Hidden power of Surah al kawsar || সূরা আল কাওসার | সূরা আল কাওসারের ফজিলত । Islamic Insight
-------------------------------------------------------------------------------
"আমাদের ইসলামিক ইনসাইট চ্যানেলে স্বাগতম,
যেখানে আমরা আধ্যাত্মিক জ্ঞানার্জন এবং কুরআন ও সুন্নাহর নীতি অনুযায়ী পরিপূর্ণ জীবন যাপনের জন্য ব্যবহারিক দিকনির্দেশনা প্রদানের জন্য ইসলামের শিক্ষার গভীরে অনুসন্ধান করি। বিশ্বাসের যাত্রায় আমাদের সাথে যোগ দিন, এই ধরনের বিষয়গুলি অন্বেষণ করুন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে ধর্মতত্ত্ব, নীতিশাস্ত্র, আধ্যাত্মিকতা, এবং সমসাময়িক বিষয় হিসাবে। আমাদের লক্ষ্য হল বিশ্ব মুসলিম সম্প্রদায়ের মধ্যে এবং তার বাইরেও বোঝাপড়া, সহানুভূতি এবং সংযোগ গড়ে তোলা।"
-----------------------------------------------------------------------------------------------------
"Welcome to our Islamic Insight Channel,
where we delve deep into the teachings of Islam to provide spiritual enlightenment and practical guidance for living a fulfilled life according to the principles of the Qur'an and Sunnah. Join us on a journey of faith, exploring topics such as. Theology, Ethics from an Islamic perspective. , spirituality, and contemporary issues. Our mission is to foster understanding, empathy, and connection within and beyond the global Muslim community."
---------------------------------------------------------------------------------------------------------------
Surah al kausar | সূরা আল কাউসার বাংলা উচ্চারণ, অর্থ, ফজিলত, আরবি ও অডিওসহ
إِنَّآ أَعْطَيْنَٰكَ ٱلْكَوْثَرَ
ইন্নাআ‘তাইনা-কাল কাওছার।
নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি।
Surah al kausar, To thee have We granted the Fount (of Abundance).
فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ
ফাসালিল লিরাব্বিকা ওয়ানহার।
অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন। Therefore to thy Lord turn in Prayer and Sacrifice.
إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ
ইন্না শা-নিআকা হুওয়াল আবতার।
যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ।
For he who hateth thee, he will be cut off (from Future Hope).
সূরা কাউসার হচ্ছে দোজাহানের অফুরন্ত কল্যাণের সুখবর! এই সূরা হতে জানা যায় হাউজে কাউসার সম্পর্কে, যা কিয়ামতের মাঠে মহানবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে প্রদান করা হবে। যে মুহূর্তে সূরা আল কাউসার নাজিল হয় সে মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের চেহরা মোবারকে হাসির নূরানি ঝটা দেখতে পান সাহাবায়ে কেরামগণ।
হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, ‘কাউসার’ সেই অজস্র কল্যাণ যা আল্লাহ তায়ালা রাসূল (সা.)-কে দান করেছেন। কাউসার জান্নাতের একটি প্রস্রবণের নাম। সহিহ হাদিসে বলা হয়েছে যে, ‘এটা একটি নহর যা বেহেশতে নবী (সা.)-কে দান করা হবে।’
হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদিন মসজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থিত হলেন। হঠাৎ মহানবীর (সা.) মাঝে তন্দ্রা অথবা একধরনের অচেতনতার ভাব দৃশ্যমান হলো। এরপর নবীজি (সা.) হাসিমুখে মস্তক উত্তোলন করলেন। আমরা জিজ্ঞেস করলাম,
‘ইয়া রাসূলুল্লাহ! আপনার হাসির কারণ কী?’ তিনি বললেন, ‘এই মুহূর্তে আমার নিকট একটি সূরা অবতীর্ণ হয়েছে’। অতঃপর তিনি বিসমিল্লাহসহ সূরা কাউসার পাঠ করলেন এবং বললেন, ‘তোমরা জান, কাউসার কী?’ আমরা বললাম, ‘আল্লাহ তায়ালা ও তাঁর রাসূল ভালো জানেন’। তিনি বললেন,
‘এটা জান্নাতের একটি নহর। আমার পালনকর্তা আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন। এতে অজস্র কল্যাণ আছে এবং এই হাউজে কেয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে। এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশের তারকাসম হবে।
তখন কতক লোককে ফেরেশতাগণ হাউজ থেকে হটিয়ে দেবে। আমি বলবো, পরওয়ারদেগার, সে তো আমার উম্মত। আল্লাহ তায়ালা বলবেন, আপনি জানেন না, আপনার পরে সে কী নতুন মত ও পথ অবলম্বন করেছিল?’ (হাদিসে সহিহ বোখারি, মুসলিম শরিফ, আবু দাউদ, নাসায়ী)।
আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদত করার জন্য। সূরা আল কাউসারে আল্লাহর তাওহীদ তথা একত্ববাদের বাণী এসেছে। আল্লাহ তায়ালার সঙ্গে অন্য কোনো কিছুর শরীক না করার কথা পবিত্র কোরআনে বারবার এসেছে। সূরা কাউসারেও এ সম্পর্কিত নির্দেশ এসেছে।
সূরা কাউসারের দ্বিতীয় আয়াতে এই নির্দেশ এবং একিসঙ্গে আল্লাহা তায়ালার উদ্দ্যেশ্যে কোরবানি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তৃতীয় আয়াত যেসব কাফের নবীজি সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে নির্বংশ বলে দোষারোপ করত তাদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে।
অধিকাংশ রেওয়ায়েত মতে এই আয়াতে,‘আস ইবনে ওয়ায়েল এবং কোনো কোনো রেওয়ায়েত মতে ওকবা এবং কোনো কোনো রেওয়ায়েত মতে, কা’ব ইবনে আশরাফকে বোঝানো হয়েছে।
Surah al kausar | সূরা কাওসার এর শিক্ষা
আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদত করার জন্য। সূরা আল কাউসারে আল্লাহর তাওহীদ তথা একত্ববাদের বাণী এসেছে। আল্লাহ তায়ালার সঙ্গে অন্য কোনো কিছুর শরীক না করার কথা পবিত্র কোরআনে বারবার এসেছে। সূরা কাউসারেও এ সম্পর্কিত নির্দেশ এসেছে। সূরা কাউসারের দ্বিতীয়
#সূরা #sura #কাওসার #সূরা_কাওসার #সূরা_আল_কাওসার #quran #islamicinsight #islam
#surah_Al_kawsar #sura_kawsar
Информация по комментариям в разработке