Burimari Land Port Full Documentary | বুড়িমারী স্থল বন্দর | Burimari Border | Sixth Gear Official

Описание к видео Burimari Land Port Full Documentary | বুড়িমারী স্থল বন্দর | Burimari Border | Sixth Gear Official

আজকে আমরা জানবো লালমনিরহাটের বুড়িমারী স্থল বন্দর সম্পর্কে। চলুন যাওয়া যাক বুড়িমারি স্থল বন্দর।

বুড়িমারী স্থল বন্দর বাংলাদেশের একটি অন্যতম স্থল বন্দর হিসেবে পরিচিত।
পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িমারী সীমান্তে এ স্থল বন্দর অবস্থিত। পাটগ্রাম উপজেলা থেকে এর দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার।

১৯৮৮ সালে ভারত, ভূটান এবং নেপালের সঙ্গে স্থলপথে মালামাল আমদানী ও রপ্তানির সুবিধার্থে বুড়িমারী জিরো পয়েন্ট এলাকায় এ বন্দরটি চালু করা হয়। এ বন্দর দিয়ে বাংলাদেশ ভারত, ভূটান ও নেপাল এই তিনটি দেশ হতে কয়লা, কাঠ ও টিম্বার আমদানি করে থাকে। এছারা, পিঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল, গম এবং বিভিন্ন ধরণের বীজ আমদানী করা হয়ে থাকে।

বাংলাদেশে রপ্তানিজাত পন্য গুলোর মধ্যে ইলিশ মাছ, মেলামাইনের তৈরী বাসনপত্র এবং বিভিন্ন ধরনের ঔষধ এই স্থল বন্দর দিয়েই রপ্তানি করা হয় ।

স্থল বন্দর ছারাও এই স্থান নুড়ি পাথরের জন্য বিখ্যাত। এখানকার পাথর সারা বাংলাদেশে অনেক পরিচিত।

পাসপোর্টধারী বাংলাদেশী ও ভারতীয়রা এ স্থল বন্দর দিয়েই যাতায়াত করে থাকে।

বাংলাদেশের শেষ প্রান্ত দেখতে অনেকেই আসে এই স্থলবন্দরে।

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই স্থল বন্দরে যাওয়া যায় । রাজধানী ঢাকা থেকে বুড়িমারী স্থলবন্দরের দূরত্ব প্রায় ৪৫৭ কিলোমিটার। বাসে চরে সরাসরি এই স্থল বন্দরে যাওয়া যায়। এছারা ট্রেনে চরেও যাওয়া যায় এই স্থল বন্দরে।
পর্যটক দের জন্য উপজেলা শহর পাটগ্রামে আছে অনেক কয়েক্টি আবাসিক হোটেল।

মহিপুর তিস্তা ব্রিজ । Mohipur Bridge Rangpur | Bike Vlog | Rangpur to Mohipur | Mijia 4k Cam | Hunk
   • মহিপুর তিস্তা ব্রিজ ।  Mohipur Bridge...  

Tin Bigha Corridor Full Documentary | তিন বিঘা করিডোর | তিন বিঘা করিডোরের অজানা তথ্য | Bike Vlog
   • Tin Bigha Corridor Full Documentary |...  

Teesta Barrage Documentary | তিস্তা ব্যারেজ । বাংলাদেশের ফারাক্কা বাঁধ | দেশের সর্ববৃহৎ ব্যারেজ
   • Teesta Barrage Documentary | তিস্তা ব...  

#Burimari, #Changrabandha #Sixth_Gear_Official

Комментарии

Информация по комментариям в разработке