'তিন পাহাড়ের কোলে' - ব্যাখ্যা ও বিশ্লেষণ ( দশম শ্রেণী )

Описание к видео 'তিন পাহাড়ের কোলে' - ব্যাখ্যা ও বিশ্লেষণ ( দশম শ্রেণী )

তিন পাহাড়ের কোলে

শক্তি চট্টোপাধ্যায়


অন্ধকারে তিনপাহাড়ে ট্রেনের থেকে নেমে,
হাওয়াবিলাসী তিনজোড়া চোখ আটকে গেল ফ্রেমে।
জনমানববিহীন স্টেশন আকাশ ভরা তারায়,
এমন একটি দেশে আসলে সক্কলে পথ হারায়।

পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছেই,
ঝরনা, কাঁদড়, টিলা, পাথর বনভূমির কাছেই।
বনভূমির ওপারে কোন মনোভূমির দয়,
ঘুসুর ঘাসুর ফুসুর ফাসুর স্বপ্নে কথা কয়!

পুব আকাশে আস্তে-ধীরে আলোর ঘোমটা খোলে,
শক্ত সবুজ গাঁ ভেসেছে তিন পাহাড়ের কোলে।
সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব?
তিন পাহাড়ের নকশীকাঁথায় শিশুর কলরব।

Комментарии

Информация по комментариям в разработке