সূরা ওয়াকিয়া |

Описание к видео সূরা ওয়াকিয়া |

সূরা ওয়াক্বিয়াহ্ | Surah Al-Waqiah | অন্তর শীতল করা কন্ঠে তিলাওয়াত | Kari Hafez Yaseen

(( সুরা ওয়াকিয়ার ফজিলত ))

কোরআনের বিশেষ একটি সুরার নাম ওয়াকিয়া। ওয়াকিয়া অর্থ মহাঘটনা। এই সুরায় আল্লাহর অসীম ক্ষমতা, কিয়ামতের ভয়াবহতা, শেষ বিচার, জান্নাতের নিয়ামত এবং জাহান্নামের শাস্তির কথা উল্লেখ রয়েছে।


পবিত্র কোরআনের প্রতিটি সুরার আলাদা আলাদা মাহাত্ম্য ও ফজিলত রয়েছে। সুরা ওয়াকিয়ারও রয়েছে বিশেষ ফজিলত ও মাহাত্ম্য। তাই হাদিসে মাগরিবের নামাজের পর নিয়মিত সুরা ওয়াকিয়া তিলাওয়াত করার তাগিদ দেওয়া হয়েছে। সুরা ওয়াকিয়ার বিশেষ ফজিলত হলো, এই সুরা পাঠ করলে অভাব দূর হয়। দরিদ্রতা কখনো গ্রাস করতে পারে না।

এই সুরার তিলাওয়াত অব্যাহত রাখলে সংশ্লিষ্ট ব্যক্তির খাদ্যসংকট হয় না। হাদিসে ঠিক এ রকমই বলা হয়েছে। বিশিষ্ট সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) জীবনের শেষ বয়সে এসে অসুখে আক্রান্ত হয়ে যখন মৃত্যুশয্যায় ছিলেন, তখন খলিফা হজরত ওসমান (রা.) তাকে দেখতে যান। তাদের কথাবার্তা ছিল এমন হজরত ওসমান (রা.) তাকে জিজ্ঞাসা করেন, ‘জনাব, আপনার অসুখটা মূলত কী?’ জবাবে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন, ‘জীবনে অনেক পাপ করেছি, অসুখ এটাই।’ হজরত ওসমান (রা.) বলেন, ‘আপনার চাহিদা বা শখ কী?’ তার জবাব, ‘শুধুই আল্লাহর রহমত।’ আবার ওসমান (রা.) বলেন, ‘আমরা চিকিৎসার ব্যবস্থা করতে চাই, আপনার মতামত কী? ’ তিনি দৃঢ়তার সঙ্গে জবাব দেন, ‘কোনো প্রয়োজন নেই।’ অতঃপর হজরত ওসমান (রা.) অনুরোধের সুরে বললেন, ‘কিছু উপহার গ্রহণ করুন। ইন্তেকালের পর এই উপহার আপনার কন্যাদের কাজে লাগবে।’ এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বললেন, ‘আপনি চিন্তা করছেন, আমার মেয়েরা দরিদ্র হয়ে যাবে কি না? তারা খেয়ে না খেয়ে, অভাবে উপবাসে থাকব কি না? আমি এমন আশঙ্কা করি না। সব মেয়েকে জোর নির্দেশ দিয়ে রেখেছি, অবশ্যই তোমরা প্রতি রাতে সুরা ওয়াকিয়া তিলাওয়াত করবে।’ তিনি বলেন, হজরত রাসুল (স.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রত্যহ রাতে সুরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, তাকে কখনো দারিদ্র্য স্পর্শ করবে না।’ বায়হাকি।

#সুরা_ওয়াক্বিয়াহ্ #ওয়াক্বিয়াহ
#waqia #sura_waqiah

আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এখন একটি লাইক করুন।
আর যদি কারো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।
আর আমার চ্যানেল নতুন হয়ে থাকেলে তাহলে এখনি একটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে সবার আগে যায়।
ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।

Комментарии

Информация по комментариям в разработке