Dhaka Trade Fair| র্পূবাচলেই হচ্ছে আর্ন্তজাতিক বানিজ্য মেলা | Hello Afia Vlogs | 2021

Описание к видео Dhaka Trade Fair| র্পূবাচলেই হচ্ছে আর্ন্তজাতিক বানিজ্য মেলা | Hello Afia Vlogs | 2021

Dhaka Trade Fair| র্পূবাচলেই হচ্ছে আর্ন্তজাতিক বানিজ্য মেলা | Hello Afia Vlogs | 2021

ঢাকার অদূরে বসবাসের যে নতুন নগরী হতে যাচ্ছে তার নাম হচ্ছে পূর্বাচল নতুন শহর।
এই পূর্বাচল নতুন শহরে হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলার নতুন ঠিকানা।
বাণিজ্য মেলার নতুন স্পট নিয়ে অনেকেরই আগ্রহ। ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্প চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে হবে বাণিজ্য মেলা।
রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে 300 ফিট সড়ক ধরে কিছু দুরে এগুলোই গড়ে উঠতে দেখা যায় পূর্বাচল নতুন শহর। বেশকিছু অবকাঠামো নির্মাণ কাজ সেখানে চলছে। সেসব অবকাঠামোর পাশাপাশি পূর্বাচলে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় প্রদর্শনী কেন্দ্র চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। পূর্বাচল নিউ টাউন এর 4 নম্বর সেক্টরে এশিয়ান হাইওয়ে ঘেঁষে অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিয়ে গড়ে উঠেছে এই এক্সিবিশন সেন্টার। আগামী বছর অর্থাৎ ২০২২ সাল থেকে এখানেই বসবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। অর্থাৎ এই প্রথম আন্তর্জাতিক বাণিজ্য মেলা পেল স্থায়ী ঠিকানা।
বাংলাদেশ এবং চীন দুই দেশের বন্ধুত্বের নিদর্শন চমৎকার ঢেউ খেলানো আর অনবদ্য স্থাপত্যশৈলীতে তৈরি হয়েছে এক্সিবিশন সেন্টার টি। দেখামাত্রই যে কারো নজর কাড়বে।
স্বয়ংক্রিয় প্রবেশ পথ পেরোলেই সামনে থাকছে বিশাল ফাঁকা জায়গা। এটি এক্সিবিশন সেন্টার এর গোল চত্তর। শেষপ্রান্তে রয়েছে সারি সারি পতাকা স্ট্যান্ড। মাসব্যাপী বাণিজ্য মেলা ছাড়াও এখানে বছরজুড়েই বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন হবে। তখন অংশগ্রহণকারী দেশ বা সংস্থার পতাকা-শোভিত হবে এই স্থানগুলো।


নান্দনিক নির্মাণশৈলীতে তৈরি এই ভবনের ভেতরে শুরুতেই থাকছে সুপরিসর লাউন্জ।কৃত্রিম কোন আলো ছাড়াই বাইরের আলো বাতাসে উচ্ছল এ লাউন্জ। থাকবে রেস্তোরাঁ। দুই পাশে দুইটি প্রদর্শনী হলও আছে।

বাণিজ্যমেলার প্রদর্শনীর জন্য পশ্চিম পাশের ফাঁকা জায়গাতেই পাশাপাশি ও সারিবদ্ধ হয়ে বসবে ৪০০ টি দেশি-বিদেশি স্টল। একইভাবে পূর্বপাশে একই আয়তন ও সুবিধার আরো একটি হল রাখা হয়েছে। সেখানেও ৪০০ টি স্টল বসবে।প্রতিটি স্টলের আয়তন ৯ দশমিক ৬৭ বর্গমিটার। সহজে যাতে দর্শনার্থীরা প্রবেশ ও বের হতে পারে তা নিশ্চিত করতে রাখা হয়েছে পর্যাপ্ত দরজা।
পুরো এক্সিবিশন হল এর অগ্নি নিরাপত্তায় ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরা। কোথাও আগুন লাগলে স্বয়ংক্রিয়ভাবে পানি বের হবে।

Комментарии

Информация по комментариям в разработке