কেন বঞ্চিত হব চরণে - রজনীকান্ত সেন - Keno Bonchito Hobo Chorone

Описание к видео কেন বঞ্চিত হব চরণে - রজনীকান্ত সেন - Keno Bonchito Hobo Chorone

কান্তকবির এই সুবিখ্যাত গানটি কীর্তনাঙ্গের। যথারীতি শ্রীখোলবিহীন প্রয়াসে শ্রীক্ষুন্ন হল!

কেন বঞ্চিত হব চরণে?
আমি কত আশা করে বসে আছি
পাব জীবনে না হয় মরণে।

আহা! তাই যদি নাহি হবে গো
পাতকী-তারণ-তরীতে
তাপিত আতুরে তুলে না লবে গো!
হয়ে পথের ধূলায় অন্ধ
এসে দেখিব কি খেয়া বন্ধ
তবে পারে বসে ‘পার কর’ বলে
পাপী কেন ডাকে দীন-শরণে?

আমি শুনেছি হে তৃষাহারী
তুমি এনে দাও তারে প্রেমঅমৃত
তৃষিত যে চাহে বারি।
তুমি আপনা হইতে হও আপনার
যার কেহ নাই তুমি আছ তার,
একি সব মিছে কথা!
ভাবিতে যে ব্যথা
বড় বাজে প্রভু মরমে।

Комментарии

Информация по комментариям в разработке