Startup Funding | ব্যবসার জন্য টাকা যোগার করবেন কিভাবে? । স্টার্টাপ ফান্ডিং

Описание к видео Startup Funding | ব্যবসার জন্য টাকা যোগার করবেন কিভাবে? । স্টার্টাপ ফান্ডিং

Startup Funding | ব্যবসার জন্য টাকা যোগার করবেন কিভাবে? । স্টার্টাপ ফান্ডিং

যে কোনো উদ্যোগে সর্বপ্রথম যেটা প্রয়োজন হয় তা হচ্ছে উদ্যোগ শুরু করার আইডিয়া। আইডিয়া বের করতে পারলে সেই আইডিয়া কাজে পরিণত করা হয় প্ল্যানিং এর মাধ্যমে। আর এই পুরো ব্যাপারটাকে সাপোর্ট দেয় ব্যবসার মূলধন।
আমাদের আশে পাশে এমন অনেক উদ্যোক্তা আছেন যাদের মাথায় বিজনেস আইডিয়া গিজগিজ করে কিন্তু মূলধনের অভাবে সেই আইডিয়া নিয়ে কাজ করতে পারেন না। আজকের পোস্ট সেইসব আইডিয়াবাজ উদ্যোক্তাদের জন্য। কিভাবে ব্যবসার মূলধন সংগ্রহ করে নিজের উদ্যোগ শুরু করা যায় তাই বলবো আজ।
🏵 উদ্যোগ ছোট হোক বা বড়, ক্ষেত্র বিশেষে এবং প্রয়োজন অনুপাতে উদ্যোগ সামনে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগে ফান্ডিং করা প্রয়োজন হয়। অর্থাৎ ব্যবসার স্কেলিং করতে হলে (বিজনেস স্কেলিং সম্পর্কে জানতে পোস্টের শেষের লিংকটি ক্লিক করুন) অনেক সময় উদ্যোগে ইনভেস্টর এনে বিজনেসে ফাইন্যান্স করেত হয়। এই বিজনেস ফাইন্যান্সই হচ্ছে বেসিক্যালি বিজনেস ফান্ডিং।
🏵 বিজনেস ফাইন্যান্সকে আমরা ২ ভাগে ভাগ করতে পারি।
🍁 Debt Finance বা ঋণ নিয়ে উদ্যোগ গ্রহণ
🍁 Equity Finance বা অংশীদারীর ভিত্তিতে উদ্যোগ গ্রহণ
🏵 Debt Finance বা ঋণ নিয়ে উদ্যোগ গ্রহণ
সহজ কথায় আপনার ব্যবসায়িক আইডিয়া উদ্যোগ হিসেবে পরিচালিত করতে আপনি লোন বা ঋণ নিয়ে আপনার উদ্যোগ শুরু করবেন। এখন নিজের উদ্যোগের জন্য লোন আপনি কোত্থেকে নিবেন?
🏵 Debt Finance এর উৎস
🍁 ব্যাংক
আপনার উদ্যোগের কথা জানিয়ে ব্যাংকে এপ্লিকেশনের মাধ্যমে যে কোনো ব্যাংক থেকে লোন নিয়ে আপনার উদ্যোগ শুরু করতে পারেন। সরকারী বা বেসরকারী ব্যাংক উদ্যোক্তাদের এধরনের লোন দিয়ে থাকে।
🍁 ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠান
ব্যাংক বহির্ভুত এমন অনেক আর্থিক প্রতিষ্ঠান আছে যারা উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার জন্য লোন দিয়ে থাকে। Bangladesh Finance and Investment Co., Ltd, Bangladesh Industrial Finance Co., Ltd ইত্যাদি আমাদের দেশের ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠান।
🍁 পরিবার ও বন্ধু
নিজের পরিবারের যে কোনো সদস্য বা নিজের বন্ধুর কাছ থেকে ঋণ নিয়ে আপনি নিজের উদ্যোগ শুরু করতে পারেন।
🍁 পণ্যের সোর্স
আপনার পণ্য যেই সোর্স থেকে সংগ্রহ করছেন সেই সোর্সের (ব্যক্তি) কাছ থেকে আপনি ধারে পণ্য নিয়ে এসে তা বিক্রির পর সোর্সকে তার পাওনা বুঝিয়ে দিতে পারেন।
🍁 সম্পত্তি বন্ধক রাখা
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আপনার স্থায়ী সম্পদ (জমি, বাড়ি, ফ্ল্যাট বা গাড়ি) বন্ধক রেখে ব্যবসার জন্য লোন নিতে পারেন।

🏵 Equity Finance বা অংশীদারীর ভিত্তিতে উদ্যোগ গ্রহণ
আপনার বিজনেস আইডিয়া আছে কিন্তু মূলধন নেই। সেক্ষেত্রে আপনি ইনভেস্টর নিয়ে বা উদ্যোগের জন্য পার্টনার নিতে পারেন। ব্যবসায় বিনিয়গের ভিত্তিতে বিভিন্ন অনুপাতে আপনি নিজের উদ্যোগের শেয়ার আপনার পার্টনারের কাছে বিক্রি করতে পারেন। তা হতে পারে ৮০/২০, ৭০/৩০, ৬০/৪০ বা ৫০/৫০% এ। আর যাই হোক, ৫০% এর বেশি শেয়ার নিশ্চয়ই আপনি বিক্রি করবেন না, তাই না? তবে অংশীদারীর ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করার সবচেয়ে ভালো দিক হচ্ছে নিজের পার্টনার বা শেয়ার হোল্ডোরের কাছ থেকে ব্যবসায়ীক সাপোর্টের পাশাপাশি মানসিক সাপোর্টও পেতে পারেন।
🏵 Equity Finance এর উৎস
🍁 পারসোনাল ফান্ডিং/বুটস্ট্র্যাপিং
আমরা অধিকাংশ নতুন উদ্যোক্তাই নিজেদের হাতখরচের টাকা বাঁচিয়ে নিজের উদ্যোগে ফাইন্যান্স করি। সহজে বলা যায়, নিজের জমানো টাকা থেকে নিজের উদ্যোগে ইনভেস্ট করাই হচ্ছে পারসোনাল ফান্ডিং। এটার আরেক নাম হচ্ছে বুটস্ট্র্যাপিং (Bootstrapping)। তবে নিজের সেভিং থেকে উদ্যোগে ততটুকুই ফান্ডিং করুন যতটুকু ক্ষতি হলে আপনি পুষিয়ে নিতে পারবেন।
🍁 Angel Investor
এঞ্জেল ইনভেস্টর হচ্ছে একক কোনো ধনী ব্যক্তি যিনি আপনার উদ্যোগে ১০-২০% শেয়ার কেনেন। এঞ্জেল ইনভেস্টররা বেশি রিস্ক নিতে চান না। এজন্য কম বিনিয়োগ করেন। এঞ্জেল ইনভেস্টর যে কেউ হতে পারে। আপনার পরিবারের কেউ, বন্ধু, পরিচিত/অপরিচিত যে কেউ হতে পারে।
🍁 Venture capital
বিভিন্ন দেশে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিজনেস ফার্ম আছে যারা সম্ভাবনাময় উদ্যোগে বিনিয়োগ করে থাকে। এরা Angel Investor দেয় তুলনায় বেশি রিস্ক নেয় এবং বেশি বিনিয়গ করে। ক্ষেত্র বিশেষে এরা আপনার উদ্যোগের প্রায় ৫০% শেয়ার কিনে নেয় আপনার কোম্পানীর অর্ধেকের মালিক হয়ে ওঠে। Venture Capitalist একজন হতে পারেন, কয়েকজনের একটা গ্রুপও হতে পারেন, আবার কোনো কোম্পানীও হতে পারে।
সাধারণত ভেঞ্চার ক্যাপিটালিস্টরা এঞ্জেল ইনভেস্টরের পরে বিনিয়গ করে। যখন আপনার উদ্যোগ মোটামুটি প্রফিট শুরু করে তখন তারা ইনভেস্ট করতে বেশি আগ্রহী হয়।
🍁 Crowdfunding
অধিক সংখ্যক মানুষ থেকে অল্প করে টাকা নিয়ে উদ্যোগের মূলধন যোগাড় করা হচ্ছে ক্রাউড ফান্ডিং। আপনার উদ্যোগের আইডিয়া এবং আইডিয়া নিয়ে কিভাবে কাজ করতে চান সেটি বিস্তারিত লিখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার পরিচিত/অপরিচিত মানুষদের কাছ থেকে আপনার উদ্যোগের জন্য অনুদান সংগ্রহ করতে পারেন।
🍁 সরকারী অনুদান
সরকার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিভিন্ন অনুদান দিয়ে থাকেন। আপনার উদ্যোগের সম্ভাব্যতা এবং গ্রহণযোগ্যতা যাচাই করে আপনাকে অনুদান দিয়ে সাহায্য করা হবে।
🍁 IPO (Initial Public Offering)
আপনার কোম্পানীর শেয়ার আপনি নিজ দেশের শেয়ার বাজারে উন্মুক্ত করে দিতে পারেন। সাধারণ মানুষরা আপনার কোম্পানীর শেয়ার কিনে আপনার ব্যবসার মূলধন যোগান দিবে। শেয়ার বাজার থেকে কোনো কোম্পানীর শেয়ার ক্রয় করাটাই আইপিও নামে পরিচিত।

© ডেসক্রিপশনের লেখাটি ফেসবুক থেকে সংগ্রহীত।

Комментарии

Информация по комментариям в разработке