কাজুবাদাম: বছরে ৯ হাজার কোটি টাকা আয়ের হাতছানি; চোখ কপালে উঠবে | CashewNut in Bangladesh |Trendz Now

Описание к видео কাজুবাদাম: বছরে ৯ হাজার কোটি টাকা আয়ের হাতছানি; চোখ কপালে উঠবে | CashewNut in Bangladesh |Trendz Now

বাংলাদেশের খাদ্যশস্য এবং অর্থকরী ফসলের নাম নিলে ধান, পাঠ, গম, ভুট্টা, চা- এসবের নাম আসবে। কিছু অঞ্চলে আখও চাষ করা হয়, আর আছে মৌসুমি সবজি। এই তালিকায় আরেকটা জিনিস নাড়িয়ে দিয়েছে নীতিনির্ধারকদের, নাম তার কাজুবাদাম। জ্বি কাজুবাদাম ই হতে পারে তৈরি পোশাক খাতের নতুন বিকল্প। জ্বি আপনি ঠিক ই শুনছেন, সর্বাত্মক সহায়তা এবং সঠিক পরিচর্যা হলে কাজুবাদাম রফতানি করে ২০২৪ সালের মধ্যে বছরে ১০০ কোটি ডলার আয় করা সম্ভব আমাদের পক্ষে। আপাতত পাহাড়ি অঞ্চলে এই ফলটি চাষ করে দারুণ সাফল্য পাচ্ছেন আমাদের দেশের কিছু চাষী, তবে সেটা সীমিত আকারে। জানলে অবাক হবেন, প্রায় ৫ হাজারটন চাহিদার বিপরীতে আমরা উৎপাদন করতে পারছি মাত্র ১৫০০ টন। ঠিকঠাকভাবে যদি কাজুবাদামের বাজারটা ধরা যায়, তাহলে শুধু এই ফল রপ্তানী করেই হাজার হাজার কোটি টাকা আয় করা সম্ভব বাংলাদেশের পক্ষে।

প্রিয় দর্শক আমাদের এই পর্ব নতুন উন্মোচিত হওয়া এই সম্ভাবনা দোয়ার নিয়ে। কাজুবাদামের সাত সতের নিয়ে। পুরো ভিীডওতে এর চাষাবাদের পদ্ধতী থেকে শুরু করে এমন সব তথ্য থাকছে যে আপনি অবাক হয়ে যাবেন রীতিমত।
#কাজুবাদাম #চাষ

Комментарии

Информация по комментариям в разработке