ধারাবাহিক আবৃত্তিচর্চা | উৎপল কুণ্ডু | ধাপ ৩৫ || Training of Recitation by UTPAL  KUNDU | Step 35.

Описание к видео ধারাবাহিক আবৃত্তিচর্চা | উৎপল কুণ্ডু | ধাপ ৩৫ || Training of Recitation by UTPAL  KUNDU | Step 35.

নিজের আবৃত্তি নিজে করার সামর্থ্য অর্জনের এক বিজ্ঞানসম্মত প্রকল্প এটি।

প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে বহু অধ্যবসায়ে, অনুসন্ধানে ও অভিজ্ঞতায় এই চর্চা-পদ্ধতির প্রতিটি স্তর নির্ধারণ করা হয়েছে। স্বভাবতই, এটি অনুসরণ করাও যথেষ্ট অনুশীলন সাপেক্ষ। সেই আগাম শর্ত মেনে যে সব শিল্প-পথিক এই অভিযাত্রায় সামিল হতে চান, তাঁদের সাদর আমন্ত্রণ রইল।

প্রতি ইংরেজি মাসের ১লা ও ১৫ই ক্রমান্বয়ে এক একটি ধাপ নিয়ে শ্রেণীকক্ষের ধাঁচে আলোচনা হয়। এর প্রতিটি ধাপই সমান গুরুত্বপূর্ণ। কেন না, এক-একটি ধাপে সাবলীল হওয়ার ওপর পরবর্তী ধাপের শিক্ষাগ্রহণ নির্ভর করবে।

উৎসাহীদের একান্ত অনুরোধ, নিষ্ঠার সঙ্গে ধাপগুলি পর পর অনুসরণ ও অনুশীলন করুন, তবেই এই চর্চার প্রকৃত সুফল মিলবে। এবং তখনই, আবৃত্তি শিল্পের সৃজনশীলতার সন্ধান পাওয়া যাবে।

তাই, আবৃত্তির স্বার্থে, আবৃত্তির জন্য, আবৃত্তির প্রসারের লক্ষ্যে Channelটি Like/Share/Subscribe করুন।


শব্দ গ্রহণ : উৎপল কুণ্ডু
ধ্বনি সামঞ্জস্য : অগ্নিভ দে
সম্পাদন : সোমনাথ নাথ
প্রসার প্রয়াস : উচ্চারণ_গভীর অনুভবে আবৃত্তির নাম 

Комментарии

Информация по комментариям в разработке