গাজর চাষে দ্বিগুন লাভবান কৃষক | গাজর চাষ পদ্ধতি | Carrot Farming In Bangladesh - Safollo Kotha

Описание к видео গাজর চাষে দ্বিগুন লাভবান কৃষক | গাজর চাষ পদ্ধতি | Carrot Farming In Bangladesh - Safollo Kotha

দর্শক বন্ধুরা, সাফল্য কথা'র ৩৫৮ তম পর্বে আমরা কথা বলেছি, রংপুর জেলার পীরগাছা উপজেলার বেহারী এলাকার কৃষকদের সাথে। এই এলাকায় একাধিক চাষি গত কয়েক বছর ধরে হাইব্রীড জাতের গাজর চাষ করে আসছেন।
চাষিদের দেয়া তথ্য অনুযায়ী ২৪ শতকের ১ দোন জমি থেকে ২.৫ থেকে ৩ মাসের এই ফসল চাষে খরচ বাদে লাভ হয় প্রায় ৫০-৬০ হাজার টাকা। আর দোন প্রতি খরচ হয় ১০-১২ হাজার টাকা। এতে করে এলাকায় চাষকৃত অন্যান্য ফসলের তুলনায় দ্বিগুন লাভ পাচ্ছেন বলে জানা তারা।
দর্শক বন্ধুরা, আমরা আজকে জানার চেষ্টা করবো গাজর চাষে কিভাবে তার দ্বিগুন লাভবান হচ্ছেন এসব বিষয় বিস্তারিত ... তো চলুন শুরু করা যাক

Safollo Kotha Ep- 358
Carrot Farming In Bangladesh
চাষি মোঃ বাবু মিয়াঁ এবং নুরুল আমিন
বেহারী, পীরগাছা , রংপুর।
পরামর্শ ; কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান নূর ( সীড প্রোডাকশন অফিসার, লালতীর সীড লিঃ রংপুর )
এবং কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম ( ডিভিশনাল ম্যানেজার, লালতীর সীড লিঃ রংপুর)
কৃষি তথ্য ও সেবা পেতে যোগাযোগ করুনঃ লালতীর সীড লিঃ- ০১৭১৩৫৫৪১৮৩

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা-
সাফল্য এগ্রো সার্ভিস এন্ড সেলস - ০১৩০০১৯০১১৭
পরামর্শ - উপস্থাপক- মোঃ তোফাজ্জল হোসেন - ০১৭৩৮৫০৩৬৯৪
সাফল্য কথা ও এগ্রো সার্ভিস সম্পর্কিত যে কোন অভিযোগ - অফিস ০১৭১৩০৬৮৫১৭
সাফল্য এগ্রো, তাজহাট, আলম নগর, রংপুর।
ফেসবুক পেজ-   / safolloagro  
ওয়েব- https://www.safolloagro.com
ইমেইল- [email protected]

সুপ্রিয় দর্শক আপনাদেরও যদি এরকম কোন সফলতার গল্প থাকে তাহলে আমাদের জানাতে পারেন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনার কাছে। ধন্যবাদ।

Комментарии

Информация по комментариям в разработке