শায়খ আহামাদুল্লাহ ওয়াজ।বাংলা ওয়াজ ২০২২। Islamic Pathshala Officials 111

Описание к видео শায়খ আহামাদুল্লাহ ওয়াজ।বাংলা ওয়াজ ২০২২। Islamic Pathshala Officials 111

উম্মুল কোরআন তথা কোরআন-জননী খ্যাত সুরা ফাতিহা মহান আল্লাহর এক অমিয় নিদর্শন। ৩০ পারা ও ১১৪টি সুরাবিশিষ্ট পবিত্র কোরআনের সূচনা হয়েছে সুরা ফাতিহার মাধ্যমে; ঐশী মর্যাদা ও গুরুত্বের দিক থেকে যা অনন্য বৈশিষ্ট্যের ধারক। আল কোরআনের এই প্রথম পূর্ণাঙ্গ সুরায় রয়েছে ৭টি আয়াত, একটি রুকু, ২৫ শব্দ ও ১১৩ বর্ণের সমাহার। মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনুল কারিমের প্রাথমিক দিককার সুরাগুলোর অন্যতম এটি। শুধু সুরা আলাক, সুরা মুয্‌যাম্মিল ও সুরা মুদ্দাস্‌সিরের বিক্ষিপ্ত কয়েকটি আয়াত বাদে কোরআন নাজিলের ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গ সুরা হিসেবে সুরা ফাতিহা-ই স্বীকৃতি লাভ করেছে; সে কারণেই একে 'ফাতিহাতিল কিতাব' তথা কোরআনের ভূমিকা অভিধায় ভূষিত করা হয়েছে। বুখারি শরিফের ভাষ্যমতে, তাওরাত, যবুর, ইঞ্জিল, কোরআনসহ যাবতীয় ঐশী গ্রন্থ ও সহিফায় (ছোট পুস্তিকা) সুরা ফাতিহার সমতুল্য আর কোনো সুরা কখনোই অবতীর্ণ হয়নি। সুরা ফাতিহা আল্লাহ-প্রদত্ত এমন এক নূর, যা এর আগে অন্য কোনো নবীকে প্রদান করা হয়নি; একে সব রোগের প্রতিষেধক হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে। সুরাটি গোটা কোরআনের সারনির্যাস। এতে যা বলা হয়েছে পুরো কোরআন কারিমে তারই ব্যাখ্যা-বিশ্নেষণ প্রদত্ত হয়েছে। অন্য কথায়, সমগ্র কোরআনের ইলম এই সুরায় সন্নিবেশিত এবং এই সুরার মধ্য দিয়েই পবিত্র কোরআন সংকলনের মহান কর্মপ্রক্রিয়ারও উদ্বোধন করা হয়েছে। এখানেই সুরাতুল ফাতিহার মাহাত্ম্য, তাৎপর্য, গুরুত্ব ও মর্যাদা নিহিত।

আল কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন- 'ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযিম'। অর্থাৎ আমি অবশ্যই আপনাকে সাতটি বারবার পঠিতব্য আয়াত (সুরা ফাতিহা) এবং মহান কোরআন দিয়েছি (১৫ :৭৮)। সুরা ফাতিহাকে বারবার পঠিতব্য সাত আয়াত এ জন্য বলা হয়েছে, প্রতি রাকাত নামাজেই এটি পাঠ করতে হয়। রাসুলে কারিম (সা.) বলেছেন- 'লা সালাতা লিমান লাম য়াকরাউ বিফাতিহাতিল কিতাব'। অর্থাৎ যে ব্যক্তি নামাজে সুরা ফাতিহা পাঠ করবে না, তার নামাজ সিদ্ধ হবে না। অন্যত্র বলা হয়েছে- 'লা তুজযি সালাতা লা য়ুকরাউ ফিহা বিফাতিহাতিল কিতাব'। অর্থাৎ সেই নামাজে কোনো প্রতিদান নেই, যাতে সুরা ফাতিহা পাঠ করা হবে না। এমনকি বলা হয়েছে- 'লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব'। অর্থাৎ সুরা ফাতিহা ব্যতিরেকে কোনো নামাজই নেই। ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ নামাজ আদায় ও নামাজের বৈধতার প্রশ্নে সুরা ফাতিহাকে অবধারিত করে দেওয়ার মাধ্যমেই অতুলনীয় মর্যাদার অধিকারী এ সুরার সর্বাধিক গুরুত্ব উপলব্ধি করা যায়। আল বেদায়া ওয়ান নেহায়া সূত্রে বলা যায়- অভিশপ্ত শয়তান চারবার ক্রন্দন করেছিল। প্রথমত, হজরত আদমকে (আ.) সেজদা না দেওয়ায় আল্লাহর লানত-প্রাপ্তির সময়; দ্বিতীয়ত, বেহেশত থেকে তাকে বিতাড়িত করার সময়; তৃতীয়ত, মহানবীর (সা.) আগমন দিবসে এবং চতুর্থত, সুরা ফাতিহা নাজিল হওয়ার সময়ে। রাসুলে আকরাম (সা.) এ সুরার সাত আয়াতের গুরুত্ব বর্ণনায় বলেন- 'যে ব্যক্তি সুরা ফাতিহার সাতটি আয়াতের ওপর আমল করবে, আল্লাহপাক তার জন্য জাহান্নামের সাতটি দরজা চিরতরে বন্ধ রেখে দেবেন।' মহানবী (সা.) বলেছেন- 'আস্‌ সালাতু মিফতাহুল জান্নাত'। অর্থাৎ নামাজ হলো বেহেশতের চাবি। আর মহান আল্লাহ নামাজের চাবি রক্ষিত রেখেছেন তাঁর প্রিয় হাবিবের হাতে। তাই তো নবীজি ইরশাদ করেছেন- 'সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি'। অর্থাৎ নামাজ আদায় কর সেভাবে, যেভাবে আমাকে আদায় করতে দেখেছ। তাই রাসুল (সা.) প্রদর্শিত নির্দেশনা ও পদ্ধতির বাইরে ভিন্ন পন্থায় নামাজ আদায় করলে তা কখনোই ফলদায়ক হবে না। মহানবীর (সা.) নামাজ সংক্রান্ত অন্যতম প্রধান নির্দেশনাই হলো সুরা ফাতিহা পাঠ করা, যা নামাজ কবুল ও সিদ্ধ হওয়ার পূর্বশর্ত বটে।

সুরা ফাতিহার শুরুতে মহান আল্লাহর প্রশংসা ও পরিচয় প্রদান করা হয়েছে। 'আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন'। অর্থাৎ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য নিবেদিত, যিনি জগতের পালনকর্তা। আয়াতে আল্লাহপাক তাঁর পরিচয় দিতে গিয়ে নিজেকে 'রব' বলে অভিহিত করেছেন। 'রব'-এর অনেক সংজ্ঞা রয়েছে। সব সংজ্ঞার সারনির্যাস এক বাক্যে এমনটি দাঁড়ায়- সমগ্র সৃষ্টির যা কিছুর প্রয়োজন, সমস্ত কিছুর যিনি করেছেন আয়োজন, তাঁকেই বলে 'রব'। সেই 'রব'-এর অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো, তিনি সর্বোচ্চ দয়ালু, সর্বদাই তাঁর দয়ার হাত সম্প্রসারিত। তিনি বিচার দিবসের মালিক। আর সে কারণেই আমরা কেবল তাঁরই দাসত্ব করি এবং শুধু তাঁর সাহায্যেরই মুখাপেক্ষী। সুতরাং তিনি যেন আমাদের সরল-সহজ ও সঠিক পথের নির্দেশনা প্রদান করেন। যেসব পুণ্যার্থী মহান রবের অনুগ্রহ, কল্যাণ ও স্বাচ্ছন্দ্য লাভে সমর্থ হয়েছেন, তাঁদেরই পথে যেন আমরা পরিচালিত হতে পারি। আর যেসব মানুষ আল্লাহর গজবে নিপতিত ও পথভ্রষ্ট, তাদের পথ থেকে যেন বিরত থাকতে পারি; উল্লিখিত সমুদয় প্রার্থনা যেন মহান আল্লাহ কবুল করেন।


Please Follow in Facebook

Facebook link https://www.facebook.com/profile.php?...,

Please Subscribe my YouTube channel


Thank you For
watching This video




#IslamicPathshalaofficials
#BanglaWaz
#বাংলা_ওয়াজ_মাহফিল

Комментарии

Информация по комментариям в разработке