সূর্য্য দেব কে প্রসন্ন করার উপায় || Remedies For Sun || সূর্য গ্রহের প্রতিকার

Описание к видео সূর্য্য দেব কে প্রসন্ন করার উপায় || Remedies For Sun || সূর্য গ্রহের প্রতিকার

রবি জীবগণের প্রাণশক্তির অন্যতম প্রধান কারক। রবির স্বরূপ প্রকালধর্মী, দৃষ্টিশক্তিকারক আত্মবিশ্বাসী গ্রীষ্ম ঋতু, অগ্নিতত্ত্ব, সামাজিক শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, রক্ষাকর্তা, রাজ্য দ্বারা সম্মান, রাজ্য জ্ঞানের আধার, স্নিগ্ধদৃষ্টি কিন্তু বর্দাক্ষু। রবির ব্যাধি- মস্তিস্কের রোগ, হৃদকম্প, গাত্রকম্প, বসন্ত, কলেরা, প্লীহা, অস্থিমজ্জার পীড়া। ধাতু- স্বর্ণ পারদ। জাত- ক্ষত্রিয়, পুরুষকারক, স্বত্বগুণী। ঔষধ- বিল্ব, পদ্ম, বার্তাকু, কুল, জায়ফল, নারকেল।
সূর্য গ্রহের কুপ্রভাব থেকে বাঁচার উপায় গুলি জেনে নিন
যদি রবি অশুভ হয় তাহলে প্রতি রবিবার উপবাস করে গম, আখ, আখের গুড়, তামা দান করলে ভাল ফল পাওয়া যায়। এছাড়া প্রতিদিন তামার পাত্রে জল রেখে সূর্যমন্ত্র সাতবার জপ করে সেই জল সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য দিলে অশুভ রবিকে তুষ্ট করা সম্ভব। এছাড়া কাঁচা নুন খাবেন না এবং তামার পাত্রে কিছু খাবেন না।
রবির জন্য প্রতি রবিবার একটি তামার পাত্রে একটা জবাফুল, তিনটে ধান, তিনটে দূর্বা, একটি কাঁঠালি কলা, সূর্যের নীচে খোলা রেখে আসতে হবে। সন্ধেবেলা সেটা উঠিয়ে নিয়ে কোনও গাছের গোড়ায় দিয়ে দিতে হবে।
এখন দেখে নেওয়া যাক রাশিচক্রে রবির অবস্থান অনুসারে রবির প্রতিকূলতায় কীরূপ প্রতিকার করা উচিত—

১। লগ্নে রবি- সূর্যের বীজমন্ত্র ‘ওঁ হ্রীং ভগবতে শ্রী সূর্যায় নমঃ’ পাঠ আবশ্যক। পাশাপাশি প্রত্যহ সূর্যের অর্ঘ্য দান।

২। দ্বিতীয়ে রবি- গৃহে পূর্ণ ধনলক্ষী বা বৈভবলক্ষীর প্রতিষ্ঠা ও নিত্য পূজা করা কর্তব্য। ডান হাতে তামার বালা ধারণ।

৩। তৃতীয়ে রবি- বজরংবলী মন্দিরে পাঁচটি লাল জবা, পাঁচটি বাতাসা-সহ পূজা করা কর্তব্য।

৪। চতুর্থে রবি- রবির হোরা চলাকালীন অনামিকায় চুণী ধারণ করুন ও মাতঙ্গী বীজমন্ত্র জপ।

৫। পঞ্চমে রবি- লাল তামা ও স্টিলের তার পেঁচিয়ে অনামিকায় আংটি ধারণ। ও বজরংবলীবান পাঠ করা কর্তব্য।

৬। ষষ্ঠে রবি- প্রত্যহ রবির মন্ত্র ‘ওঁ হ্রীং ভগবতে শ্রী সূর্যায় নমঃ’ ও দুর্গার সপ্তশ্লোকী চণ্ডীপাঠ কর্তব্য।

৭। সপ্তমে রবি- লাল পলাশ মূল ধারণ। চামুণ্ড মন্ত্রজপে শান্তি।

৮। অষ্টমে রবি- মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপে শান্তি (১০৮ বার)।

৯। নবমে রবি- রবিবার সকালে উঠে বেদসার শিব স্তোত্র পাঠ করা কর্তব্য ও সূর্য স্তব ও ধ্যান মন্ত্র জপ করা উচিত।

১০। দশমে রবি- লাল পলাশ মূল ধারণীয় ও ললিতাদেবী স্তব ও মন্ত্র জপ।

১১। একাদশে রবি- শিবপঞ্চাক্ষর স্তোত্র বা মাতঙ্গী জপ কর্তব্য।

১২। দ্বাদশে রবি- বজরংবলীবান ও চামুণ্ডা মন্ত্র জপ কর্তব্য।

Sun Negative Impa Astrological Remedies

Комментарии

Информация по комментариям в разработке