একবার নাচো নাচো গো শ্যামা
নাচো তেমন করে,
একবার নাচো মা, একবার নাচো মা।
তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে
তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে,
একবার নাচো মা, একবার নাচো মা।
একবার নাচো নাচো গো শ্যামা
নাচো তেমন করে,
একবার নাচো মা, একবার নাচো মা।
খুলে ফেলে মুন্ডমালা, পর দেখি মা বনমালা
খুলে ফেলে মুন্ডমালা, পর দেখি মা বনমালা,
একবার অসি ছেড়ে ধরো দেখি মুরলী অধরে
একবার অসি ছেড়ে ধরো দেখি মুরলী অধরে,
একবার নাচো মা, একবার নাচো মা।
একবার নাচো নাচো গো শ্যামা
নাচো তেমন করে,
একবার নাচো মা, একবার নাচো মা।
আভরণ নর করো, খুলে পীতধরা পরো
আভরণ নর করো, খুলে পীতধরা পরো,
বাজুক চরণে নুপুর রুনুঝুনু স্বরে
একবার বাজুক চরণে নুপুর রুনুঝুনু স্বরে,
একবার নাচো মা, একবার নাচো মা।
একবার নাচো নাচো গো শ্যামা
নাচো তেমন করে,
একবার নাচো মা, একবার নাচো মা।
নন্দরানীর নীলমণি, হয়ে খাও মা সরলবনী
নন্দরানীর নীলমণি, হয়ে খাও মা সরলবনী,
একবার মা মা বলে ডাকো রানীর অঞ্চলেতে ধরে
একবার মা মা বলে ডাকো রানীর অঞ্চলেতে ধরে,
একবার নাচো মা, একবার নাচো মা।
একবার নাচো নাচো গো শ্যামা
নাচো তেমন করে,
একবার নাচো মা, একবার নাচো মা।
তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে
তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে,
একবার নাচো মা, একবার নাচো মা।
একবার নাচো নাচো গো শ্যামা
নাচো তেমন করে,
একবার নাচো মা, একবার নাচো মা।
গানটির লেখক :-শ্যামাপদ ভট্টাচার্য
গানটি প্রথম গাওয়া হয়:-দোহার ব্যান্ড
Информация по комментариям в разработке