সর্ব্বাঙ্গীন বিকাশ যাতে হয়, সম্যক বৃদ্ধি যাতে হয় তাইই চায় মানুষ। তার জন্য সে কত দিকে দৌড়ায়, কত ঘোরে-ফেরে, কতকিছু করে। কিন্তু এই যে মানুষ করে, তা করে কিন্তু তার অভ্যস্ত সংস্কারের—তার ধারনাবদ্ধ কর্ম্ম-আচার, অভ্যাস-ব্যাবহার, চিন্তা-চলনের —গন্ডির মধ্যে আবদ্ধ থেকে। আর, এই অভ্যস্ত-সংস্কার সব সময়ই প্রবৃত্তি-অভিভূতিতে আচ্ছন্ন থাকে বলে মানুষ দিকভ্রান্ত হয়ে তার আকাঙ্ক্ষিত মঙ্গল দুরে সরে যায়, বঞ্চিত হয়। মানুষের এইরকম দিকভ্রান্ত, দিশাহারা আর্ত্ত অবস্থায় প্রবৃত্তি অভিভূতির ঊর্দ্ধস্থ লোক থেকে তার আকাঙ্ক্ষিত মঙ্গলের মূর্ত্ত বিগ্রহ, মানুষের ইষ্ট যুগ পুরুষোত্তমের আবির্ভাব হয়। তিনি আচরণ করে মানুষের সত্তাসম্বর্দ্ধনার পথ দেখান বলে তিনি মানুষের আচার্য্যও। মানুষের সত্তাবান্ধব তিনিই, তিনি ই তার পরম প্রিয় প্রিয়পরম। তিনি মানুষকে তার সত্তাসম্বর্দ্ধনার কথা বলেন। তাঁর বলাগুলি জেনে সেইমত মানুষ যখন চলে, করে আন্তরিক একনিষ্ঠতার আপ্রান আগ্রহ-ঔজ্জ্বল্যে—তখনই তার আকাঙ্ক্ষিত মঙ্গল তাকে সবদিক দিয়ে সম্বর্দ্ধিত করে চলে।
মানুষকে তিনি যে সম্বোধনেই যা-কিছু বলেন তা বলেন কিন্তু আসলে সত্তাসম্বর্দ্ধনাকামী প্রত্যেকেই—প্রত্যেক তোমাকে ই। তাঁর সেই বলাগুলি নিয়েই এই ভিডিও এর নির্মাণের মধ্যদিয়ে ক্ষুদ্র প্রয়াস।
এগুলি নিয়মিত শ্রবন দর্শন ও শেয়ার এবং তদনুগ আগ্রহ-উচ্ছল অনুচলন কোন একজনকেও যদি সপরিবেশ তার সত্তাসম্বর্দ্ধনায় সচেতন চলৎশীল করে তোলে— তাহলে পরিশ্রম সার্থক হবে।
জয়গুরু 🙏 বন্দেপুরুষোত্তমম🙏🙏

#শ্রীশ্রীঠাকুরঅনুকুলচন্দ্রেরইডিয়োলজী
#সদ্আলোচনা
#হজরতরসুলেশ্রীশ্রীঠাকুরেরলীলা

Amazing Grace 2011 - Classical Whimsical by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. https://creativecommons.org/licenses/...

Source: http://incompetech.com/music/royalty-...

Artist: http://incompetech.com/

Комментарии

Информация по комментариям в разработке