Joshoda Nacha to go ma. Indranil Datta.যশোদা নাচাতো গো মা। শ্রীকৃষ্ণকালী কীর্তন।🌺 ইন্দ্রনীল দত্ত।।

Описание к видео Joshoda Nacha to go ma. Indranil Datta.যশোদা নাচাতো গো মা। শ্রীকৃষ্ণকালী কীর্তন।🌺 ইন্দ্রনীল দত্ত।।

শ্রীকৃষ্ণ কালী কীর্তন।।
সঙ্গীত পরিচালনা : দেবজিৎ রায়।।
কন্ঠ : ইন্দ্রনীল দত্ত।।
গ্রাফিক্স : সৌম্যদীপ ভট্টাচার্য।।
পদ :
যশোদা নাচাতো গো মা বোলে নীলমনি,
সে রূপ লুকালে কোথায় করালবদনী?
একবার নাচো গো শ্যামা,
অসি ফেলে বাঁশী লয়ে একবার তুমি নাচো গো শ্যামা,
মুন্ডমালা ফেলে বনমালা লয়ে একবার তুমি নাচো গো শ্যামা,
এমনি তেমনি তেমনি করে একবার তুমি নাচো গো শ্যামা,
যেমন ব্রজ মাঝে নেচেছিলি
বাজা মা তোর মোহনবেনু,
যে বেনু রবে ধেনু ফিরাতিস,
ললিত বিভঙ্গ ঠামে ব্রজ মাঝে নেচেছিলি।।

গগনে বেলা বাড়িত প্রাণীর মন ব্যাকুল হত,
বলে ধরো ধরো ধরো ধরো রে গোপাল ক্ষীর সর নবনী,
আবার এলায়ে চাঁচর কেশ বেঁধে দিত বেনী।।

শ্রীদামের সঙ্গে নাচিতে ত্রিভঙ্গে,
আবার তাথৈয়া তাথৈয়া তাতা থৈয়া থৈয়া বাজত নুপুর ধ্বনি,
শুনতে পেয়ে আসতো ধেয়ে ব্রজের রমণী।।

Комментарии

Информация по комментариям в разработке