বাংলাদেশের প্রথম পাঁচ তারকা হোটেল | ইন্টারকন্টিনেন্টাল ঢাকা || InterContinental Dhaka

Описание к видео বাংলাদেশের প্রথম পাঁচ তারকা হোটেল | ইন্টারকন্টিনেন্টাল ঢাকা || InterContinental Dhaka

ইন্টারকন্টিনেন্টাল থেকে ঢাকা শেরাটন।
ঢাকা শেরাটন থেকে রূপসী বাংলা।
রূপসী বাংলা থেকে ফের ইন্টারকন্টিনেন্টাল।
ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ছিল বাংলাদেশের প্রথম পাঁচ তারকা হোটেল। হোটেলটি চালু হয় ১৯৬৬ সালে ইন্টার-কন্টিনেন্টাল ঢেকা নামে যখন পূর্ব পাকিস্তান এর রাজধানীর নাম ছিল ঢেকা।এর স্থপতি ছিলেন উইলিয়াম বি.ট্যাবলার।
রমনার সবুজের পাশে আধুনিক স্থাপত্য ও ঐতিহ্যের নান্দনিকতার মিশেলে নবরূপে সজ্জিত এই হোটেলটিতে আছে ২০১টি প্রিমিয়াম ডিলাক্স রুম, ১০টি ডিলাক্স সুইট, ৫টি সুপিরিয়র সুইট, ৫টি ডিপ্লোমেটিক সুইট ও ৫টি প্রেসিডেন্সিয়াল সুইট। অতিথি সেবার জন্য আছে সুইমিংপুল, অনেকগুলো রেস্তোরাঁ ও ক্যাফে।

Комментарии

Информация по комментариям в разработке