আজ গিয়েছিলাম বাবা বড়কাঁছারির মন্দিরে। বহু পুরানো মন্দির

Описание к видео আজ গিয়েছিলাম বাবা বড়কাঁছারির মন্দিরে। বহু পুরানো মন্দির

আজ গিয়েছিলাম বাবা বড়কাঁছারির মন্দিরে। বহু পুরানো মন্দির #bengalivlog #temple #borokachari #vlog

Baba boro kachari mandir | হাতে একদিনের ছুটি পেলে ঘুরে আসুন বাবা বড় কাছারি মন্দিরে |
#borokachari​


Baba boro kachari mandir | হাতে একদিনের ছুটি পেলে ঘুরে আসুন বাবা বড় কাছারি মন্দিরে| #borokachari

শুধুমাত্র একটি চিঠি লিখলে পূরণ হবে মনস্কামনা । বড়কাছারির অলৌকিক কাহিনী | #shiva #mahadev

শুধুমাত্র একটি চিঠি লিখলে পূরণ হবে মনস্কামনা । বড়কাছারির অলৌকিক কাহিনী |
#barakachari #templevlog

নিঃসন্তান দম্পতিদের বাবার কৃপায় সন্তান প্রাপ্তি হয়, শুধুমাত্র একটি চিঠি লিখে। জানলে অবাক হবেন।

#borokachari #bhutnath #bhutnathtemple #mahadeb #templevlog #bengalivlog #onedaytour #temple #onedaytrip #onedaydestination



***************

#borokacharimandir​
#bababorokachari​
#weekendtrip​
#onedaytrip​
#weekendtripnearkolkata​
#onedaytripnearkolkata​
#howtogoborokachari​
#templevlog​
#malaypujaofficial​
#temple​
#বাবাবড়কাছারি​
#temple​
#বাবাবড়কাছারি​
#shib_mandir​
#shivtemple​

বড় কাছারি 🙏

বর্ষা মৌসুমে ১ দিন ছূটি পেলে মন টা বেড়াতে যেতে চায়। রবিবার ছুটির দিনে পরিবার কিম্বা প্রিয়মানুষ কে নিয়ে কোথায় যাওয়া যায় ভাবছেন???

তাহলে এই সন্ধান আপনার জন্য। সংগে বাইক কিম্বা ৪ হুইলার থাকলে খুব ভালো হবে, যদি না থাকে তাতেও কোনো সমস্যা নেই। ট্রেন বাসে করে সহজেই এই জায়গায় পৌছাতে পারবেন।

হ্যাঁ বন্ধু আমি কথা বলছি দক্ষিণ চব্বিশ পরগনার আমতলার কাছে ঝিকুরবেড়িয়া গ্রামে অবস্থিত বাবা বড় কাছারির।

বাইক কিম্বা Car এ এলে, ডাইরেক্ট বেহালা দিয়ে ডাইমন্ড হারবার রোড হয়ে আমতলা স্টপেজ থেকে ডান দিকে ভেতরে ১৫ মিনিটের রাস্তা, ফ্রি পার্কিং পাওয়া যাবে যে কোনো সপে, শুধু তাদের কাছ থেকেই পুজোর ডালা নিতে হবে।

আর যদি ট্রেনে আসতে চান, তাহলে শিলালদহ থেকে বজ বজ ট্রেনে উঠে নামতে হবে, বজ বজ স্টেশনে। স্টেশনের বাইরে থেকে অটো পেয়ে যাবেন মন্দিরের জন্যে।
বাসে আসতে গেলে আমতলা বাস স্ট্যান্ড এ নেমে অটো ধরে মন্দিরে আসা যাবে,

শনি, সোম, একটু বেসি ভিড় হবে।
রবি বার এলে সব থেকে বেস্ট।
বাবা বড় কাছারি পশ্চিমবংগের দ্বিতীয় বৃহত্তম তীর্থ স্থান।
অপরুপ গ্রামের সোন্দর্য, তার মাঝে এই মন্দির, আর সামনে দুধ পুকুর। এই খান থেকে জল নিয়ে ই ভক্ত রা বাবার মাথায় জল ঢালেন।

মনস্কামনা পূরণ করেন এই বাব বড় কাছারি।
এক মাত্র এই মন্দিরেই চিঠি লিখে মনস্কামনা জানানো যায়।
শোনা যায়, যে সব দম্পতীদের সন্তান হয় না, তারা এখানে এসে মানত করলে করলে সন্তান প্রাপ্তি হয়।
এছাড়া, বিবাহ না হওয়া, জায়গা জমি বিবাদ, এই সবের ও মানত করতে ভক্ত দের ভিড় হয়।
সে যাইহোক, পুরো দিনটা খুব ভালো ভাবে কেটে যাবে, সংগে একটু বেড়ানোও হয়ে যাবে। এখান থেকে ফিরবার পথে স্বামী নারায়ণ মন্দির দেখেও নেওয়া যাবে কারন স্বামী নারায়ণ দুপুর ১২ টায় বন্ধ হয়ে যায়, খোলে আবার বিকেল ৪ টের সময়, তাই বিকেলে ভালো ভাবে এই মন্দির দেখা যাবে, উইকেন্ডটা দারুন জমে যাবে।
কি ভাবছেন?
খ রচ?
সব থেকে কম খরচে এই প্ল্যান করতে পারবেন।
তাই দেরি না করে চটপট প্লানিং করে ফেলুন।
জয় বাবা ভুতনাথ।

Комментарии

Информация по комментариям в разработке