যে কারণে আমরা হাঁসের ভ্যাকসিন পাই না, জানুন ১০০% পার্সেন্ট হাঁসের ভ্যাকসিন কোথায় পাবেন?

Описание к видео যে কারণে আমরা হাঁসের ভ্যাকসিন পাই না, জানুন ১০০% পার্সেন্ট হাঁসের ভ্যাকসিন কোথায় পাবেন?

যে কারণে আমরা হাঁসের ভ্যাকসিন পাই না, জানুন ১০০% পার্সেন্ট হাঁসের ভ্যাকসিন কোথায় পাবেন?

যারা নতুন হাঁসের খামার করেছেন তারা হয়তো ভালোভাবে জানেন না। কোথায় কোথায় হাঁসের ভ্যাকসিন পাওয়া যায়। তবে সরকারি ভেটেরিনারি হাসপাতাল রয়েছে সেখানে সকল ধরনের ভ্যাকসিন বা টিকা বলি সে টিকা পাওয়া যায়। হাঁস মুরগির সব সময় টিকার প্রয়োজন হয় ।যে সকল টিকা রয়েছে সে টিকা দেওয়ার একটা টাইম রয়েছে । সেই টাইমে 15 থেকে 20 দিন আগে আপনারা পশু হাসপাতালে যোগাযোগ করবেন। তাহলে তারা আপনার সেই ভ্যাকসিন টা এনে দিবে । এর অন্যথায় যদি মনে করেন যে আমি আগামীকাল ভ্যাকসিন করব আমি আজ ভ্যাকসিন নিয়ে আসি কিন্তু আপনি হাসপাতালে গিয়ে ভ্যাকসিন পাবেন না ।এটার কারণ হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন আনা থাকেনা। তাই প্রত্যেকটা খামারি ভ্যাকসিন করার 15-20 দিন আগে হাসপাতালে যোগাযোগ করে ভ্যাকসিনের অর্ডার করে দেবেন তাহলে ঠিক সময় আপনারা ভ্যাকসিন করতে পারবেন।

পরিচালনায় মোঃ মাসুদ রানা
বিরাহিমপুর আমিনপুর পাবনা।
প্রয়োজনে যোগাযোগ করুন
মোবাইল নাম্বার =01830 300 339

Комментарии

Информация по комментариям в разработке