দয়াল ভান্ডারী মোরে তরাইয়া লইও, চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও।

Описание к видео দয়াল ভান্ডারী মোরে তরাইয়া লইও, চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও।

দয়াল ভান্ডারী মোরে ত্বরাইয়া লইও,
চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও।

তোমার যত পাগল দলে, কবরে ফেরেশতা গেলে,
দয়া করে গোর সাওয়ালে সঙ্গে থাকিও।

হজ্ব রোজা কলমা আর নামাজ যাকাত সার,
এই পাঁচ কাজে দাসগণে মশগুল রাখিও।

বরজকে নামাজ পড়ায়ে নজরানা যাকাত দিয়ে,
কদম কাবায় হজ্ব করায়ে হাজী সাজাইও।

দুনিয়ার লালসা হইতে রোজা রেখে ভাল মতে,
তোমার অমৃতময় তবরুকেতে ইফতার করাইও।

দমে দমে তোমার নাম রমেশ কহে কলমার কাম,
জান্নাত কি জাহান্নাম, তুমি করাইও,
দয়াল ভান্ডারী মোরে ত্বরাইয়া লইও।।

✍️ গীতিকার: শ্রীযুক্ত রমেশ শীল
🎤 শিল্পী: মুহাম্মদ হাসান আলী টিপু।

দয়াল ভাণ্ডারী মোরে তরাইয়া নিও
   • দয়াল ভাণ্ডারী মোরে তরাইয়া নিও। Doyal ...  


#vandari #সেমা_মাহফিল #ভান্ডারী #জিকির #জিকিরে_সামা #মাইজভাণ্ডারী_কালাম #মাইজভান্ডারী
#সেমা #গজল #gojol #সেমা #মাইজভাণ্ডারী_গান #maizbhandari #sema #যিকির #ছেমা #সামা #বিচ্ছেদ_গান #বিচ্ছেদ #বিরহের_গান #মাইজভাণ্ডারী_সেমা #হাদী #কাঞ্চনপুরী #মাইজভান্ডারী_গান #কাওয়ালী_গান #মাইজভান্ডারী_সেমা #কাউয়ালী #ছেমা #মাহফিল
#বাবাভান্ডারী #মাইজভান্ডার_শরীফ #vandari_song

Комментарии

Информация по комментариям в разработке