নিঝুম দ্বীপ ভ্রমণ - Nijhum Dwip Sea Beach, Hatiya Island, Noakhali | Nijhum DreamLand Resort | CBR

Описание к видео নিঝুম দ্বীপ ভ্রমণ - Nijhum Dwip Sea Beach, Hatiya Island, Noakhali | Nijhum DreamLand Resort | CBR

Follow me on Facebook:   / wpbeans  
Facebook Page:   / dhakarichaka  
Follow me on Instagram:   / dhakar_chaka  
For Business Inquiries: [email protected]

গত ১৬ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে আমরা গিয়েছিলাম, নিঝুম দ্বীপ ট্যুরে ।
নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ । এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত।
আমরা ঢাকা থেকে বাইকে সরাসরি চলে যাই নোয়াখালীর চেয়ারম্যান ঘাটে, এই ঘাট থেকেই হাতিয়া ও নিঝুম দ্বীপের ট্রলার পাওয়া যায় । আমরা বাইক ট্রলারে তুলে নিয়ে সরাসরি চলে যাই নিঝুম দ্বীপের।চেয়ারম্যান ঘাট থেকে নিঝুম দ্বীপে সরাসরি যেতে ট্রলারে সময় লাগে সাড়ে পাঁচ থেকে ছয় ঘণ্টার মত । চাইলে হাতিয়া নেমেও বাইক চালিয়ে নিঝুম দ্বীপে যাওয়া যায়।
আমরা নিঝুম দ্বীপের বন্দর টিলা বাজারের নিঝুম ড্রিমল্যান্ড রিসোর্ট এ উঠি । আমরা বাইক নিয়ে নামার বাজারে যাই পরের দিন, নামার বাজার এর পাশেই আছে নিঝুম দ্বীপের সমুদ্র সৈকত। আমরা যখন নিঝুম দ্বীপের ছিলাম, তখন দ্বীপ প্রায় পুরোপুরি ফাঁকা ছিল । আমরা ছাড়া আর তেমন কোন পর্যটক ছিল না ।
আমরা সমুদ্র সৈকতে বাইক চালাই, অনেক ছবি তুলি ও ভিডিও ভ্লগ এর শুট করি ।
এর পরে বিকেলে চলে যাই নিঝুম দ্বীপের বনের ভেতরে হরিণ দেখতে । কিন্তু ভাগ্য আমাদের সহায় হয়নি, বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত বনের থাকার পরেও হরিণের দেখা পাইনি ।
নিঝুম দ্বীপে কোন বিদ্যুৎ নেই, হোটেল সোলার দিয়ে লাইট জ্বলে ও ফোন চার্জ দেয়া যায়। রবি & এরারটেল এর নেটওয়ার্ক ভালো পাওয়া যায় ।
যেহেতু দ্বীপে বিদ্যুৎ নেই, তাই এলাকার লোকজন সন্ধ্যার পরপরই ঘুমিয়ে পড়ে, বন্দর টিলা বাজারে আমরা রাত ৮.৩০ মিনিটে খেতে গিয়ে তেমন কিছুই পাইনি ।
নামার বাজারে অনেক থাকার হোটেল আছে, কিন্তু সব গুলোই বাজারের মধ্যে। যেহেতু এইখানে বাইক নিয়ে তেমন টুরিস্ট যায় না, তাই এই ব্যপারটা তাদের কাছে নতুন । গ্রামের সবাই ঘিরে ধরে, তাই একটু বিব্রত লাগে । এর জন্যেই আমারা নিঝুম ড্রিমল্যান্ড রিসোর্ট এ উঠি। এটি বাজার এর কোলাহল থেকে একটু দূরে নিরিবিলি পরিবেশে । তাছাড়া এইখানে বাইক পার্ক করার সুন্দর নিরাপদ জায়গা আছে, আর জায়গাটা দেখতেও খুব সুন্দর। রাতে বারবিকিও এর ব্যবস্থা আছে ।
নোয়াখালীর চেয়ারম্যান ঘাটে প্রচুর দালালে ভর্তি, তারা সবাই মিলে সিন্ডিকেট করে টুরিস্টদের ঝামেলায় ফেলে টাকা বেশি নিয়ে নেয়। তাছাড়া নিঝুম দ্বীপের নামার বাজারের খাবার হোটেল গুলোও টুরিস্টদের থেকে বেশি দাম নেয় খাবারের । এইসব নিয়ে আমার ভিডিওতে বিস্তারিত কথা বলবো ।
সবশেষে, নিঝুম দ্বীপ নিঃসন্দেহে অনেক সুন্দর জায়গা। অনেক কিছু দেখার আছে । সময় সুযোগ করে সবাই চেষ্টা করবেন একবার ঘুরে আসার ।

নিঝুম দ্বীপ ট্যুরের সম্পূর্ণ ভিডিও দেখা যাবে আমার ইউটিউব চ্যানেলে, আপনি যদি বাইক ট্যুরের ভিডিও পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
সবাইকে অনেক ধন্যবাদ ।

ট্যুরের খরচ ঃ
যাবার সময় নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে সরাসরি নিঝুম দ্বীপ পর্যন্ত ট্রলার ভাড়া বাইক উঠানো নামানোর খরচ সহ ৩ জনের ৩টি বাইকে খরচ হয়েছে ২৭০০ টাকা ( ৩ জনের ট্রলার ভাড়া সহ )। অবশ্যই দামাদামি করে নিবেন ।
নিঝুম ড্রিমল্যান্ড রিসোর্টে ২ দিনে থাকাতে প্রতি দিন ১২০০ করে ২৪০০ টাকা লেগেছে । ৩ জন থাকার জন্যে এক রুমে ৩ টি খাট ছিল । দামাদামি করে ১২০০ করে পেয়েছিলাম । আমার ভিডিওটির কথা ম্যানেজারকে বললে কিছু ডিস্কাউন্ট দিতে পারে ।
খাবার তেমন ভালো মানের হোটেল নেই এই দ্বীপে । যা আছে ওই খানে খাবার এর দাম ঢাকার নরমাল হোটেলের মতই। খাবার আগে অবশ্যই দামাদামি করে খাবেন।
ফেরার সময় নিঝুম দ্বীপ থেকে হাতিয়া খাল পাড় করতে ৩টি বাইক, ৩ জনের ভাড়া ও উঠা নামা টোটাল ৬০০ টাকা লেগেছিল ।
হাতিয়ার নলছিটা ঘাট থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত আসতে ট্রলারে ৩জন, ৩টি এবং উঠানো নামানো খরচ টোটাল ১৮০০ টাকা লেগেছিল । প্রচুর দামাদামি করতে হয়েছিল । স্থানীয় পুলিশ আমাদেরকে হেল্প করেছিল ট্রলার এর ভাড়া কমানোতে।

Music:
Song: VONS - Sunbeam (Vlog No Copyright Music)
Music provided by Vlog No Copyright Music.
Video Link:    • VONS  - Sunbeam (Vlog No Copyright Mu...  

#NijhumDwip #Hatiya #BikeLife

Комментарии

Информация по комментариям в разработке