বিজিবি অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ || BGB Civilian Job Circular 2022

Описание к видео বিজিবি অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ || BGB Civilian Job Circular 2022

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একাধিক অসামরিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বাহিনীতে অসামরিক ৩৬ ক্যাটাগরির পদে ৩০৩ কর্মী নিয়োগ দেওয়া হবে। সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া পদ্ধতি অনুযায়ী টেলিটক প্রি–পেইড মুঠোফোন থেকে খুদে বার্তার মাধ্যমে নিবন্ধন করতে হবে।

নিবন্ধনের শেষ সময়:
৭ ডিসেম্বর ২০২২

১. পদের নাম: ইমাম/আরটি (পুরুষ)
পদসংখ্যা: ৩
২. পদের নাম: অফিস সহকারী (পুরুষ)
পদসংখ্যা: ১৯
৩. পদের নাম: মিডওয়াইফ (নারী)
পদসংখ্যা: ৪
৪. পদের নাম: সহকারী ওবিএম ড্রাইভার (পুরুষ)
পদসংখ্যা: ৯
৫. পদের নাম: গ্রিজার (পুরুষ)
পদসংখ্যা: ৬
৬. পদের নাম: কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড–৩ (পুরুষ)
পদসংখ্যা: ৯
৭. পদের নাম: কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড-৪ (পুরুষ)
পদসংখ্যা: ২৭
৮. পদের নাম: সহকারী কিউরেটর (পুরুষ)
পদসংখ্যা: ১
৯. পদের নাম: ড্রাফটসম্যান (পুরুষ)
পদসংখ্যা: ১৭
১০. পদের নাম: বয়লার অপারেটর (পুরুষ)
পদসংখ্যা: ১
১১. পদের নাম: এসি মেকানিক (পুরুষ)
পদসংখ্যা: ৩
১২. পদের নাম: সহকারী ইএম টেকনিশিয়ান (পুরুষ)
পদসংখ্যা: ১
১৩. পদের নাম: সহকারী আইএম টেকনিশিয়ান (পুরুষ)
পদসংখ্যা: ১
১৪. পদের নাম: সহকারী ভিএম (যানবাহন মেকানিক) (পুরুষ)
পদসংখ্যা: ৩
১৫. পদের নাম: ইলেকট্রিশিয়ান (পুরুষ)
পদসংখ্যা: ৬৪
১৬. পদের নাম: কম্পাউন্ডার কাম ড্রেসার (পুরুষ)
পদসংখ্যা: ১
১৭. পদের নাম: ক্যাটালগার (পুরুষ)
পদসংখ্যা: ২
১৮. পদের নাম: ইলেকট্রোমেডিকেল টেকনিশিয়ান (পুরুষ)
পদসংখ্যা: ১
১৯. পদের নাম: যানবাহনচালক (হালকা লাইসেন্সধারী) (পুরুষ)
পদসংখ্যা: ৪
২০. পদের নাম: যানবাহনচালক (ল্যান্সনায়েক সমমান) (পুরুষ)
পদসংখ্যা: ৩
২১. পদের নাম: যানবাহনচালক (সিপাহী সমমান) (পুরুষ)
পদসংখ্যা: ৩
২২. পদের নাম: জলযান মেকানিক/ডব্লিউসি টেকনিশিয়ান (পুরুষ)
পদসংখ্যা: ২
২৩. পদের নাম: সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান (পুরুষ)
পদসংখ্যা: ৩
২৪. পদের নাম: ইউএসএম (পুরুষ)
পদসংখ্যা: ৫
২৫. পদের নাম: ওয়েল্ডার (পুরুষ)
পদসংখ্যা: ১
২৬. পদের নাম: টেইলর (পুরুষ)
পদসংখ্যা: ২
২৭. পদের নাম: পেইন্টার (পুরুষ)
পদসংখ্যা: ২
২৮. পদের নাম: কার্পেন্টার (পুরুষ)
পদসংখ্যা: ৩
২৯. পদের নাম: প্লাম্বার (পুরুষ)
পদসংখ্যা: ১
৩০. পদের নাম: ফিটার গ্যাস (পুরুষ)
পদসংখ্যা: ১
৩১. পদের নাম: বুট মেকার (পুরুষ)
পদসংখ্যা: ৫
৩২. পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস) (পুরুষ)
পদসংখ্যা: ৬
৩৩. পদের নাম: ওয়ার্ড বয় (পুরুষ)
পদসংখ্যা: ১
৩৪. পদের নাম: বাবুর্চি (পুরুষ)
পদসংখ্যা: ৬৩
৩৫. পদের নাম: মালি (পুরুষ)
পদসংখ্যা: ১০
৩৬. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ)
পদসংখ্যা: ১৬

শারীরিক যোগ্যতা উচ্চতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ১.৫২৪ মিটার ও নারী প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ১.৪২২ মিটার।
বুকের মাপ: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৩২ থেকে ৩৪ ইঞ্চি ও নারী প্রার্থীদের ক্ষেত্রে ৩০ থেকে ৩২ ইঞ্চি। উভয় ক্ষেত্রে সম্প্রসারণ কমপক্ষে দুই ইঞ্চি।
ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৪৮.৬৩ কেজি। নারী প্রার্থীদের ক্ষেত্রে ৩৬.৩৬ কেজি। তবে বয়স ও উচ্চতার ওপর ভিত্তি করে ওজন কম/বেশি হবে।
দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

বয়স: সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ২০২৩ সালের ৩১ মার্চ ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করতে পারবেন।
বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত

নিবন্ধনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের যেকোনো টেলিটক নম্বর থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দিষ্ট ট্রেড কোড, এসএসসি ও এইচএসসির বোর্ড কোড, জেলা কোড, উপজেলার নাম, বীর মুক্তিযোদ্ধা কোড ব্যবহার করে এসএমএসের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এসএমএস পাঠানোর নিয়ম বিজিবির ওয়েবসাইটে (http://www.bgb.gov.bd/sites/default/f...) দেওয়া বিজ্ঞপ্তি থেকে জেনে নিতে হবে। এসএমএস সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য যেকোন মুঠোফোন থেকে ০১৭৬৯–৬০০৮৯৮ নম্বরে অথবা টেলিটক মুঠোফোন থেকে ১২১ নম্বরে কল করা যাবে।

ভর্তির স্থান ও তারিখ:
নিবন্ধিত প্রার্থীদের ভর্তির স্থান ও তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে।

আবেদন ফি
প্রার্থীদের পিন নম্বর প্রাপ্তির পর আবেদন ফি বাবদ ইমাম, অফিস সহকারী, কার্পেন্টার, কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড-৩, সহকারী কিউরেটর, ড্রাফটসম্যান, কম্পাউন্ডার কাম ড্রেসার, যানবাহনচালক (হালকা লাইসেন্সধারী), যানবাহনচালক (ল্যান্সনায়েক সমমান), জলযান মেকানিক/ডব্লিউসি টেকনিশিয়ান পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১০ টাকাসহ মোট ২১০ টাকা এবং মিডওয়াইফ, সহকারী ওবিএম ড্রাইভার, গ্রিজার, ওয়েল্ডার, টেইলর, পেইন্টার, প্লাম্বার, ফিটার গ্যাস, বুটমেকার, অফিস সহায়ক, ওয়ার্ড বয়, বাবুর্চি, মালি, পরিচ্ছন্নতাকর্মী, কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড-৪, বয়লার অপারেটর, এসি মেকানিক, সহকারী ইএম টেকনিশিয়ান, সহকারী আইএম টেকনিশিয়ান, সহকারী ভিএম, ইলেট্রিশিয়ান, ক্যাটালগার, ইলেক্ট্রো মেডিকেল টেকনিশিয়ান, যানবাহনচালক (সিপাহী সমমান), সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান ও ইউএসএম পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১০ টাকাসহ মোট ১১০ টাকা টেলিটক প্রি–পেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

বিজিবির ওয়েবসাইটের (http://www.bgb.gov.bd/) ডাউনলোড অপশনে গিয়ে বিজিবিতে ভর্তিচ্ছুক প্রার্থীদের তথ্যাদির ফরমে ক্লিক করতে হবে এবং ফরমটি ডাউনলোড করে উল্লিখিত তথ্যাদি যথাযথভাবে পূরণ করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে।

Комментарии

Информация по комментариям в разработке