১৫ মিনিটে সুনির্দিষ্ট প্রতিকার আইন শেষ করুন । সুনির্দিষ্ট প্রতিকার আইনের লাইভ ক্লাস ।

Описание к видео ১৫ মিনিটে সুনির্দিষ্ট প্রতিকার আইন শেষ করুন । সুনির্দিষ্ট প্রতিকার আইনের লাইভ ক্লাস ।

সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে বার কাউন্সিল পরীক্ষায় ১০ নম্বরের প্রশ্ন এসে থাকে। মাত্র ৫৭ টি ধারা সংবলিত (মাত্র ৫১ টি ধারা কার্যকর আছে) ছোট পরিসরের এই আইনটি বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে একারনে যে আইনটি ছোট ব্যাপ্তির বলে তুলনামূলক কম প্রচেষ্টায় আইনটিকে রপ্ত করা সম্ভব হয়। লেখাটিতে চেষ্টা করা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইন এর মূলভাব উপস্থাপন করতে ও পরীক্ষায় আসার উপযোগী বিষয়বস্তু বা তথ্যাবলির সারাংশ তুলে ধরতে। শেষের দিকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিভিন্ন মোকদ্দমা দায়েরের তামাদিকাল ও কোর্ট ফি একসাথে একত্রিত করে উল্লেখ করা হয়েছে যাতে সহজে মনে রাখা যায়। লেখাটিতে কিছু বিশেষ তথ্যাবলি সন্নিবেশিত করা হয়েছে। লেখাটিতে সবিস্তারে আলোচনা নেই এটি একটি সারসংক্ষেপ মাত্র যা সুনির্দিষ্ট প্রতিকার আইনের মূল বিষয়বস্তু সম্পর্কে ধারণা অর্জনে ও পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য সহজে মনে রাখতে সহায়ক হবে। বিগত বার ও বিজেএস পরীক্ষায় কোন ধারা থেকে কতটি প্রশ্ন এসেছে তার একটি তালিকা এবং বিগত পরীক্ষাগুলোতে প্রশ্ন না আসলেও যেসকল ধারাগুলো পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ সেগুলো উল্লেখপূর্বক একটি ফটো চার্ট লেখাটির শেষে যুক্ত করা হয়েছে।

সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ সালে প্রণীত একটি তত্বগত আইন (Substantive law)। মনে রাখা ভাল যে বার কাউন্সিল পরীক্ষার সিলেবাসে থাকা আইনগুলোর মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং দন্ডবিধি হলো তত্বগত আইন (Substantive law) বাকীগুলো হলো পদ্ধতিগত আইন (Procedural law)।


#১৫_মিনিটে_সুনির্দিষ্ট_প্রতিকার_আইন_শেষ_করুন
#সুনির্দিষ্ট_প্রতিকার_আইনের_লাইভ_ক্লাস
#The_Specific_Relief_Act_1877

Комментарии

Информация по комментариям в разработке