এই দুনিয়া মিছে মায়া ধোঁকাবাজির ঘর ।। Bangla Gojol ।। Rabiulla Somun

Описание к видео এই দুনিয়া মিছে মায়া ধোঁকাবাজির ঘর ।। Bangla Gojol ।। Rabiulla Somun

Bismillah Bolia Ami Suru Korlam Vai

বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করলাম ভাই
হাজার হাজার দরূদ পড়লাম সোনার মদীনায়।
সম্মানিত শ্রোতাদেরকে সালাম জানাই, দোস্ত হে-

এই দুনিয়া মিছে মায়া ধোঁকাবাজির ঘর
আপন আপন করছো যাদের তারা সবাই পর।
সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার কবর, দোস্ত হে-

অনেক কিছু করিয়াছো ফিকির করিয়া
বালাখানা, স্ত্রী-পুত্র সকলি ছাড়িয়া।
সময় হলে পরাণ পাখি যাইবে উড়িয়া, দোস্ত হে-

এই দুনিয়া জুড়ছে রে ভাই আনন্দেরই মেলা
সেই মেলাতে আইসা করছো কত রঙ্গের খেলা।
পশ্চিমে তাকাইয়া দেখো ডুইবা যায় তোর বেলা, দোস্ত হে-

ডুবে যাবে জীবন রবি আসবে না আর ভোর
সময় হলে সামনে এসে দাঁড়াইবে প্রাণচোর।
শূন্য খাঁচা ফেলে পাখি যাইবে অচিনপুর, দোস্ত হে-

বরই পাতা গরম জলে গোসল করাইয়া
আপন জনে দিবে সাদা কাপড় পড়াইয়া।
চারজনেতে লইয়া যাইবে কান্দিয়া কান্দিয়া, দোস্ত হে-

দলে দলে লোকজন আসবে জানাযার লাগিয়া
মাটির ঘরে নামাইবে জানাযা পড়াইয়া।
একা একা ফেলে আসবে কবরে রাখিয়া, দোস্ত হে-

কবরেতে রাখার পরে আসবে দুই ফেরেশতা
দুনিয়াতে কি করেছো করিবে জিজ্ঞাসা।
সঠিক উত্তর দিলে হবে শান্তি সুখের বাসা, দোস্ত হে-

উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই
সর্প এসে দংশন করবে হাদিসেতে পাই।
যে জায়গায় সাহায্য করার আপন কেহ নাই, দোস্ত হে-

এখনও তো সময় আছে হও না হুঁশিয়ার
দমে দমে জপো রে মন নামটি আল্লাহর।
এই নামের উসিলায় সেদিন হইয়া যাইবা পার, দোস্ত হে

ei duniya miche maya dhoka bajir ghor

Комментарии

Информация по комментариям в разработке