আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান-২০২৪

Описание к видео আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান-২০২৪

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান পরীক্ষার তারিখ ৩১ মে ২০২৪
Question PDF Link: https://drive.google.com/file/d/1MGun...
সকল চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য: WhatsApp: 01735778503
আমাদের Facebook Page: https://www.facebook.com/profile.php?...
আমাদের Facebook Group :   / 822928402412283  
আমাদের Facebook Page: https://www.facebook.com/profile.php?...
আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট
পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
সময়: ১.৩০ ঘন্টা, পূর্ণমান: ৭০, পরীক্ষার তারিখ: ৩১ মে ২০২৪ খ্রি.
বাংলা-২০
(১) সন্ধি বিচ্ছেদ করুন:
(ক) শুদ্ধোদন = শুদ্ধ+ওদন
(খ) উদ্বন্ধন = উৎ+বন্ধর
(গ) পুনরাবৃত্তি = পুনঃ+আবৃত্তি
(ঘ) দুষ্পাচ্য = দুঃ+পাচ্য
(ঙ) ভূর্ধ্ব = ভূ+ঊর্ধ্ব
(২) এক কথায় প্রকাশ করুন:
(ক) যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি
(গ) যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না = অজ্ঞাতকুলশীল
(ঘ) যে নারী নিজে বর বরণ করে নেয়। = স্বয়ংবরা
(খ) যে বিষয়ে কোন বিতর্ক নেই = অবিসংবাদী
(ঙ) আপনাকে যে পণ্ডিত মনে করে = পণ্ডিতম্মন্য
(৩) অর্থসহ বাক্য গঠন করুন:
(ক) গোঁয়ার গোবিন্দ (কাণ্ডজ্ঞানহীন) তোমার মত গোঁয়ার গোবিন্দ মানুষ আমি আর দেখিনি।
(ঘ) মন না মতি (অস্থিরতা) সব বিষয়ে মন না মতি হলে কোন সফলতা আসবে না।
(খ) এক ক্ষুরে মাথা মুড়ানো (একই স্বভাবের): ভবেশ আর রমেশ এক ক্ষুরে মাথা মুড়ানো লোক।
(ঙ) মনিকাঞ্চন যোগ (উপযুক্ত মিলন): রীতা ও মিতার একদম মনিকাঞ্চন যোগ।
(গ) তামার বিষ (অর্থের কু-প্রভাব) তামার বিষে অনেক ছেলেমেয়ে নষ্ট হয়ে যায়।
(৪) সংক্ষেপে লিখুন: "ছয় দফা আন্দোলন"
ছয় দফা আন্দোলন (Six points Movement)
১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষার দবি সংবলিত একটি কর্মসূচী ঘোষণা করেন। যা ইতিহাসে ছয় দফা নামে পরিচিত। ২১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর নামে “আমাদের বাঁচার দাবী” নামে একটি পুস্তিকা আকারে প্রকাশিত হয়। পরবর্তীতে ২৩ মার্চ ১৯৬৬ সালে ছয় দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে রচিত ছয় দফা কর্মসূচীর দফা সমূহ নিম্নরূপ।
১. ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করতঃ পাকিস্থানকে একটি সত্যিকারের ফেডারেশনরূপে গড়িতে হইবে। তাহাতে পার্লামেন্টারি পদ্ধতির সরকার থাকিবে। সকল নির্বাচন সর্বজনীন প্রাপ্তবয়স্কদের সরাসরি ভোটে অনুষ্ঠিত হবে। আইনসভাসমূহের সার্বভৌমত্ব থাকবে।
২. ফেডারেশন সরকারের এখতিয়ারে কেবল দেশরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক এই দুইটি বিষয় থাকিবে। অবশিষ্ট সমস্ত বিষয় স্টেটসমূহের হাতে থাকবে।
৩. ক) পূর্ব ও পশ্চিম পাকিস্থানের জন্য দুইটি পৃথক অথচ বিনিময়যোগ্য মূদ্রার প্রচলন করিতে হইবে। এই ব্যবস্থা অনুসারে কারেন্সি কেন্দ্রের হাতে থাকিবে না, আঞ্চলিক সরকারের হাতে থাকিবে। দুই অঞ্চলের জন্য দুইটি স্বতন্ত্র স্টেট ব্যাংক থাকিবে।

5) Change the voice.
a) I want the letter to be written.
b) The ship was burnt.
c) He annoyed me.
d) Let not football be played at noon.
e) Whom has he beaten?
6) Fill in the blanks with appropriate articles.
a) People love--------- brave.
b) There are-------- few apples on the table.
c) He is------ M.A.
e) He plays------piano.
d) He joined-------army.
7) Fill in the blanks with appropriate preposition.
a) He is--------------all corruptions.
Answer: aganist
b) You are-------time.
Answer: in
c) Divide the mangoes-------them.
Answer: among
e) They entered------ the room.
Answer: no preposition
d) He sat -------me.
Answer: beside
8) Write short note on "United Nations"
গণিত-১৫
৯. ১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৫:২। ১০ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ৩:২। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন।

১০. উৎপাদকে বিশ্লেষণ করুন: 〖2n〗^4-〖19n〗^3+31n^2+31n-21
১১) এক কথায় উত্তর দিন:
ক) 9÷3×4= কত?
সমাধান: 9÷3×4
= 3×4
= 12
খ) ১ ডেকামিটার= কত মিলিমিটার?
উত্তর: ১০০০০ মিলিমিটার
গ) ৭১÷০=কত?
উত্তর: অসঙ্গায়িত
ঘ) ০÷২৮ = কত?
উত্তর: ০
ঙ) 0.03×0.07×0.00001
উত্তর = 0.000000021
১২) সাধারণ জ্ঞান-১৫
ক) একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কত দিন সংসদের বাইরে থাকতে পারে?
উত্তর: ৯০ দিন
খ) মুক্তিযুদ্ধকালীন ১০নং সেক্টর কোনটি ছিল?
উত্তর: নৌ সেক্টর
গ) বাংলাদেশে মূল্য সংযোজন কর (VAT) কবে চালু হয়?
উত্তর: ১ জুলাই ১৯৯১
ঘ) বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থবিল সম্পর্কিত বিধানাবলি উল্লেখ আছে?
উত্তর: ৮১
ঙ) 'বনফুল' ছদ্মনামে কে লিখতেন?
উত্তর: বলাইচাঁদ মুখোপাধ্যায়
চ) ‘BIRDEM' এর পূর্ণরূপ কী?
উত্তর: Bangladesh Institute for Research of Diabetes Endocrine and Metabolic Disorder
ছ) ব্রিটিশ পার্লামেন্ট ভবনের চূড়ায় রক্ষিত ঘড়িটির নাম কী?
উত্তর: বিগবেন
জ) মৌরিতানিয়ার রাজধানীর নাম কী?
উত্তর: নৌয়াকচট
ঝ) কম্পিউটার বাগ কী?
উত্তর: প্রোগ্রামে সংঘটিত যাবতীয় ভুল - ত্রুটিসমুহকে বাগ (Bug) বলে
ঞ) 'হো-চি-মিন সিটি' বন্দরটি কোন দেশের?
উত্তর: ভিয়েতনাম
ট) VIRUS এর পূর্ণরূপ কী?
উত্তর: Vital Information Resources under Siege
ঠ) 'কোয়াড' এর সদস্য রাষ্ট্র কারা?
উত্তর: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত
ড) T20 বিশ্বকাপ 2024 কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ
ঢ) 'বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে?
উত্তর: ১৯১১ সালে
ণ) 'ম্যাগনাকার্টা' কী?
উত্তর: ১২১৫ সালে স্বাক্ষরিত ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল।

Комментарии

Информация по комментариям в разработке