ভোলা নামের সেই গ্রাম আজকের গুলশান কিভাবে হলো || Moving Bangladesh

Описание к видео ভোলা নামের সেই গ্রাম আজকের গুলশান কিভাবে হলো || Moving Bangladesh

ভোলা নামের সেই গ্রাম আজকের গুলশান কিভাবে হলো || Moving Bangladesh

#moving_bangladesh #ভোলা_গ্রাম_টু_গুলশান

Facebook:   / movingbangladesh  
Facebook Post Link: https://fb.watch/q1Hoj7f5Cd/

More Videos:
   • আসুন আমরা মানুষ হই || know thyself ||...  
   • উত্তরা দিয়াবাড়ি থেকে মিরপুর ১১ || ঢাক...  
   • মিরপুর ১২ থেকে উত্তরার সহজ রাস্তা || ...  
   • সিঙ্গাপুর হতে আর কতদিন || এই এলাকা দে...  
   • বাংলামটর থেকে ফার্মগেট হয়ে মহাখালী রো...  

যেভাবে গুলশানের জন্মঃ
গাছপালায় ঘেরা সুনসান নীরব এক জনপদ। মূল ঢাকার একেবারে বাইরে এর অবস্থান। মানুষজনের চলাচল ছিল হাতেগোনা। রাতে শিয়াল ডাকত ঝোপঝাড় থেকে। দিনে মানুষজনের আনাগোনা হলেও রাতে ওদিকে কেউ পা মাড়াত না। এর নাম ছিল ভোলা গ্রাম। পাকিস্তান আমলের শেষ দিকে এই ভোলা গ্রামের দিকে নজর পড়ে সৌখিন মানুষের। দৃষ্টি দেয় তৎকালীন শাষকগোষ্ঠীও। একটু নিরিবিলি বসবাসের জন্য এই ভোলা গ্রামকেই বেছে নেয়া হয়। কিন্তু এরতো সুন্দর নাম প্রয়োজন।
কি আর করা- পাকিস্তানের করাচির অভিজাত এলাকা গুলশানকে টেনে আনা হয় এখানে। নাম দেয়া হয় গুলশান। করাচির গুলশানের মতোই ভোলা গ্রামকে বদলে দেয়ার চেষ্টা চলে। এগুতে থাকে গুলশান। আর পেছনে তাকাতে হয়নি। তখনকার অভিজাত শ্রেণির মানুষজন এখানে জমি কিনতে থাকে। নিজের মনের মতো করে বানাতে থাকে বাড়ি। কিছু দিনের মধ্যেই বদলে যায় চিত্র। একতলা-দোতলা বাড়ির সারি। চওড়া রাস্তা। বাড়ির উঠোনে বসে গল্প ও খেলা করার মতো সাজিয়ে নেয় কেউ কেউ। কেউ আবার বাড়ির সামনে গড়ে তুলে ফুলের বাগান। দেশ স্বাধীনের পর ভোলা নামটি একেবারে হারিয়ে যায়। গুলশান দৃষ্টি কাড়ে সবার।

একের পর এক দূতাবাসগুলোও গুলশানকে বেছে নেয়। আশির দশক পর্যন্ত গুলশান ছিল ছিমছাম আবাসিক এলাকা। পাশ দিয়ে বয়ে যাওয়া লেক এ গুলশানকে করে তুলে আরও আকর্ষণীয়। কিন্তু নব্বই দশকে এসে সেই আবাসিক এলাকায় গড়ে উঠতে থাকে একের পর এক বিশাল অট্টালিকা। যে চিন্তা নিয়ে গুলশানের সৃষ্টি তা এখন যেন অনেকটাই মিইয়ে গেছে। বিভিন্ন ডেভলপার কোম্পানির চোখ পড়ে গুলশানে। অন্যদিকে ঢাকার বিস্তৃতি আশপাশে ছড়িয়ে পড়ে। এর রেশ পড়ে সেখানে। অন্য এলাকার মতো গুলশানও হয়ে উঠে ব্যস্ততম এক এলাকা।

পাকিস্তান আমলের সরকারি কর্মকর্তা মোহাম্মদ নবী। বড় শখ করে গুলশান প্রতিষ্ঠার প্রায় তিন বছর পর ১৯৬৪ সালে তিনি স্ত্রী বেলা নবী ও দুই ছেলেকে নিয়ে গুলশানে বসবাস শুরু করেন। গুলশানের প্রবীণ এই বাসিন্দার মুখেই শোনা যাক এখানকার কথা। মোহাম্মদ নবী বলেন, বন-জঙ্গলে ঘেরা অন্যরকম এক গুলশান ছিল তখন। ভোলা গ্রাম থেকে গুলশান হওয়ার বর্ণনাও তিনি দিলেন। বলেন, ঢাকার কাছের এই জায়গায় ভোলা দ্বীপ থেকে মানুষ এসে চাষবাস করত বলেই ঢাকার লোকজন একে ভোলা গ্রাম নাম দিয়েছিল। সরকার যখন এর দিকে নজর দেয় তখন ওয়াপদার প্রকৌশলী মোহাম্মদ নবী এখানে জমি কেনেন। তখন জমির দামও ছিল খুব কম। হাজার টাকায় মিলতো এক কাঠা জমি। পুরো গুলশানে তখন ছিল মাত্র একটি মসজিদ। তাও ছিল মাটির।

যা পরে গুলশান অ্যাভিনিউ মসজিদ নামে পরিচিতি পায়। গুলশান ক্লাবের একটি প্রকাশনায় মোহাম্মদ নবীর একটি লেখা প্রকাশ পায়। সেখানে তিনি উল্লেখ করেছেন ১৯৬৪ সালের দিকে ছোট বাঘ বা মেছো বাঘের দেখা মিলত গুলশানের ঘন বন-জঙ্গলে। ষাটের দশকের আদি গুলশানে পাখির কলকাকলি আর রাত হলেই পুরো এলাকা ঘোর অন্ধকারের স্মৃতি আছে মোহাম্মদ নবীর। আজ যে জায়গায় নিকেতন আবাসিক এলাকার বিস্তৃতি সেটা ছিল দ্বীপের মতো। ছিল বৃহৎ জলাশয়। এখানে ঢাকার আশপাশের মানুষজন গরু চরাতে আসতো। পরে ধনকুবের জহুরুল ইসলাম জায়গাটিকে ভরাট করে আবাসিক এলাকায় রূপ দেন। গুলশানে শুরুর দিকে প্রায় ১ হাজার তিনশো প্লট ছিল বলেও স্মরণ করেন মোহাম্মদ নবী। অধিবাসীদের মধ্যে শতকরা মাত্র দশ ভাগ লোক ছিলেন বাঙালি।

ভোলা কীভাবে গুলশান হলো? | History of Gulshan | Jamuna TV

একসময়ের ভোলা আজকের গুলশান | History Of Today's Gulshan | Channel 24

‘ভোলা গ্রাম’ যেভাবে আজকের আধুনিক গুলশান! | Gulshan | Bhola Gram | Dhaka|

রাজধানীর গুলশানে পার্ক সেজেছে নতুন সাজে | Gulshan Lake Park | Somoy TV

গুলশান বলে দেয় দেশের এগিয়ে যাওয়ার চিত্র | ঢাকায় পাকিস্তানের গুলশান কেন | History of modern Gulshan

গাঁও গ্রামের দৃশ্য। ভোলা জেলা। বাংলাদেশ | Gaon village scene | Bhola district | Bangladesh

GULSHAN | KARACHI | AERIAL VIEW | DRONE VIEW | 2021 #karachi #pakistan

পাকিস্তানে বিহারী সম্প্রদায় | পাকিস্তানের মিনি বিহার | গুলশান ই বিহার করাচি

গুলশান বলে দেয় দেশের এগিয়ে যাওয়ার চিত্র | ঢাকায় পাকিস্তানের গুলশান কেন | History of modern Gulshan

গুলশান ঢাকা | Gulshan Dhaka | Dhaka City Bangladesh || Street View

গুলশান,
গুলশান ২,
গুলশান এভিনিউ নাটক,
গুলশান ডিসিসি মার্কেট,
গুলশানের পোলা নাটক,
গুলশান বনানী আবার জিগায়,
গুলশান সোসাইটি জামে মসজিদ,
গুলশান লেক পার্ক ঢাকা,
গুলশান বুফে রেস্টুরেন্ট,
গুলশান পুরাতন ফার্নিচার মার্কেট,
গুলশান আবাসিক এলাকা,
গুলশান আবাসিক হোটেল,
গুলশান ২ dhaka,
গুলশান kalra
gulshan,
gulshan kalra,
gulshan kumar bhakti songs,
gulshan kumar,
gulshan ki video,
gulshan gulshan,
gulshan video,
gulshan janvi,
gulshan kumar hanuman chalisa,
gulshan shorts

Комментарии

Информация по комментариям в разработке