কার্তিক দামোদর মাসের নিয়ম মাহাত্ম্য ও মহিমা | । Damodar Lila| | Damodar Vrat katha‪

Описание к видео কার্তিক দামোদর মাসের নিয়ম মাহাত্ম্য ও মহিমা | । Damodar Lila| | Damodar Vrat katha‪

দামোদর মাসের মাহাত্ম্য দামোদর মাসের নিয়ম দামোদর মাস ২০২৪ ভিডিও টিতে দামোদর ব্রত পালনের নিয়ম , কার্তিক মাসের মাহাত্ম্য,কার্তিক মাস পালনের নিয়ম,কার্তিক মাসের নিয়ম,কার্তিক মাসের ব্রত কথা,দামোদর মাস পালনের নিয়ম ,দামোদর মাসের নিয়ম,দামোদর মাসের মাহাত্ম্য, দামোদর মাস বা কার্ত্তিক মাস কী, কেন , কীভাবে আলোচনা করেছেন - শ্রীমান অনুপম কৃষ্ণ প্রেম দাস প্রভু।

শ্রীমান অনুপম কৃষ্ণ প্রেম দাস প্রভু দামোদর মাস ২০২৪ দামোদর মাসের মাহাত্ম্য নিয়ম 202৪ ভিডিও টিতে আলোচনা করেছেন
1. দামোদর মাসের নিয়ম
2. দামোদর মাসের মাহাত্ম্য
3. দামোদর ব্রত
4. কার্তিক মাস,নিয়ম সেবা মাস
5. দামোদর মাসের মহিমা
6. দামোদর মাস 2023
7. কার্তিক মাসের মাহাত্ম্য
8. কার্তিক মাস পালনের নিয়ম
9. কার্তিক মাসের ব্রত কথা
10. দামোদর মাস পালনের নিয়ম
11. দামোদর ব্রত পালনের নিয়ম
দামোদর মাস বা কার্ত্তিক মাস কী, কেন , কীভাবে? রাজমাষ, বরবটি, শিম,কমলী শাক,পটল,বেগুন,মাছ মাংস, এসব বর্জন করিবেন।হবিষ্যান্ন বর্জনীয় যেসব দ্রবগুলো,মুগ ডাল, তিল তেল,বেতো শাক,সাত্ত্বিক শাক মুলা,জিরা ও তেঁতুল।
দিনে ২বার সূর্য উদয়ের অাগে হবিষ্যান্ন গ্রহণ করতে হবে।
শরীরে তৈল সাবান কসমে্টিক ইত্যাদি ব্যবহার নিষেধ।
এসব ব্যবহার না করলে এই একমাস তাহলে অন্তিমে পড় চিন্ময় দেহ প্রাপ্ত হবো।
রাতে ফল দুধ কলা কাচাবাদাম ভাজা,এসব পেতে পারবেন।।এ মাসে সকলেরই নিরামিষ ভোজন করা উচিত।প্রতিদিন ভাগবতের প্রথম স্কন্ধের দামবন্ধন লীলী পাঠ করা উচিত। দিনের বেলা ভোগরাগ, প্রসাদ গ্রহণ করা উচিত।
ব্রত পালন না করলে কি হবে?
স্কন্দপুরাণে ব্রহ্মা-নারদ সংবাদে বলা হয়েছে–
হে মুনিবর! যে মানব কার্তিক ব্রত না করে, সে ব্রহ্মঘাতী,গোঘাতী,স্বর্ণচোর,ও সর্বদা মিথ্যাবাদী।
হে বিপেন্দ্র! বহু পূজা করে এবং শতবার শ্রাদ্ধ করেও কার্তিকে ব্রত না করার ফলে স্বর্গ প্রাপ্ত হয় না।
কার্তিকে ব্রত না করলে যে উৎকৃষ্ট দান,সুমহান তপস্যা ও জপ সকলই বিফল হয়
হে নারদ! কার্তিক মাসে উত্তম বৈষ্ণব ব্রত না করলে সপ্ত জন্মার্জিত পুণ্য বৃথা হয়।

দামোদর ব্রতের মাহাত্ম্য :-
স্কন্দ ও পদ্মপুরাণে দামোদর ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে বলা হয়েছে সর্বতীর্থে যে স্নান,সর্বদানের যে ফল,কার্তিক মাসের কোটি অংশের একাংশেরও সমান হয় না।
কার্তিকের সমান মাস নাই, সত্যযুগের সমান যুগ না,বেদের সমান শাস্ত্র নাই,গঙ্গার সমান তীর্থ নাই।
যে মানব কার্তিকে শ্রীবিষ্ণু মন্দির প্রদক্ষিণ করে সে পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফলভাগী হয়।
যে মানব কার্তিকে শ্রীহরির সম্মুখে নৃত্য,গীত,বাদ্য,ভক্তিসহ করে,সে অক্ষয়পদ বিষ্ণুধাম প্রাপ্ত হয়।
হে মুনিবর! কার্তিকে যিনি হরিকথা শ্রবণ করেন,তিনি শতকোটি জন্মের আপদসমূহ থেকে নিস্তার পান।
কার্তিকে নিমেষার্দ্ধকাল দীপদান ফলে সহস্রকোটিকল্প অর্জিত বহু পাপ বিলুপ্ত হয়।শ্রীমৎ সত্যব্রত মুনি বিরচিত "শ্রী দামোদরাষ্টকম"
নমামীশ্বরং সচ্চিদানন্দরুপং
লসৎ-কুন্ডলং গোকুলে ভ্রাজমানম।
যশোদাভিয়োলুখলাব্দাবমানং
পরামৃষ্টমত্যং ততো দ্রুত্য গোপ্যা॥ ১ ॥
রুদন্তং মুহুর্নেত্রযুগ্মং মৃজন্তং
করাম্ভোজযুগ্মেন সাতঙ্কনেত্রম্।
মুহুঃশ্বাসকম্প-ত্রিরেখাঙ্ককণ্ঠ-
স্থিত-গ্রৈব-দামোদরং ভক্তিবদ্ধম্॥ ২ ॥
ইতিদৃক্ স্বলীলাভিরানন্দকুণ্ডে
স্বঘোষং নিমজ্জন্তমাখ্যাপয়ন্তম্।
তদীয়েশিতজ্ঞেষু ভক্তৈর্জিতত্ত্বং
পুনঃ প্রেমতস্তং শতাবৃত্তি বন্দে॥ ৩ ॥
বরং দেব! মোক্ষং ন মোক্ষাবধিং বা
ন চান্যং বৃণেহহং বরেশাদপীহ।
ইদন্তে বপুর্নাথ! গোপালবালং
সদা মে মনস্যাবিরাস্তাং কিমন্যৈঃ॥ ৪ ॥
ইদন্তে মুখাম্ভোজমব্যক্তনীলৈ-
র্বৃতং কুন্তলৈঃ স্নিগ্ধ-রক্তৈশ্চ গোপ্যা।
মুহুশ্চুম্বিতং বিম্ব-রক্তাধরং মে
মনস্যাবিরাস্তামলং লক্ষলাভৈঃ॥ ৫ ॥
নমো দেব দামোদরানন্তবিষ্ণো
প্রসীদ প্রভো দুঃখজালাব্ধিমগ্নম্।
কৃপাদৃষ্টি-বৃষ্ট্যাতিদীনং বতানু-
গৃহানেশ মামজ্ঞমেধ্যক্ষি দৃশ্যঃ॥ ৬ ॥
কুবেরাত্মজৌ বদ্ধমূর্ত্যৈব যদ্বৎ
ত্বয়া মোচিতৌ ভক্তিভাজৌ কৃতৌ চ।
তথা প্রেমভক্তিং স্বকাং মে প্রযচ্ছ
ন মোক্ষে গ্রহোমেহস্তি দামোদরেহ॥ ৭ ॥
নমস্তেহস্তু দাম্নে স্ফুরদ্দীপ্তি-ধাম্নে
ত্বদীয়োদরায়াথ বিশ্বস্য ধাম্নে।
নমো রাধিকায়ৈ ত্বদীয়-প্রিয়ায়ৈ
নমোহনন্তলীলায় দেবায় তুভ্যম॥ ৮ ॥

Комментарии

Информация по комментариям в разработке