এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সঠিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি? কোন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিটি সঠিক?
আলোচনা করছি আমি
ডা.মুশফিকুর রহমান
এম.বি.বি.এস (ঢাকা),সি.সি.জি.পি
correction for this video at 2.16 min- ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল কখন ব্যবহার করবেন?
উত্তরঃ যারা বাচ্চা নিতে চাচ্ছেন না, কিন্তু অনিরাপদ মেলামেশা হয়ে গেলে গর্ভে বাচ্চা আসার সম্ভাবনা থাকলে Emergency Contrraceptive pill ব্যবহার করতে পারবেন।
Tags: #birthcontrolpills #
Follow me on:
আজকের ভিডিওতে বলব জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে যে জন্ম নিয়ন্ত্রণের সঠিক পদ্ধতি কোনটি বা জন্ম নিয়ন্ত্রণের সঠিক পদ্ধতি সমূহ কি কি এবং জন্ম নিয়ন্ত্রণের জন্য কোন পিল ভাল বা ,birth control pills ভালো.এখন আসি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সমূহ পুরুষ নারী কি কি আছে।
জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সমূহঃ ১.স্থায়ী ২.অস্থায়ী
অস্থায়ী পদ্ধতিসমূহঃ
১. ব্যারিয়ার পদ্ধতি যেমন- কনডম, ডায়াফ্রাম
২. প্রাকৃতিক পদ্ধতি যেমন-মাসিকের হিসাব রেখে যৌনমিলন করা বা শুক্রাণু যোনির বাইরে ফেলা
৩. স্টেরয়েড কন্ট্রাসেপটিভ যেমন- পিল, ইনজেকশন, ইমপ্ল্যান্ট
৪. আইইউসিডি(IUCD)যেমন- কপার-টি
স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধ/জন্মনিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতিতিঃ পুরুষের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি/-vesectomy আর মহিলাদের জন্য tubectomy
এখন জন্মনিয়ন্ত্রণের সবচেয়ে ভাল পদ্ধতি কোনটি? বা best birth control methods কোনটি?
বিশ্বব্যাপী স্বীকৃত একটি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কনডম। এর সবচেয়ে সুবিধা হলো, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এ ছাড়া জন্মনিয়ন্ত্রণের পাশাপাশি এটি যৌনবাহিত সব রোগ প্রতিরোধ করে। সাফল্যের হার ৯৮ শতাংশ। মানে ২ শতাংশ ঝুঁকি থেকেই যায়। অনেক সময় এটি ফেটে যেতে পারে অথবা কারও কারও ক্ষ অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে। খাওয়ার পিল বর্তমানে ব্যবহৃত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়,বাজারে। কয়েক ধরনের পিল পাওয়া যায় যেমন- কম্বাইন্ড ওরাল পিল, মিনিপিল, ইমার্জেন্সি পিল ইত্যাদি
বাজারে পিলগুলোর সিংহভাগই কম্বাইন্ড পিল, যা ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন নামে দুটি হরমোনের মিশ্রণে তৈরি। এটি জন্মনিয়ন্ত্রণে ৯৯ দশমিক ৯ শতাংশ সাফল্য দেয় তার মানে সব থেকে সফল। পিলগুলো ২৮ টি ট্যাবলেটের পাতায় পাওয়া যায়, যার মধ্যে ২১টি থাকে সক্রিয় পিল ও ৭টি আয়রন পিল। মাসিকের প্রথম দিন থেকে শুরু করতে হয় ও টানা ২১ দিন খেতে হয়। তবে প্রথম দিন খেতে ভুলে গেলে পঞ্চম দিন পর্যন্ত যেকোনো দিন শুরু করা যেতে পারে। কেউ একদিন পিল খেতে ভুলে গেলে, তিনি পরেরদিন যখন মনে পড়বে তখনই খেয়ে নেবেন। তাহলে কোন কোন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ভালো এখান থেকে বলা যায় জন্মনিয়ন্ত্রণের সঠিক পদ্ধতি বা jonmo biroti koron poddhoti, হিসেবে জন্ম নিয়ন্ত্রণের ইনজেকশন এর থেকে birth control pills ভালো।
health tips-ATN News -health tips bangla,জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গুলো, ইসলামে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি-shaikh ahmadullah-জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়ার নিয়ম-DBC NEWS-tubectomy side effects in bangla,,জন্মনিয়ন্ত্রণের আধুনিক পদ্ধতি, এনএসভি,family planning,পুরুষের জন্য স্থায়ী পদ্ধতি এনএসভি,non scalpel vesectomy,vesectomy meaning in bengali,jonmo niyontron poddhoti,jonmo niyontron injection,সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি,জম্ম বিরতি করন পদ্ধতি,মহিলাদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি,tubectomy definition-Health Care Bangla-প্রাকৃতিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি,জন্মনিয়ন্ত্রণ,দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি-Goodie Life-স্বাস্থ্যসম্মত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি,জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়ার নিয়ম,জন্ম নিয়ন্ত্রণ ঔষধের নাম,জন্ম নিয়ন্ত্রনের উপায়,পুরুষদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি,নারীদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি,জন্ম নিয়ন্ত্রণ পিল নিয়ে ভুল ধারণা,
please subscribe my channel 'Dr Mushfiqur Rahman" and stay Healthy।
Информация по комментариям в разработке