শীতকালে বাজরিগার পাখির খাবার তালিকা | Budgerigar Bird Winter Diet|What To Feed your budgie in winter

Описание к видео শীতকালে বাজরিগার পাখির খাবার তালিকা | Budgerigar Bird Winter Diet|What To Feed your budgie in winter

বাজিগার পাখির শীতকালীন যত্নের একটি অপরিহার্য অংশ হলো এদের খাদ্য তালিকা। তাই আজকের আলোচনার বিষয় বাজারিগার পাখির শীতকালীন সীড মিক্স তৈরিতে কি কি ব্যবহার করতে হবে এবং সাথেই এই খাবারগুলোর খাদ্য গ্রহণ। আর আপনি কিভাবে বাজরিগারের জন্য একটা আদর্শ এক কেজি শীতকালীন তৈরি করতে পারেন সেটা গ্রেডিং পেয়ার বা যে কোন পাখির জন্য সমানভাবে প্রযোজ্য তাই দেখাবো আজকের ভিডিওতে। বাজিগার পাখির গ্রীষ্মকালীন ও শীতকালের sedmex এর বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। আসলে পৃথিবীর বিভিন্ন দেশে যে খাদ্য উপকরণ গুলো বেশি পাওয়া যায় সেটার উপর নির্ভর করেই মানুষ এ সমস্ত পাখিগুলোর খাদ্য তৈরি করে। তবে একটা জিনিস কমান থাকে সেটা হল তাদের খাবারের যে খাদ্য উপকরণ মানে প্রয়োজনীয় শর্করা আমিষ এবং স্নেহ জাতীয় খাবারের অনুপাত সব দেশে একই রকম রাখার চেষ্টা করা হয়। পাখির সীড মিক্স এ বিভিন্ন রকম উপকরণ ব্যবহার করা সম্ভব তাই একই জায়গায় একেক রকম খাবার খাওয়ানোটা আশ্চর্য হওয়ার কিছু নয়।
শীতকালীন সীড মিক্সে ব্যবহার উপযোগী খাদ্য উপাদান সমূহ এবং তার গুনাগুন। আপনারা চাইলে এর বাইরেও কিছু খাদ্য উপকরণ ব্যবহার করতে পারেন আবার এখানে উল্লেখিত সবগুলো উপকরণে ব্যবহার করতে হবে এ ব্যাপারটা এরকম ও নয়। এখানে কিছু কিছু উপকরণ বাদ দিতে পারেন। বিশেষত শীতকালে পাখির সিট মিক্সে পিসি গুজি তেল এবং সূর্যমুখীর বীজ এই তিনটা উপকরণ অবশ্যই ব্যবহার করতে হবে সবগুলো সংগ্রহ করতে না পারলে মিনিমাম দুইটা উপকরণ ব্যবহার করতে হবে। শীতকালীন সিট মিক্স শুধু পাখিকে যে উষ্ণ রাখবে তা নয় এটা পাখির বাচ্চাকে দ্রুত বড় হয়ে উঠতে সহায়তা করে। এখানে আমি একটা খাদ্য তালিকা আপনাদের সামনে তুলে ধরছি এটা অনুসরণ করে আপনি তৈরি করতে পারবেন।

Комментарии

Информация по комментариям в разработке