Old Walls - A documentary on historic buildings of Kushtia | Bangla Documentary | Adnan X Dipok

Описание к видео Old Walls - A documentary on historic buildings of Kushtia | Bangla Documentary | Adnan X Dipok

বাংলাদেশের অন্যতম প্রাচীন শহর কুষ্টিয়া। প্রথম রেলওয়ে স্টেশনসহ অনেক প্রথমের স্বাক্ষী এই নগরী। শহর জুড়ে রয়েছে অসংখ্য পুরানো দালান। যে দালানের মানুষগুলো বারবার পরিবর্তন হলেও ঠায় দাঁড়িয়ে রয়েছে এ চুন-সুরকির কারুকার্যখচিত অসাধারণ অট্টালিকাগুলি। আমাদের পুরানো দিনের গল্প শোনানোর আর্জি নিয়ে গিয়েছিলাম আমরা। বিমুখ হইনি। কতশত গল্প আর ইতিহাসের পাতার কিছু অদেখা-অজানা ঘটনার পসরা সাজানো পেলাম কাছে গিয়ে।

ধন্যবাদ যারা আমাদের এ সংক্রান্ত নানা তথ্য দিয়েছেন। বিশেষ কৃতজ্ঞতা যারা আগ্রহ নিয়ে এই দালানগুলির ইতিহাস আমাদের ডকুমেন্ট করে রাখতে সাহায্য করলেন।

এই ডকুমেন্ট তৈরিতে যাদের নাম না নিলেই না। ইমতিয়াজ সাকিব (‪@ImtiazSomewhere‬ ), হাসিবুর রহমান রেওন (‪@nomadi‬‪@nomadicray‬ ) এবং এম এস আই অনিক।

আর বলাই বাহুল্য যে আদনানের (‪@AliAdnanTTP‬ ) অসাধারণ উপস্থাপনা ছাড়া এই ডকুমেন্টরিটা অসম্পূর্ণ।

ডকুমেন্টরিটা ভাল লাগলে আপনার পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

Комментарии

Информация по комментариям в разработке