Kuakata Hotel Number and Rent । কুয়াকাটা ৩০টি হোটেল নাম্বার ও ভাড়া ।

Описание к видео Kuakata Hotel Number and Rent । কুয়াকাটা ৩০টি হোটেল নাম্বার ও ভাড়া ।

কুয়াকাটার ৩০টি হোটেলের নাম্বার এখানে দেওয়া হল। কুয়াকাটার সব হোটেল গুলোতেই পরিবার নিয়ে থাকার নিরাপদ ব্যবস্থা রয়েছে। কপোল বেড রয়েছে যে গুলো ১০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন আর সুইট বেড ৩০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। আমি ৫০০ টাকায় ভালোমানের হোটেলে ছিলাম । ২জন হলে ২৫০ টাকা পরতো । হোটেলের নাম হোটেল স্টার লাইট। এটাতে একটা ছোট ফ্যামিলি থাকতে পারে । দারুণ ! ডাবল বেড ২য় তলায় । যে নাম্বার গুলো দেয়া হলো তা সাইন বোর্ডে
দেখে বলা হয়েছে। আপনার অনলাইনে অবশ্যই রিভিউ দেখে ভাড়া দরদাম করে ঠিক করে নিবেন । তবে বৃহস্পতি ও শুক্রবার এরিয়ে গেলে অনেক কম টাকায় ভালো মানের হোটেলে থাকতে পারবেন। সবেই কে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য । কোন ভুল তথ্য দিয়ে থাকলে জানানোর অনুরোধ থাকলো ।

#kuakatahotel #কুয়াকাটাহোটেলনাম্বার #কুয়াকাটাহোটেলভাড়া

Facebook Link :   / maturam  
My Another Channel :    / @charukolabd  

Комментарии

Информация по комментариям в разработке