পান বাজারজাতকরণ পদ্ধতি,বরিশাল।
১.দেশী জাতঃ সাধারনত বাংলা, মিঠা, সাচি, কর্পূরী, গ্যাচ, নাতিয়াবাসুত, উজানী, মাঘি, দেশী, বরিশাল ও ঝালি প্রভৃতি জাতের পান বরজে চাষ করা হয়
২. উপযোগী জমি ও মাটিঃ পান চাষের জন্য দরকার উঁচু, বন্যামুক্ত, বেলে দোআঁশ বা এটেল দোআঁশযুক্ত জমি। (ছায়াযুক্ত নাতিশীতোষ্ণ আবহাওয়া পান চাষের জন্য ভাল)।
৩. বীজঃ
বীজের হারঃ কাটিং সামান্য কাৎ করে (৪৫ ডিগ্রী) অর্ধেক অংশ মাটির ভেতর এবং বাকি অংশ চোখ বা মুকুল মাটির ওপর রাখা হয়। দ্বিসারি পদ্ধতিতে ৩-৬ ইঞ্চি লম্বা কাটিং লাগে শতক প্রতি ৪০০-৫০০ টি।
৪. জমি তৈরীঃ
জমি চাষঃ জমিকে আগাছামুক্ত, সমতল ও উঁচু করে তৈরি করে প্রতি ৬০ সে.মি পর পর ২০ সে.মি চওড়া করে নালা তৈরি করে নিতে হয়। বরোজের বাইরে একটি বড় নিকাশ নালার সাথে ছোট নালাগুলোকে যুক্ত করে দিতে হয়।
৫. বপন ও রোপন এর পদ্ধতিঃ
বপন ও রোপন এর সময়ঃ সাধারণত বর্ষাকাল বা আষাঢ় মাস চারা লাগানোর উপযুক্ত সময়।
রোপনঃ বরোজের ভেতরে চারিদিকে ২৫ ইঞ্চি চওড়া রাস্তা রাখতে হয়। প্রতিটি বেড ৫০ ইঞ্চি চওড়া করে তৈরি করে নেয়া দরকার। প্রতিটি বেডে দুই লাইনে চারা রোপণ করতে হয়। একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব ১২-১৫ ইঞ্চি রাখতে হয়। আবার প্রতি দুই বেডের মাঝখানে ১২ ইঞ্চি নালা রাখা দরকার।
৬. সার ব্যবস্থাপনাঃ
সারের নামঃ তিলের খৈল বা নিম তৈল, টিএসপি, এমওপি, ইউরিয়া ও এসএসপি।
সার প্রয়োগের সময়ঃ প্রাথমিক ভাবে জমি তৈরির সময় শেষ চাষের পর মাটিতে একর প্রতি ২০০ কেজি তিলের খৈল বা নিম তৈল, ৪০ কেজি টিএসপি ও ৬০ কেজি এমওপি সার মিশিয়ে দেয়া দরকার। পরবর্তিতে প্রতি শতক জমির জন্য খৈল ২০ কেজি, ২.৫ কেজি এসএসপি, ৬০০ গ্রাম এমওপি এবং ১.৮ কেজি ইউরিয়া সার সমান চার ভাগ করে বছরে ৪ বার জমিতে প্রয়োগ করতে হয়।
৭. আগাছা দমনঃ
সময়ঃ কাটিং এর গোড়ার আস পাশে আগছা হলে, আগাছা পরিষ্কার করতে হবে।
দমন পদ্ধতিঃ ছোট কোদাল/নীড়ানির সাহায্যে আগাছা পরিষ্কার করা যেতে পারে।
৮. সেচ ব্যবস্থাঃসেচের সময়ঃ পরিমিত পানি / সেচ দিতে হবে এবং চারা রোপণের পর ঝাঝরি দিয়ে হালকা সেচ দিতে হবে।
নিষ্কাশনঃ বেশি পানি তাকলে তা বের করে দিতে হবে।
Related Tag:
পান চাষ পদ্ধতি,পান চাষের পদ্ধতি,পান চাষে করনীয়,আধুনিক পদ্ধতিতে পান চাষ,পানের রোগ,রাজশাহীর পান,পানের ফলন,পানের কান্ড পচা রোগ,পানের সার,পানের বীজ,পান পাতা বড় করার উপায়,পাতা পাতা বড় করার পদ্ধতি,পানের রোগ দন,পানের পোকা,পানের পরিচর্যা,পানের কান্ড পঁচা,পানের গাছ পঁচা,পান গাছ মরে যায়,পানের রোগ নির্নয়,মিষ্টি পানের চাষ,এলসি পান চাষ,পান চাষের আধুনিক পদ্ধতি,পান গাছ মোটা করার উপায়,পান পাতা ঝাঝরা পোকা,পানের ঔষধ,পানে চুন দেয়া,পানের সাদা রোগ,অল্প খরচে পানের বিভিন্ন পচাঁ রোগের প্রতিকার,পানের পাতাপচাঁ,পানের গিটপচাঁ,পানের কান্ডপচাঁ,পানের শিকড়পচাঁ,পনের বিভিন্ন রোগের সমাধান,পানের পচন রোগ,পানের পচা রোগ দমনের উপায়,পানের ছত্রাকজনিক রোগ দমন,পানের জৈব বালাইনাশক প্রয়োগ,পানের পচা রোগ দমন পদ্ধতি,পান পচা রোগ দমন,পানের লতি পচা,পান পচা রোগ দমনের কৌশল,কিভাবে পান পচা রোগ দমন করবেন,সম্পুর্ণ জৈব পদ্ধতিতে পানের রোগ দমন,পচা রোগ দমনের উপায়,পানের রোগ দমনের সম্পুর্ণ কৌশল,পানের পচা রোগ দমনের আধুনিক কৌশল,পানের পচা রোগ।
Copyright Disclaimer :
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
Информация по комментариям в разработке