ঠিকানা রিসোর্ট ঢাকার কাছে বেড়ানোর জায়গা At Beraid Beautiful Views & Great Food in Bangladesh
ঢাকায় রূপকথার মতই এক রিসোর্ট | Thikana Day Outers | Thikana Resort | Best Restaurant in Dhaka City | Hello Travelers
#ThikanaDayOuters #100feet #thikanaresort #upliftbangladesh
ঠিকানা ডে আউটার্সের এড্রেসঃ
১০০ ফিট,
মাদানি এভিনিউ,
বড় বেরাইদ, বাড্ডা,
ঢাকা।
.
গুগল ম্যাপঃ
https://goo.gl/maps/uY8miN2n1VV3okGd6
Keywords: thikana, thikana restaurant, thikana resort, thikana day outers, thikana day long tour restaurant, khan kitchen, khans kitchen, long tour, thikana restaurant location, resort near dhaka, 100 feet, 300 feet, ঠিকানা, ঠিকানা রেষ্টুরেন্ট, ১০০ ফিট, ঠিকানা রিসোর্ট
Thanks For Watching
দেখার জন্য ধন্যবাদ.
সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে অনেকে আমরা দূর-দূরান্তে পাড়ি দেই- কিন্তু আজ বলছি এমন এক ডে আউটার্সের কথা যেখানে বসেই দেখতে পাবেন সূর্যোদয়, সূর্যাস্ত ও ভরা পূর্ণিমা একসঙ্গে। আর সেটা যদি হয় গুলশান বনানী বা বারিধারা থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে তাহলে তো আর কথাই নেই। বর্তমান বেশিরভাগ রিসোর্ট বা যে আউটিং গড়ে উঠেছে গাজীপুরকেন্দ্রিক, যার ফলে সেখানে যেতে আসতে রাস্তার যানজটের কারণে আপনার দিন ফুরিয়ে যায়, আর এসব মাথায় রেখে গড়ে তোলা হয়েছে ‘ঠিকানা’। ঢাকার নতুন বাজার থেকে মাদানী এভিনিউ ১০০ ফিট হয়ে একটু ডানে মোড় নিলেই বেরাইদে বালু নদীর তীর ঘেঁষে এ ঠিকানা ডে আউটার্সের অবস্থান, শুধু ঠিকানা বললে ভুল হবে- বলতে হবে সূর্যোদয়, সূর্যাস্ত, খোলা মাঠ, সবুজ ধান ক্ষেত ও গ্রামীণ পরিবেশে চিরসবুজের ঠিকানা।
ঠিকানা ডে আউটার্স তৈরি করা হয়েছে দেশীয় ঐতিহ্যবাহী কাঠের বাড়ির নান্দনিক কারুকার্য সমৃদ্ধ করে। ঠিকানার পারিপার্শ্বিক সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে- মনে হবে যেন শুধু গ্রামীণ পরিবেশ নয় চির সবুজের গ্রামে রয়েছেন। স্বল্প সময়ের মধ্যে ঢাকা শহরবাসী পরিবার ও কর্পোরেট হাউসগুলোর সর্বাধিক পছন্দের জায়গাতে রূপ নিয়েছে এ ঠিকানা ডে আউটার্স। ঠিকানার সম্মুখে রয়েছে আম বাগান ও সবুজ ঘাসের চাদরে মোড়া মাঠ, চাইলে আপনার বাচ্চারা খেলাধুলা করে মিষ্টি সময় কাটাতে পারবে এ গ্রামীণ পরিবেশে। নিয়ম অনুযায়ী অগ্রিম টেবিল বুকিং করে পছন্দমতো খাবার খেতে আসতে পারবেন এ ঠিকানায়। এখানের খাবারের তালিকার রয়েছে দেশীয় নানা রকমের পিঠার আয়োজন। আপনি দেখতে পাবেন গ্রামীণ মাটির চুলায় পিঠা তৈরি প্রণালী- চাইলে চুলার পাশে কুঁড়েঘরে বসে খেতে পারবেন গরম গরম পিঠা, এছাড়া ঠিকানার নিজস্ব ক্ষেতে চাষ করা শাকসবজি ও মাছ খাওয়ার সুযোগ তো থাকছেই।
ঠিকানায় প্রবেশের মূল ফটক থেকে শুরু করে পুরোটাজুড়ে খুঁজে পাবেন গ্রামীণ শৈল্পিক ছোঁয়া, আকাশ ও প্রকৃতির নানা সময়ে নানা রং ও রূপ। আপনি হয়তোবা আপনার ছেলেবেলার দিনগুলোতে অনায়াসে হারিয়ে যাবেন এ ঠিকানায়। যারা পিঠা খেতে ভালোবাসেন তাদের জন্য সকাল ৬টা থেকে খুলে যায় ঠিকানার রান্নাঘর- গ্রামের বৌ-ঝিরা পিঠা বানাতে শুরু করেন। বুকিং করে পিঠার ফরমাইশ দিয়ে চলে যেতে পারেন ঠিকানায়। ভোর ৬টা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত ঠিকানাতে আসতে ও অবস্থান করতে পারবেন। বন্ধুদের সঙ্গে মিলে পিঠা ছাড়া সকালের নাস্তাও করতে পারবেন এ ঠিকানায়। আপনার যদি ধারণা হয়ে থাকে ঠিকানাতে শুধু দেশীয় খাবার পাওয়া যাবে তাহলে ভুল করবেন, ঠিকানাতে দেশীয় খাবারের পাশাপাশি পাওয়া যাবে উন্নত দেশগুলোর নামি-দামি সব খাবার ও কাবাবের সমারোহ। ঠিকানাতে রয়েছে উন্নতমানের কফিশপ যেখানে সুদূর ব্রাজিল থেকে বিন এনে কফি তৈরি করা হয়। সর্বোপরি বলা চলে যে ঠিকানা আপনার পরিবার বা প্রিয়জনের সঙ্গে কাটানোর মতো এমন এক জায়গা যেখানে আপনি পাবেন আপনার পছন্দমতো খাবারের স্বাদ নেয়ার সুযোগ। পরিবার অথবা অফিসের- গেট টুগেদার, পিকনিক, কনফারেন্স, গায়ে হলুদ, বিবাহ, জন্মদিনের আয়োজন করতে ০১৭২৬৬৬৬৬৬৩ নম্বরে কল করে চলে যেতে পারবেন ঠিকানায়।
ঠিকানার ভেতরে একই সঙ্গে ৪০০ জনের যে কোনো আয়োজন করতে পারবেন আপনি। এছাড়া ঠিকানার মাঠেও আপনি করতে পারবেন আরও হাজারখানেক লোকের যে কোনো আয়োজন। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা।
Thikana resort,thikana day outers,thikana day long tour restaurant,day long tour near Dhaka,well decorated restaurant,premium resort,beautiful resort,thikana restaurant location,resort near Dhaka,100 feet,300 feet,ঠিকানা,ঠিকানা রেষ্টুরেন্ট,১০০ ফিট,ঠিকানা রিসোর্ট,thikana restaurant food review,ঠিকানা রিসোর্ট বেরাইদ,ঠিকানা রিসোর্ট ঢাকা,thikana day outers dhaka bangladesh,thikana
#thikana #ঠিকানা
Информация по комментариям в разработке