Philosophy class from Sentence to Proposition for Class 12 ||বাক্যকে বচনে রূপান্তরিত করার সহজ নিয়ম

Описание к видео Philosophy class from Sentence to Proposition for Class 12 ||বাক্যকে বচনে রূপান্তরিত করার সহজ নিয়ম

#PhilosophyclassfromSentencetoPropositionforClass12#বাক্যকেবচনেরূপান্তরিতকরারসহজনিয়ম#AmbitionTutorial#
এই ভিডিওটি থেকে তোমরা বাক্যকে কিভাবে সহজে বচনে রূপান্তরিত করবে তা শিখতে পারবে।

বাক্যকে বচনে রূপান্তরিত করার নিয়ম:

1. যদি কোন বাক্যে - সব,সবাই,সব সময়,সকল, সকল ক্ষেত্রে,সমস্ত,প্রত্যেক,প্রত্যেকে,প্রতিটি,সদা, সর্বদা,সর্বত্র,সর্বতোভাবে,নিয়ত,অবশ্যই,নিশ্চয়ই, নিশ্চিতভাবে,একান্তভাবে,অনিবার্যভাবে,মাত্রই, চিরকাল,যে-কোনো,যে কেহ,যে-সে,যা-তা,যারা- তারা, যে- কেউ, যদি- তবে,যদি-তাহলে, যেখানে-সেখান প্রভৃতি শব্দ গুলির যেকোনো একটি থাকে ও বাক্যটি যদি হ্যাঁবাচক হয় তাহলে সেটি 'A' বচন হবে। আর বাক্যটি যদি না-বাচক হয় তাহলে সেটি 'O'বচন হবে। যেমন-
1. দার্শনিকরা চিরকাল উদাসীন।
2.প্রত্যেক গোলাপ লাল নয়।
3.সমস্ত লোক স্বার্থপর নয়।
4.মানুষ মাত্রই কবি নয়।
5.মানুষ মাত্রই ভুল করে।
6.যে কেউ কাজটি করতে পারে।
7.যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে।
8.যেখানে ধোয়া থাকে সেখানে আগুন থাকে।
9.বিদ্বান সর্বত্র পুজ্য।
10.ধার্মিক এরা সকলেই সুখী।
11.দোষীকে অবশ্যই শাস্তি পেতে হবে।
12.যেকোনো ফুল গন্ধ যুক্ত নয়।
13.চকচক করলেই সোনা হয় না।
14.মহিলারা নিশ্চিতভাবে পুরুষ অপেক্ষা নিকৃষ্ট নয়।
15.দার্শনিকরা সদা গভীরভাবে চিন্তা করেন।
16.সব মানুষ ভূতে বিশ্বাস করে না।
17.সব ফুল লাল নয়।

2. যদি কোন বাক্যে-কোন-নয়,কেউ-নয়, কখনো-নয়,কোন- কিছু নয়,কোন-মতে নয়, একনয়, একসঙ্গে-না,নহে,নেই, নয়, প্রভৃতি শব্দ থাকে তাহলে বাক্যটিকে 'E' বাচন করতে হবে। যেমন-
1. কোন ছাত্র সফল হয়নি।
2.মানুষ কখনো পুরনো নয়।
3.মানুষ ও পশু এক নয়।
4.কাউকে বিশ্বাস করা যায় না।
5. কোন স্ত্রী লোক এই কাজের উপযুক্ত নয়।
6. কোন কিছুই মূল্যহীন নয়।
7. কোন উত্তেজক বস্তু নিরাপদ নয়।
8. তুমিও আমি এক নই।
9. মানুষ কখনো সর্বাঙ্গসুন্দর নয়।
10. কুকুর ও বিড়াল এক নয়।
11. কেউই কাজটি করতে পারেনি।

3. যদি কোন বাক্যে-কোন কোন,কিছু কিছু, কিছু, কখনো কখনো, অধিকাংশ, প্রায়, প্রায়ই, বেশিরভাগ,শতকরা,প্রায় সব, প্রায় সবাই, কিছুসংখ্যক, অল্পসংখ্যক, কতিপয়, কয়েকটি, অনেক,অনেকে,একটি ছড়া সব,হয়তো,সম্ভবত, সাধারণত,মধ্য মধ্যে,অনেক সময়, সচরাচর প্রভৃতি শব্দ থাকে ও বাক্যটি যদি হ্যাঁবাচক হয় তাহলে সেটি 'I' বচন হবে। আর বাক্যটি যদি নাবাচক হয় তাহলে সেটি 'O' বচন হবে। যেমন-
1. শতকরা 25 জন ব্যবসায়ী সৎ।
2.কিছু ছাত্র বিনয়ী নয়।
3.অধিকাংশ ব্যক্তির সুখী।
4.ছাত্ররা প্রায়ই ইংরেজিতে ফেল করে।
5.অধিকাংশ ছাত্র কৃতকার্য হয়নি।
6.বেশিরভাগ মানুষ অসাধু।
7.সাধারণত দার্শনিকরা উদার হয়।
8.অল্প সংখ্যক মানুষ দার্শনিক।
9. কিছু গল্প চমকপ্রদ নয়।
10.প্রায় সব মহিলা নাচের আসরে উপস্থিত ছিল।


4. যদি কোন বাক্যে ক্বচিৎ কদাচিৎ খুব কম খুব অল্প কিছুনা নেই বললেই চলে


Hi viewers,in this channel Ambition Tutorial,we discuss about various educational topics.so kindly like,share and subscribe my channel.
Thanks in advance

Комментарии

Информация по комментариям в разработке