একজন গ্রেফতার হওয়া ব্যক্তির কী কী আইনগত অধিকার রয়েছে? || Advocate Habibur Rahman

Описание к видео একজন গ্রেফতার হওয়া ব্যক্তির কী কী আইনগত অধিকার রয়েছে? || Advocate Habibur Rahman

কোনো ব্যক্তি যেকোনো অভিযোগে গ্রেফতার হলে তিনি যাতে ন্যায়বিচার পান এবং কোনো ধরনের নির্যাতন বা হয়রানির শিকার না হন তার জন্য আইনি রক্ষাকবচ রয়েছে। একজন ব্যক্তি যত গর্হিত বা গুরুতর অভিযোগেই অভিযুক্ত হোক না কেন, আইন তাকে অনেকগুলো অধিকার দিয়েছে। তার মধ্যে অন্যতম সাংবিধানিক অধিকার হচ্ছে, কোনো ব্যক্তি নির্যাতনের শিকার হবে না এবং কাউকে নিজের বিপক্ষে স্বীকারোক্তি দিতে বাধ্য করা যাবে না। এছাড়াও গ্রেফতারের কারণ জানান, পরিবার বা আত্মীয়কে খবর দেওয়া, আইনজীবী নিয়োগ করার অধিকার দেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে।


#গ্রেফতার #অ্যারেস্ট #মামলা #আসামি #আইনজীবী #কোর্ট #আদালত #পুলিশ #রিমান্ড # ওয়ারেন্ট #সংবিধান #ফৌজাদারি_কার্যবিধি #পেনাল_কোড #দণ্ডবিধি

Комментарии

Информация по комментариям в разработке