|আনারকলি |১ম অংশ|বাসর ঘরে ঢুকতেই নববধূকে ছোট্ট একটি বাচ্চাকে দুধপান করাতে দেখে হতভম্ব হয়ে গেল আফ্রিদ

Описание к видео |আনারকলি |১ম অংশ|বাসর ঘরে ঢুকতেই নববধূকে ছোট্ট একটি বাচ্চাকে দুধপান করাতে দেখে হতভম্ব হয়ে গেল আফ্রিদ

|আনারকলি |১ম অংশ| বাসর ঘরে ঢুকতেই নববধূকে ছোট্ট একটি বাচ্চাকে দুধপান করাতে দেখে হতভম্ব হয়ে গেল আফ্রিদ
#মেহেরিন_আনজারা_নিশা
বাসর ঘরে ঢুকতেই নববধূকে ছোট্ট একটি বাচ্চাকে দুধপান করাতে দেখে হতভম্ব হয়ে গেল আফ্রিদ। মুহূর্তেই কেমন যেন অনুভূতি হলো তার ঠিক বোধগম্য হলো না। শ্বাস আঁটকে গুটিগুটি পায়ে এগিয়ে এসে নববধূর সামনে দাঁড়ালো। নতুন বরের উপস্থিতি টের পেতেই ভড়কে গিয়ে কেঁপে উঠলো অনামিকা। ছোট্ট বাবুটিকে দুধপান বন্ধ করে শরীরের কাপড় ঠিক করতে নিতেই রাশভারী গম্ভীর স্বরে শোনা গেল,"বেবিটা কার?"কেঁপে উঠলো অনামিকা। নিশ্চুপ থাকতে দেখে ধমকে উঠলো আফ্রিদ। "বলো এটা কার বেবি?"ঘোমটার ভেতর থেকে কম্পিত স্বরে বলল,"আ..আমার।"প্রায় শ্বাস আঁটকে এলো অনামিকার। থমকে যায় আফ্রিদ। "সত্যি বলছো?" নীরবে মাথা নাড়ালো অনামিকা। "আর ইউ ম্যারিড?" এবারও মাথা নাড়িয়ে সায় দিলো। আফ্রিদির কি হলো কে জানে,আচমকা শক্ত করে গলা চেপে ধরতেই ঘাবড়ে গিয়ে বাঁচার জন্য ছটফট করতে লাগলো অনামিকা। ভয় পেয়ে কোলের মধ্যে থাকা ছোট্ট বাচ্চাটি ভীষণ জোরে কেঁদে উঠলো কিন্তু দয়া-মায়া হলো না আফ্রিদির। ছেলের ঘর থেকে চিৎকার চেঁচামেচি এবং গোঙানির শব্দ শুনতেই একপ্রকার ছুটে এলেন মাহরীন চৌধুরী। বাচ্চাটিকে কোলে তুলে চেঁচিয়ে উঠলেন,"এইসব কী হচ্ছে আফ্রিদ?"

"আমার সাথে এইসব কী করলে তুমি?"

   • টুপ_টাপ_প্রেমের_বর্ষণ  
সম্পূর্ণ গল্পের লিংক
   • পাপড়ির আবডালে  
   • আঁধারের_তারাবাজি(অভ্রায়ীনি ঐশী)  

Комментарии

Информация по комментариям в разработке