দশমহাবিদ্যার কথা আমরা সকলেই জানি। কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী ও কমলা--এই দশমহাবিদ্যার উপাসনা শুধু দশজন মহাশক্তির উপাসনা নয়। এই দশমহাবিদ্যার উপাসনা হল দশটি সনাতনী সংস্কৃতির উদযাপন।
কালীর নীলাচার, তারার চীনাচার, ত্রিপুরসুন্দরীর গন্ধর্বাচার, ভুবনেশ্বরীর দিব্যাচার, ভৈরবীর বীরাচার, ছিন্নমস্তার দিব্যবীরাচার, ধূমাবতীর ধূমাচার, বগলামুখীর সৌভাগ্যচীনাচার, মাতঙ্গীর কমলাচার এবং কমলার কমলাচার--এইরূপে দশ মহাবিদ্যার আচার দশরকম। সেই দশধা আচারে আরাধ্য দেবতাদের ভাব, প্রকৃতি, ও সাধনপ্রণালী আলাদা আলাদা।
আর তাই সেই দশমহাশক্তির সঙ্গে আরাধ্য গণেশ, বিষ্ণু, শিব ও সূর্যও তাই আলাদা। আজকের ভিডিওতেই সেই দশমহাবিদ্যার সঙ্গে সুনির্দিষ্ট দশমহাসূর্যের বৃত্তান্তই আলোচনা করলাম।
সনাতন ধর্মে সূর্যকে অর্ঘ্য না দিয়ে কোনো কর্মকাণ্ড শুরু হয় না। কারণ সূর্যই সকল শুভাশুভ কর্মের সাক্ষীস্বরূপ। আবার সূর্যকে অর্ঘ্য না দিয়ে সনাতন ধর্মে কোনো পূজা সমাপ্তও করা হয় না। কারণ সূর্যের কিরণমালা আমাদের যজ্ঞ-পূজাকর্মের সমস্ত দোষ, ত্রুটি, বিচ্যুতি দূর করে আমাদের পূজাকে অচ্ছিদ্র করে দেন।
দশমহাবিদ্যার উপাসনায় সেই দশজন সূর্য কারা, যাঁদের সেই শক্তিদের সঙ্গে উপাসনা করলে আমাদের সমস্ত পূজাযজ্ঞ সার্থক ও নিশ্ছিদ্র হতে পারে, আজ আমরা সেই কথাই জেনে নেব, আজকের ভিডিওর মাধ্যমে।
এই সূর্যদের পূর্ণাঙ্গ পূজা সম্পর্কে জানতে হলে নজর রাখবেন কথাবাচকের মেম্বারশিপ গ্রুপে।
পরবর্তী পর্বগুলিতে আলোচিত হবে দশমহাবিদ্যার গণেশ, বিষ্ণু, শিব এবং ভৈরবদের কথা। কথাবাচকের সঙ্গে থাকবেন, এবং আজকের পর্ব কেমন লাগল, জানাতে ভুলবেন না...
#dasamahavidya #surya #suryadev #shakti #devi #ambaji #aditya #tantra #tantralife #tantramantra #tantravidhya #mahavidya #kalachakra #martand
Информация по комментариям в разработке