ঙ এবং অনুস্বার ব্যবহারের নিয়ম ং । বাংলা নাকি বাঙলাবাংলা বানানের নিয়ম।

Описание к видео ঙ এবং অনুস্বার ব্যবহারের নিয়ম ং । বাংলা নাকি বাঙলাবাংলা বানানের নিয়ম।

ঙ এবং অনুস্বার ব্যবহারের নিয়ম ং । বাংলা নাকি বাঙলাবাংলা বানানের নিয়ম।
সম্মানিত সুধী মন্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি – বানান বিভ্রাটের সমাধান নিয়ে আয়োজিত আজকের শিখণ পর্বে অংশ গ্রহণ করার জন্য । আজকের আলোচ্য বিষয় নির্বাচন করেছই, ঙ ং এবং ঙ্গ - এই তিনটি বর্ণের কোনটি কখন কোথায় কেন ব্যবহার করতে হয় সে সম্পর্কে ।
এই বর্ণ তিনটি অনেক সময় একে-অপরের স্থান দখল নেয়, সে কারণে আমাওরা দ্বিধা-দ্বন্দ্বে ভূগি যে, কোন বানানটি শুদ্ধ আর কোন বানানটি অশুদ্ধ । যার ফলে অনিচ্ছাসত্বেও আমরা বানান ভুল করি,যা লেখক এবং পাঠক উভয়কূলের জন্যই বিব্রতকর। আজকের শিখণে আমরা দ্বন্দ্ব দূর করে শুদ্ধ বানান লেখার নিয়মগুলো জেনে নেবো । অনুস্বার এবং ঙ বর্ণ দুটি শব্দে উচ্চারিত হয় ‘অঙ’ হিসেবে । অর্থাৎ এই দুটি বর্ণ শব্দে ব্যবহারের সময় একই রকম উচ্চারণ করতে হয় । এখন প্রশ্ন হচ্ছে – আমরা কোথায় ঙ ব্যবহার করবো এবং কোথায় ং ব্যবহার করবো ।
ক-বর্গের ধ্বনি তথা ক,খ,গ,ঘ এই ধ্বনিগুলোর পূর্বে অঙ উচ্চারণের ক্ষেত্রে ঙ ব্যবহার করতে হয় । যেমন – কঙ্কাল শঙ্খ,গঙ্গা,লঙ্ঘন,শশাঙ্ক,আকাঙ্খা,আশঙ্কা,অঙ্ক,অঙ্কন, চিত্রাঙ্কন ।যদি অঙ-যুক্ত শব্দটি সন্ধিগঠিত হয় এবং সন্ধিগঠিত শব্দের পূর্বপদে ম বর্ণটি থাকে তাহলে অঙ উচ্চারণের ক্ষেত্রে অনুস্বার ব্যবহার করতে হয় । সে ক্ষেত্রে সন্ধিগঠিত শব্দটির পরপদে ক,খ,গ,ঘ থাকলেও শুধু পূর্বপদে ম থাকার কারণে ম-এর স্থানে অনুস্বার ব্যবহার করতে হবে ।
সেইসাথে সন্ধিগঠিত শব্দের পূর্বপদে ম থাকার পরে পরপদে যদি অন্তস্থ রর্ণ- তথা য, র, ল, ব থাকে এবং উষ্ম বর্ণ তথা শ, ষ, স, হ ত্রহাকে তাহলে অঙ উচ্চারণের জন্য অনুস্বার ব্যবহার করতে হবে ।
যেমন – সংকল্প, সংখ্যা,সংগতি, সংঘটন, সংবাদ, সংস্কৃত,সংগীত,সংঘর্ষ, সংসার, সংহার,
শব্দগুলোর সন্ধি বিছেদ করলে প্রত্যেকটি ক্ষেত্রেই পূর্বপদে ম ধ্বনিটি পাই সে জন্য এই বানাঙ্গুলোতে অঙ উচ্চারণে অনুস্বার ব্যবহার করা হয় ।
ঙ ও ং এর ব্যববহার
ঙ ও ং কোথায় কোনটি বসবে
বাংলা বানান
বাংলা বানানের নিয়ম
বাংলা বানানের নিয়্মাবলি
বানান,শুদ্ধিকরণ
বানান শুদ্ধিকরণ
বাংলা বানান রীতি
বাংলা বানান আসর
বাংলা বানান শেখার সহজ উপায়
বাংলা বানানের টেকনিক
বাংলা নাকি বাঙলা কোনটি সঠিক
বাংলা এবং বাঙলা
বাংলা বর্ণ
নাসিক্য বর্ণ
অন্তস্থ বর্ণ
উষ্ম বর্ণ,
সন্ধিজাত শব্দ

Комментарии

Информация по комментариям в разработке