ভুলিয়া তোমারে সংসারে আসিয়া//Sawrupa Damudar Das.

Описание к видео ভুলিয়া তোমারে সংসারে আসিয়া//Sawrupa Damudar Das.

ভুলিয়া তোমারে সংসারে আসিয়া
পেয়ে নানাবিধ ব্যথা ।
তোমার চরণে, আশিয়াছি আমি,
বলিব দুঃখের কথা ॥১॥

জননী-জঠরে ছিলাম যখন,
বিষম বন্ধন-পাশে ।
একবার প্রভু, দেখা দিয়া মোরে,
বঞ্চিলে এ দীন দাসে ॥২॥

তখন ভাবিনু, জনম পাইয়া
করিব ভজন তব ।
জনম হইল, পড়ি' মায়া-জালে,
না হইল জ্ঞান-লব ॥৩॥

আদরের ছেলে, স্বজনের কোলে
হাসিয়া কাটানু কাল ।
জনক-জননী- স্নেহেতে ভুলিয়া
সংসার লাগিল ভাল ॥৪॥

ক্রমে দিন দিন, বালক হইয়া,
খেলিনু বালক সহ ।
আর কিছুদিনে, জ্ঞান উপজিল,
পাঠ পড়ি অহরহঃ ॥৫॥

বিদ্যার গৌরবে, ভ্রমি দেশে দেশে,
ধন উপার্জ্জন করি' ।
স্বজন-পালন, করি এক মনে,
ভুলিনু তোমারে হরি ॥৬॥

বার্দ্ধক্যে এখন, ভকতিবিনোদ,
কাঁদিয়া কাতর অতি ।
না ভজিয়া তোরে, দিন বৃথা গেল,
এখন কি হ'বে গতি ॥৭॥

Комментарии

Информация по комментариям в разработке