ডিম ময়দার বিস্কুট পিঠা - সাথে ছাঁচ ছাড়া ৬ রকমের পিঠা নকশা করার টিপস্

Описание к видео ডিম ময়দার বিস্কুট পিঠা - সাথে ছাঁচ ছাড়া ৬ রকমের পিঠা নকশা করার টিপস্

একটা নস্টালজিক পিঠার রেসিপি নিয়ে আসলাম। আমি যখন হোস্টেলে থাকতাম, বাড়ী থেকে আসার সময় আম্মু বেশী করে এই পিঠা তৈরী করে আমার সাথে দিয়ে দিতো। আর আমি অনেকদিন রেখে এই পিঠাগুলি খেতাম। এই পিঠাগুলি যদি সঠিকভাবে এয়ার টাইট বৈয়মে রাখা যায়, তাহলে ৬/৭ মাসও একদম ভালো থাকে। আর যেহেতু এই পিঠা বহুদিন ভালো থাকে, তাই প্রবাসী আত্মীয় স্বজনদের জন্য পিঠা বানিয়ে পাঠানোর জন্য এই পিঠাটা পারফেক্ট। তৈরী করেছি ডিম ময়দার বিস্কুট পিঠা। সাথে দেখাচ্ছি ৭ রকমের নকশা করার পদ্ধতি, এর মধ্যে ৬টি নকশার কোনো ছাঁচ লাগবে না। আশাকরি আপনাদের পছন্দ হবে।

তৈরী করতে লাগছে -
ডিম ৪ টি
চিনি ১ কাপ
চিমটি পরিমাণ এলাচ গুঁড়ি
লবণ ০.২৫ চা চামুচ
গুঁড়ো দুধ ১ কাপ
ময়দা (আমার লেগেছে) ৪ কাপ

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে https://rumana.net/2864 ঠিকানায়।

#RumanaRecipe #RumanaRanna #RumanaAzad

Music by Ikson -   / ikson  

Комментарии

Информация по комментариям в разработке