ধানের বাদামী গাছ ফড়িং এর আক্রমণ থেকে ধানকে রক্ষা করতে চান? তাহলে সম্পূর্ণ ভিডিও টি দেখুন

Описание к видео ধানের বাদামী গাছ ফড়িং এর আক্রমণ থেকে ধানকে রক্ষা করতে চান? তাহলে সম্পূর্ণ ভিডিও টি দেখুন

ধানের জমিকে বাদামী গাছ ফড়িং (কারেন্ট পোকা) মুক্ত রাখতে ন্যাশনাল এগ্রিকেয়ার বাজারে নিয়ে এসেছে, “স্পেলেন্ডর ৮০ ডব্লিউডিজি”

মেইড ইন বাংলাদেশ স্লোগান নিয়ে ন্যাশনাল এগ্রিকেয়ার এখন বাংলাদেশেই স্পেলেন্ডর ৮০ ডব্লিউডিজি উৎপাদন শুরু করেছে।

স্পেলেন্ডর ৮০ ডব্লিউডিজি কেন বাজারের সেরা কীটনাশক?
এটি একটি সুনির্দিষ্টভাবে কার্যকরী এন্টিফিডার কীটনাশক।
বার বার ব্যবহারেও কার্যকারীতা একই রকম থাকে।
একটি বহুমুখী গুণসম্পন্ন স্পর্শক, প্রবাহমান ও ট্রান্সলেমিনার কীটনাশক।
বিঘা প্রতি মাত্রা খুবই কম, তাই অন্যান্য কীটনাশকের তুলনায় খরচ কম।

প্রয়োগমাত্রা:
প্রতি লিটার পানিতে ০.৫গ্রাম স্পেলেন্ডর ৮০ ডব্লিউডিজি মিশিয়ে প্রয়োগ করতে হবে।
এছাড়াও অন্যান্য যেকোনো ফসলের শোষক পোকা দমনে স্পেলেন্ডর ৮০ ডব্লিউডিজি সমানভাবে কার্যকর।

দেশের টাকা দেশেই রাখুন, দেশে উৎপাদিত মানসম্পন্ন কীটনাশক স্পেলেন্ডর ৮০ ডব্লিউডিজি ব্যবহার করুন, ধানের বাদামী গাছ ফড়িং থেকে চিন্তামুক্ত থাকুন।

Комментарии

Информация по комментариям в разработке