ফলছে সব ধরনের ফল ফুল বন্ধু শুভজিতের ছাদ বাগানে/Rooftop garden overview /

Описание к видео ফলছে সব ধরনের ফল ফুল বন্ধু শুভজিতের ছাদ বাগানে/Rooftop garden overview /

#Thai_variety_fruit_garden #Rooftop_farming

আমরা এখন যারা ছাদ বাগান করি প্রত্যেককে চেষ্টা করি ছাদে বেশ কিছু ফল গাছ বসানোর জন্য এটা আমাদের প্রথম চেষ্টা থাকে এখন যারা বাগান করছি।
আর তার সাথে সাথে এমন কিছু গাছ থাকবে যদি ফুল দেবে কিন্তু বন্ধু শুভজিৎ এখানে সেটা করেনি। সে প্রত্যেকটা ফল গাছের সাথে সাথে যেমন অ্যাডেনিয়াম পাতাবাহার বেশ কিছু ভোগেন বিলিয়া কাঠ চাপা আরও আছে জবা।

তবে এই সবকিছুর পাশাপাশি সাথে আরও বেশ কিছু গাছ যুক্ত করা হয়েছে যেমন নতুন নতুন ফল গাছের সংগ্রহ আমাদের এখানে আমাদের ওয়েদারে যে সমস্ত ফল গাছগুলি সুন্দরভাবে ফল ফলছে সেগুলোই তার করার চেষ্টা প্রত্যেক মুহূর্তে।
তিন চার বছর আগে বাগান করা শুরু করলেও পুরোপুরি বাগান এখন থেকে তিনি করছেন লকডাউনের পর থেকে বাগানের নেশা বা বাগানের প্রতি যে ভালোবাসা সেটা আরো বাড়ছে বন্ধু শুভজিৎ নিজে এই বাগান করলেও তার বাড়ির সকলে তার সঙ্গে সঙ্গ দেয় সব সময় সর্বদা কখনো কখনো এই গাছগুলিকে জল দেওয়া। বন্ধুর মা সর্বদা সাহায্য করে বন্ধুকে সবসময়ের জন্য।

অবশ্যই বাড়ির প্রত্যেককে যদি একটু হেল্প করে এই সমস্ত বাগান গুলো করার জন্য তাহলে বাগানের চেহারা আরও অন্যরকম হয়ে যায় প্রতিনিয়ত।
আগামী দিনে এই বাগান আরো সুন্দর রূপ আমরা দেখতে পাবো আমরা এখন যে রূপ দেখলাম অবশ্যই রূপ চেঞ্জ হবে দুই তিন বছরের মধ্যেই গাছের সাইজ বাড়বে গাছের সংখ্যা বাড়বে তার সাথে সাথে পরিচর্যা করে এখন যে গাছগুলো আমরা দেখে গেলাম এদের রূপও অনেকটাই বদলে যাবে বহুবার এরকম ঘটনা ঘটেছে আমার সাথে লাস্ট দু বছরে।

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও গুলো দেখে যারা বাগান করে না তাদের কাছে একটু ভিডিও গুলো শেয়ার করুন না হলে তারা বাগান করার নেশা পাবে কোথা থেকে? আমরা যদি না তাদের মধ্যে নেশাটা ঢুকিয়ে দিতে পারি।

এছাড়া রোজ দুপুর একটা নতুন ভিডিও থাকে আপনাদের জন্য একটু ফলো করলে ভালো বাগান করা সব সময়ের জন্য সম্ভব।

Комментарии

Информация по комментариям в разработке