আকিদা সঠিক না হলে জাহান্নাম ছাড়া উপায় নেই
(1)আল্লাহ আরশের উপর আছেন,
তার ক্ষমতা সব জায়গায় বিরাজমান,
তিনি দেখেন শুনেন, সবকিছুর মালিক তিনি
আল্লাহ সব জায়গায় বিরাজমান বলা যাবে না, যদি বলেন কুফরি হবে,
তার ক্ষমতা সব জায়গায় বিরাজমান,
(2) তিনি দুনিয়ার কারো সাথে কথা বলেন না এবং আল্লাহকে কেউ দেখে না
(3) আল্লাহর আকার আছে তিনি নিরাকার নন, কোনো কিছুই তার মত নয়, তিনি কেমন তা আমরা জানি না আল্লাহ আল্লাহর মতই,
(4) আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না,
সে নবী, রাসূল, আউলিয়া, বুজুর্গানে কেরাম যেই হোক আল্লাহ একমাত্র আলিমুল গায়েব,
(5) আল্লাহকে ডাকতে কোনো মাধ্যম লাগে না
(6) আল্লাহই সকল ক্ষমতার শক্তির উৎস, জনগণ ক্ষমতার উৎস নয় এবং অন্য কেহ নই
(7) একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে
(8) আল্লাহ একমাত্র সাহায্যকারী, তিনি গরিবে নেয়াজ তিনি বিপদ থেকে উদ্ধারকারী গাউসুল আজম,
(9) সেজদার মালিক একমাত্র আল্লাহা তায়ালা
(10) পীর সুফি আল্লাহর প্রিয় হওয়ার মাধ্যম নয়,
ইসলামে পীর মুরিদির স্থান নেই
(11) কিয়ামত দিবসে আল্লাহর পূর্ব নির্ধারিত ব্যক্তিগন ছাড়া অন্য কেউ সুপারিশ করতে পারবে না
(12) সঠিক সিদ্ধান্ত দিবেন একমাত্র আল্লাহ ও তার রাসূল (সা)
13) ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোন ধর্ম গ্রহনযোগ্য নয়
(14) মুহাম্মদ (সা) মানুষ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাটির তৈরী ছিলেন,
তিনি অসাধারণ মানুষ ছিলেন, তার সাথে অন্য কোনো মানুষের তুলনা হয় না,
সমস্ত নবী রাসুল মাটির তৈরি ছিলেন,
সুরা রহমান আয়াত14
সুরা আত ত্বহা আয়াত 55
(15) সাহাবীগনের সমালোচনা করা হারাম
(16) মেরাজ নবিজির স্ব-শরীরে হয়েছে, তিনি আল্লাহকে দেখেন নি,
তিনি কথা বলছেন পর্দার বাহির থেকে সরাসরি,
(17) মুসা (আ:) আল্লাহকে দেখেনি,
(18) কোন পীর পির নয় সব পীর ভন্ড এগুলো শিয়া তন্ত্র, ইসলামে পীর মুরিদির স্থান নেই
(19) আমাদের মানহাজ হতে হবে
সালাফী মানহাজ,,
নবীর সাহাবীরা তাবেইন তাবে-তাবেইন যেভাবে কোরআন হাদিস মেনেছেন তেমনি মানার চেষ্টা করতে হবে,
কোন ইমামের মত আল্লাহ ও তার রাসূলের মতের বিরুদ্ধে গেলে তা গ্রহণ করা যাবেনা,
(20) আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, হযরত মুহাম্মদ (সা:) আল্লাহর বান্দা এবং রাসুল, মুসলিম আমার পরিচয়,
Информация по комментариям в разработке