#humanhumanity1752 #validate
There is nothing known as ‘Perfect’, that’s an impossibility. Angela Watson says, “Perfection is impossible; just strive to do your best”. All of us are born with imperfections and for that we are different. Imperfection gives us identity.
There is no such definition of ‘perfection’. Perfection simply doesn’t exist. What's perfect today may be imperfect tomorrow. Perfection is also subjective — what might seem perfect to you may not be perfect to someone else. Instead, embrace imperfection. Because as the Chinese philosopher Lao Tzu said, “Perfection is the willingness to be imperfect.
The idea that "imperfection is perfection" suggests that flaws and imperfections can contribute to beauty, uniqueness, and authenticity. It's often associated with embracing oneself and others, finding beauty in the unexpected, and appreciating the natural world for its imperfections.
Perfection simply doesn't exist….. Without imperfection, neither you nor I would exist.” In business, the perfect company is rarely the successful company.
In Japanese culture, broken objects are often repaired using gold.
They view the crack as an important and unique part of the object’s history that makes the object beautiful. Think about this when you feel broken.
Perfection is never as interesting as imperfection. We all have our own flaws. But, it is the imperfections each of us have that make our lives fascinating. It is what makes us stand out from the crowd. See everybody as they truly are and always look for the good in them.
Kintsugi, is a Japanese art form, which involves repairing broken pottery with lacquer, often mixed with powdered gold, silver, or platinum. Kintsugi is the Japanese art of putting broken pottery pieces back together with gold — built on the idea that in embracing flaws and imperfections, you can create an even stronger, more beautiful piece of art. Every break is unique and instead of repairing an item like new, the 400-year-old technique actually highlights the "scars" as a part of the design. Using this as a metaphor for healing ourselves teaches us an important lesson: Sometimes in the process of repairing things that have broken, we actually create something more unique, beautiful and resilient.
Kintsugi is not mere an art and technique for repairing broken pottery, but a philosophy of life. The philosophy behind Kintsugi is to embrace and highlight the flaws and imperfections of an object, rather than hiding them. This process, where the repaired cracks are accentuated, creates a unique and beautiful piece that embodies the story of the object's past.
এ বিশ্ব চরাচরে নিখুঁত বা পরিপূর্ণ বলে কিছু হয় না। সবার আর সব কিছুর ভিতরই খুত থাকে, সে ভাবেই আমাদের জন্ম। Angela Watson এর কথায়- নিখুঁত বা পরিপূর্ণতা একটি অসম্ভব বিষয়; শুধুমাত্র নিজেকে প্রমাণ করার চেষ্টা করতে হবে। আমরা সবাই আর এ জগতের সবকিছুই খুতে ভরা সে ভাবেই এ পৃথিবীর সব কিছুকে তৈরি করা হয়েছে। আমাদের খুঁত গুলোই আমাদেরকে স্বতন্ত্র পরিচিতি দেয়। তাই, বলা যায় আমরা যে যা তা আমাদের খুঁতের জন্যই।
আমরা খুতে ভরা তার অর্থ এই নয় যে, আমাদের ভিতর কোন সম্ভাবনা নেই। আমাদের সবার ভিতরই আলাদা আলাদা সম্ভাবনা দিয়ে সৃষ্টি করা হয়েছে। আমাদেরকে সে সম্ভাবনার বিকাশ ঘটাতে সচেষ্ট থাকতে হবে। অন্যের মত হয়ে ওঠা নয়, নিজের মত হবে, নিজের সেরাটা প্রমান করতে হবে।
মনে রাখতে হবে যে, কোন কিছুর অপরিপূর্ণতা তার সৌন্দর্য বৃদ্ধি করে। এ প্রসঙ্গে জাপানের একটি প্রাচীন সংস্কৃতি "kintsugi" pronounced kin-Tsoo-gee ‘র উল্লেখ করা যায়। kintsugi শব্দের অর্থ golden joinery বা golden repair। এটি বার্ণিসের সাথে সোনার গুড়া (lacquer and gold) মিশিয়ে ভাঙ্গা মৃৎপাত্র বা সিরামিক মেরামত করার সংস্কৃতি, যা জাপানের একটি প্রাচীন শিল্পকর্ম। ভেঙ্গে যাওয়া কোন মৃৎপাত্র বা সিরামিক সোনা দিয়ে জোড়া লাগানোর জাপানী সংস্কৃতি Kintsugi নামে পরিচিত। kintsugi কে অপরিপূর্ণতা বা খুঁতের ভিতর সৌন্দর্য ও প্রাণোচ্ছলতা প্রকাশ করার জন্য প্রতীক হিসেবে ব্যবহার করা হয়।
পরিপূর্ণতা কখনোই অপরিপূর্ণতা বা খুঁতের মত আকর্ষণীয় হয় না। আমাদের সবার মধ্যেই অপরিপূর্ণতা আছে। আর এই অপরিপূর্ণতা আমাদের জীবনকে মোহনীয় করে তোলে। অপরিপূর্ণতা আমাদের সকলকে অন্য সবার থেকে আলাদা করে আমাদের পরিচিতি দান করে।
জাপানীদের বিবেচনায়, কোন দ্রব্য ভেঙ্গে যাওয়াটা সে দ্রব্যটির জন্য একটি অনন্য ঘটনা যা স্বাতন্ত্র্যতা দান করে দ্রব্যটিকে অতীব সুন্দর করে তোলে।
এটা সত্যি যে, পৃথিবী অপূর্ণতায় ভরা তেমনি আমাদের প্রতিটি জীবন। তার মানে এই নয় যে, আমরা সম্ভাবনা শূন্য। আমাদের ভিতর লুকায়িত সম্ভাবনা আছে সেটা বিশ্বাস করতে হবে এবং সেটির বিকাশ ঘটানোর চেষ্টা করতে হবে। তাহলেই জীবনে সফলতা আসবে।
Информация по комментариям в разработке