হুমায়ূন আহমেদের নুহাশ পল্লী | নুহাশ পল্লী গাজীপুর | Nuhash Polli Gazipur| Humayun Ahmed|

Описание к видео হুমায়ূন আহমেদের নুহাশ পল্লী | নুহাশ পল্লী গাজীপুর | Nuhash Polli Gazipur| Humayun Ahmed|

হুমায়ূন আহমেদের নুহাশ পল্লী | নুহাশ পল্লী গাজীপুর | Nuhash Polli Gazipur| Humayun Ahmed| Banglar Jibon
একদিনেই কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নুহাশ পল্লী ভ্রমণ । Humayun Ahmed। Gazipur।
Nuhash Polli | নুহাশপল্লী ভ্রমন | হুমায়ূন আহমেদ | Humayun Ahmed | Gazipur
Nuhash Polli | Heart Touching World of Fantasy
#নুহাশপল্লী
#NuhashPolli
#humayunahmed
#হুমায়ূনআহমেদ

যেভাবে যাবেন:
নুহাশ পল্লীতে যেতে প্রথমে গাজীপুরের হোতাপাড়া বাস স্ট্যান্ডে আসতে হবে। ঢাকা থেকে প্রভাতি, বনশ্রী ইত্যাদি বেশ কিছু বাস সার্ভিস চলাচল করে। ঢাকা থেকে হোতাপাড়া যেতে বাসে চড়ার স্থানভেদে ভাড়া লাগবে ৫০ থেকে ৮০ টাকা। হোতাপাড়া বাস স্ট্যান্ড থেকে টেম্পো, রিকশা অথবা সিএনজিতে করে নুহাশ পল্লী যাওয়া যায়। টেম্পোর ভাড়া লাগবে ৪০ থেকে ৫০ টাকা। রিকশা ভাড়া লাগবে ৫০ থেকে ৬০ টাকা এবং সিএনজি ভাড়া লাগবে ১২০ থেকে ১৫০ টাকা। চাইলে নিজের ব্যাক্তিগত গাড়ি নিয়েও বেড়াতে যেতে পারবেন নুহাশ পল্লী।
নুহাশ পল্লীতে প্রবেশ মূল্য:
নুহাশ পল্লী ঢুকতে কোন পূর্ব অনুমতি লাগেনা। ২০০ টাকা এন্ট্রি ফি দিয়ে যে কেউ ঢুকতে পারে। ১০ বছরের নীচে বাচ্চাদের, ড্রাইভার এবং গাড়ি পার্ক এর জন্য কোন টাকা লাগেনা। হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করতে হলে কোন প্রবেশ ফি লাগেনা। কবর জিয়ারতের জন্য মূল গেইটের বাইরে বাম দিয়ে সমাধির জন্য আলাদা আরেকটি গেইট আছে যে কেউ সেই গেইট দিয়ে ঢুকে কবর জিয়ারত করতে পারবেন।
আশেপাশে দর্শনীয় স্থান:
নুহাশ পল্লীর খুব কাছেই বঙ্গবন্ধু সাফারি পার্ক। ঢাকা থেকে একদিনে নুহাশ পল্লী ঘুরে আসার পরিকল্পনা থাকলে এর সাথে বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকেও ঘুরে আসতে পারেন। যদিও সাফারি পার্ক পুরোটা ঘুরে দেখতে অনেক সময় লাগবে। তাই আপনি আপনার সময় অনুযায়ী নুহাশপল্লীর সাথে সাথে সাফারি পার্ক ঘুরে দেখার পরিকল্পনা সাজাতে পারেন। এছাড়া চলার পথে ইচ্ছে হলে ভাওয়াল জাতীয় উদ্যানে কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন।

Комментарии

Информация по комментариям в разработке