Dhaka to Mymensingh full Journey by Ena Bus! ঢাকা থেকে এনা বাসে ময়মনসিংহ সম্পূর্ণ যাত্রা ![4K]

Описание к видео Dhaka to Mymensingh full Journey by Ena Bus! ঢাকা থেকে এনা বাসে ময়মনসিংহ সম্পূর্ণ যাত্রা ![4K]

ঢাকা টু ময়মনসিংহ জার্নি বাই এনা ! Journey By #ENA bus Dhaka to Mymensingh
ঢাকা টু ময়মনসিংহ যেতে হলে আপনাকে অবশ্যই মহাখালী বাস স্টেন্ড এ যেতে হবে । সেখান থেকে ঢাকা হয়ে ময়মনসিংহ সকল বাস ছেড়ে যায়। ময়মনসিংহ রুটে বেশ কিছু বাস প্রতিদিন চলাচল করে থাকে তার মদ্ধে
১। এনা
২। সৌখিন
৩। আলম এশিয়া
কিন্তু এদের মদ্ধে এই ঢাকা-ময়মনসিংহ রুটে এনা সবচাইতে ভালো সার্ভিস দিয়ে আসছে এবং এদের সেবাও বেশ ভালো! তবে দুর্ঘটনার দিক দিয়ে এরা আবার বেশ দুর্নামও কামিয়েছে । তবে এখন দুর্ঘটনার মাত্রা অনেকাংশেই কমেছে।
এনাতে ভাড়া অন্যান্য দের চাইতে তুলনামূলক ভানে একটু বেশী।
ঢাকা টু ময়মনসিংহ রুটের এনাতে বাস ভাড়া প্রতিজন ৩২০ টাকা অথচ কিছুদিন আগেও এর ভাড়া ছিল মাত্র ২২০ টাকা করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এবং সৌখিন কিংবা আলম এশিয়া বিভিন্ন সময় বিভিন্ন ভাড়া রাখে তাদের যাত্রীদের থেকে কখনো ১৫০ টাকা কখনো ১৮০ টাকা আবার কখনো ২০০ তেও চলে যায়!
মহাখালি থেকে প্রতিদিন ভোর ৫.৩০ থেকে রাত ৯.৩০ পর্যন্ত ময়মনসিংহ এর উদ্দেশে বাস ছেড়ে যায়! রাত ৯.৩০ এর পর আর কোন বাস পাওয়া যাবে না।
এনা নামায এর সময় আপনাকে নামায পরার সময় দিবে। এবং ময়মনসিংহ এর মাসকান্দা বাস স্টেন্ড এদের শেষ স্টপেজ।
মাসকান্দা নেমে রিকশা অটো নিয়ে আপনি আপনার গন্তব্বে পৌছাতে পারবেন।
#এনাবাস
#Dhakatomymenshing
#ENABUS
#Ena
#SpeedKingDhakaMymensingh highway


My Facebook ID: https://www.facebook.com/profile.php?...
My Instagram ID:   / tomal.traveller  

আশাকরি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে । ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি SUBSCRIBE করে রাখুন।
সবাই ভালো থাকবেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ্‌ হাফেয।সবাইকে অনেক অনেক ধন্যবাদ!

Комментарии

Информация по комментариям в разработке